সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ১ ২০২১ | কেন প্রার্থনা করব?

আপনার কি কখনো মনে হয়েছে, ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন না? যদি তা-ই হয়, তা হলে আপনি একা নন। অনেকেই ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করে কিন্তু তাদের সমস্যাগুলো রয়ে গিয়েছে। এই ধারাবাহিক প্রবন্ধগুলো আলোচনা করবে, কেন আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, কেন ঈশ্বর কিছু প্রার্থনার উত্তর দেন না এবং কীভাবে প্রার্থনা করবেন, যাতে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেন।

 

প্রার্থনা সম্বন্ধে লোকেরা যা বলে

প্রার্থনা কি ঈশ্বরের কাছ থেকে এক অদ্বিতীয় উপহার না কি এটা কেবল মাত্র একটা অর্থহীন প্রথা?

ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?

বাইবেল আমাদের নিশ্চয়তা দেয়, আমরা যখন সঠিক উপায়ে প্রার্থনা করি, তখন ঈশ্বর তা শুনে থাকেন।

কেন ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর দেন না?

বাইবেল দেখায় ঈশ্বর কোন ধরনের প্রার্থনার উত্তর দেবেন এবং কোন ধরনের দেবেন না।

কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন?

ঈশ্বরের সাথে যে-কোনো জায়গায়, যে-কোনো সময়ে, জোরে জোরে কিংবা মনে মনে কথা বলুন। যিশু এমনকী আমাদের জানতে সাহায্য করেছেন, কী বলতে হবে।

যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে

সমস্যা মোকাবিলা করার জন্য, কীভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করবে?

ঈশ্বর কি আপনার প্রার্থনা শোনেন?

বাইবেল বলে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখন তিনি তা শোনেন এবং আপনাকে সাহায্য করতে চান।