প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের জুলাই মাসের ৯ তারিখ থেকে আগস্ট মাসের ৫ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

শুরুটা অভাবের মধ্যে হলেও পরে অনেক আশীর্বাদ লাভ করেছি

ভাই স্যামুয়েল হার্ডের জীবন অভাবের মধ্যে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তিনি যতটা আশা করেছিলেন, পরবর্তী সময়ে সেটার চেয়ে আধ্যাত্মিকভাবে আরও বেশি আশীর্বাদ লাভ করেছেন।

শান্তি—কীভাবে আপনি তা লাভ করতে পারেন?

যেহেতু আমরা এক সমস্যাপূর্ণ জগতে বাস করি, তাই শান্তি লাভ করার জন্য আমাদের অবশ্যই কঠোর প্রচেষ্টা করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারে।

যিহোবা সেই ব্যক্তিদের ভালোবাসেন, যারা “ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন করে”

আমরা যখন এমন এলাকায় প্রচার করি, যেখানে বেশিরভাগ লোক শোনে না, তখন আমরা হয়তো নিরুৎসাহিত বোধ করি। তা সত্ত্বেও, আমরা সবাই পরিচর্যায় ফল উৎপন্ন করতে পারি।

যে-কারণগুলোর জন্য আমরা ক্রমাগত ‘প্রচুর ফলে ফলবান্‌হই’

আমাদের প্রচার করার কারণগুলো স্পষ্টভাবে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

আপনার শত্রুকে জানুন

আমরা শয়তানের প্রভাব অথবা ষড়যন্ত্র সম্বন্ধে অজ্ঞাত নই।

অল্পবয়সিরা, দিয়াবলের বিরুদ্ধে অটল থাকো

আমরা সবাই এক আধ্যাত্মিক যুদ্ধে অংশ নিচ্ছি। অল্পবয়সিদের বিশেষভাবে অসহায় বলে মনে হতে পারে কিন্তু তারা যুদ্ধের জন্য যুদ্ধসজ্জা পরে আছে।

প্রচুর শস্য!

ইউক্রেনের একটা এলাকায় জনসংখ্যার এক চতুর্থাংশই যিহোবার সাক্ষি!