প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০২০

এই সংখ্যায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১-২৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

১ করিন্থীয় ১৫:২৯ পদে প্রাপ্ত প্রেরিত পৌলের কথাগুলোর অর্থ কি এই যে, তার দিনের কোনো কোনো খ্রিস্টান মৃত ব্যক্তিদের হয়ে বাপ্তিস্ম নিয়েছিল?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

হিতোপদেশ ২৪:১৬ পদ বলে: “ধার্ম্মিক সাত বার পড়িলেও আবার উঠে।” এটা কি এমন ব্যক্তিকে নির্দেশ করে, যিনি বার বার পাপ করেন এবং তারপর ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করেন?