ঈশ্বরের রাজ্য কী করবে?
বাইবেল উত্তর দেয়
ঈশ্বরের রাজ্য সমস্ত মানব সরকার সরিয়ে দিয়ে সারা পৃথিবীর উপর শাসন করবে। (দানিয়েল ২:৪৪; প্রকাশিত বাক্য ১৬:১৪) আর যখন ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করবে, তখন সেটা যা যা করবে:
দুষ্ট লোকদের দূর করবে, যাদের স্বার্থপরতা আর খারাপ কাজের কারণে আমরা সবাই কষ্ট পাচ্ছি। “কিন্তু, মন্দ লোকদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।”—হিতোপদেশ ২:২২.
সমস্ত যুদ্ধ শেষ করবে। “তিনি [ঈশ্বর] সারা পৃথিবীতে যুদ্ধ শেষ করে দিচ্ছেন।”—গীতসংহিতা ৪৬:৯.
পৃথিবীব্যাপী নিরাপত্তা নিয়ে আসবে আর সেখানে কোনো অভাব থাকবে না। “প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।”—মীখা ৪:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
পুরো পৃথিবীকে এক পরমদেশ করে তুলবে। “মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে।”—যিশাইয় ৩৫:১, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
সবার জন্য আনন্দদায়ক কাজ জুগিয়ে দেবে। “আমার [ঈশ্বরের] মনোনীতেরা দীর্ঘদিন ধরে তাদের আপন হাতের শ্রমফল ভোগ করবে। তারা বৃথা শ্রম করবে না।”—যিশাইয় ৬৫:২১-২৩, জুবিলী বাইবেল।
অসুস্থতা দূর করবে। “নগরবাসীরা কেউই বলবে না: ‘আমি অসুস্থ।’”—যিশাইয় ৩৩:২৪, জুবিলী বাইবেল।
সেখানে কেউ আর বৃদ্ধ হবে না। “তার ত্বক বাচ্চার ত্বকের চেয়েও কোমল হয়ে উঠবে, সে নিজের যৌবনের শক্তি ফিরে পাবে।”—ইয়োব ৩৩:২৫.
যারা মারা গিয়েছে তাদের আবার জীবিত করবে। “যারা স্মরণিক কবরে রয়েছে, তারা সকলে তাঁর [যিশুর] রব শুনবে এবং বের হয়ে আসবে।”—যোহন ৫:২৮, ২৯.