সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ২ ২০১৮ | ভবিষ্যতে কী রয়েছে?

ভবিষ্যতে কী রয়েছে?

আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার ও আপনার পরিবারের জন্য ভবিষ্যতে কী রয়েছে? বাইবেল বলে:

“ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।”—গীতসংহিতা ৩৭:২৯.

প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা আপনাকে মানবজাতি ও পৃথিবীর জন্য ঈশ্বরের চমৎকার উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে এবং সেই উদ্দেশ্য থেকে উপকার লাভ করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, তা জানতে সাহায্য করবে।

 

ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান করা

মানুষ হাজার হাজার বছর ধরে ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান করে এসেছে​—⁠কেউ কেউ সফল হয়েছে, অন্যেরা হয়নি।

জ্যোতিষবিদ্যা ও ভাগ্যগণনা—এগুলো কি ভবিষ্যৎ জানার উপায়?

আপনি কি এই ধরনের ভবিষ্যদ্‌বাণীর উপর আস্থা রাখতে পারেন?

যে-ভবিষ্যদ্‌বাণীগুলো পরিপূর্ণ হয়েছে

বাইবেলের উল্লেখযোগ্য ভবিষ্যদ্‌বাণীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ হয়েছে।

সঠিক ভবিষ্যদ্‌বাণীর এক নীরব সাক্ষি

রোমে অবস্থিত এক প্রাচীন বিজয়স্তম্ভ প্রমাণ করে যে, বাইবেলের ভবিষ্যদ্‌বাণী উল্লেখযোগ্যভাবে সঠিক।

যে-প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ হবে

বাইবেলের অনেক ভবিষ্যদ্‌বাণী ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছে আর অন্যগুলো ভবিষ্যতে পরিপূর্ণ হবে।

আপনি চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে পারেন

বাইবেল মানবজাতির জন্য সৃষ্টিকর্তার উদ্দেশ্য সম্বন্ধে বর্ণনা করে।

আপনার ভবিষ্যৎ আপনার হাতে!

কোনো কোনো ব্যক্তি বিশ্বাস করে, ভাগ্য বা নিয়তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এটা কি সত্য?

“মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে”

বাইবেল এমন এক সময় সম্বন্ধে প্রতিজ্ঞা করে, যখন অবিচার ও দুষ্টতা আর থাকবে না।