সরাসরি বিষয়বস্তুতে যান

প্রার্থনা

কেন প্রার্থনা করবেন?

ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?

বাইবেল আমাদের নিশ্চয়তা দেয়, আমরা যখন সঠিক উপায়ে প্রার্থনা করি, তখন ঈশ্বর তা শুনে থাকেন।

যেভাবে প্রার্থনা করা যায়

কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন?

ঈশ্বরের সাথে যে-কোনো জায়গায়, যে-কোনো সময়ে, জোরে জোরে কিংবা মনে মনে কথা বলুন। যিশু এমনকী আমাদের জানতে সাহায্য করেছেন, কী বলতে হবে।

বাইবেল প্রার্থনা সম্বন্ধে কী বলে?

স্বর্গদূত অথবা সাধুদের কাছে কি আমাদের প্রার্থনা করা উচিত?

সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করার জন্য ক্রমাগত প্রার্থনা করুন

আমরা কীভাবে প্রার্থনা করতে পারি, যাতে সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শোনেন ও আশীর্বাদ করেন?

আমাদের কি যিশুর কাছে প্রার্থনা করা উচিত?

যিশু নিজে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

আমাদের কি কোনো সাধুর কাছে প্রার্থনা করা উচিত?

আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত, সেই সম্বন্ধে বাইবেল কী বলে, তা জানুন।