সরাসরি বিষয়বস্তুতে যান

বাইবেলের পদের ব্যাখ্যা

লূক ২:১৪—“পৃথিবীতে যাদের উপর তিনি [ঈশ্বর] সন্তুষ্ট তাদের শান্তি হোক”

লূক ২:১৪—“পৃথিবীতে যাদের উপর তিনি [ঈশ্বর] সন্তুষ্ট তাদের শান্তি হোক”

 “স্বর্গে ঈশ্বরের মহিমা হোক, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র লোকদের শান্তি হোক।”—লূক ২:১৪, নতুন জগৎ অনুবাদ।

 “স্বর্গে ঈশ্বরের গৌরব হোক, পৃথিবীতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক।”—লূক ২:১৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

লূক ২:১৪ পদে বলা কথাগুলোর অর্থ কী?

 যিশুর জন্মের সময় স্বর্গদূতেরা এই প্রশংসাবাক্য বলেছিল। এই কথাগুলো দেখায় যে, যারা যিশুর উপর বিশ্বাস করে, তাদের উপর ঈশ্বরের অনুগ্রহ রয়েছে এবং তারা শান্তি লাভ করে।

 “স্বর্গে ঈশ্বরের মহিমা হোক।” এই কথাগুলোর মাধ্যমে স্বর্গদূত এই বিষয়ের উপর জোর দিয়েছিলেন যে, ঈশ্বর সমস্ত গৌরব পাওয়ার যোগ্য। এ ছাড়া, এই কথাগুলোর মাধ্যমে এটাও তুলে ধরা হয়েছিল যে, যিশুর জন্ম এবং পৃথিবীতে তাঁর প্রচার কাজ যিহোবা a ঈশ্বরের জন্য প্রচুর গৌরব নিয়ে আসবে। উদাহরণ হিসেবে বলা যায়, যিশু যা-কিছু শিখিয়েছিলেন, সেগুলোর জন্য তিনি সবসময় ঈশ্বরকে কৃতিত্ব দিয়েছিলেন। যেমন, তিনি বলেছিলেন: “আমি যা শিক্ষা দিই, তা আমার নিজের শিক্ষা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর শিক্ষা।” (যোহন ৭:১৬-১৮) যিশু যখন অলৌকিক কাজগুলো করতেন, তখন যে-লোকেরা সেগুলো দেখত, তারা ’ঈশ্বরের গৌরব করত।’ (লূক ৫:১৮, ২৪-২৬; যোহন ৫:১৯) এমনকী যিশুর মৃত্যুও ঈশ্বরের গৌরব নিয়ে এসেছিল। যিশু মারা গিয়েছিলেন বলে ঈশ্বরের যে-মহৎ উদ্দেশ্য ছিল, তা পরিপূর্ণ করার পথ খুলে গিয়েছিল আর তা হল, পৃথিবীকে ধার্মিক ও শান্তিপ্রিয় লোকদের দিয়ে পরিপূর্ণ করা।—আদিপুস্তক ১:২৮.

 ‘পৃথিবীতে শান্তি।’ এই শান্তির অর্থ কেবল এটা নয় যে, কোনো যুদ্ধ থাকবে না। এর সঙ্গে সেই শান্তি বা মনের শান্তি জড়িত, যা কেবল তখনই সম্ভব, যখন একজন ব্যক্তির উপর যিহোবার অনুমোদন থাকে। যিশুর কারণে ঈশ্বরের সঙ্গে মানুষ এইরকম শান্তিপূর্ণ সম্পর্ক লাভ করতে পারে। (যাকোব ৪:৮) আর ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে যিশু পুরো পৃথিবীতে সম্পূর্ণ এবং চিরস্থায়ী শান্তি আনবেন।—গীতসংহিতা ৩৭:১১; লূক ১:৩২, ৩৩.

 “প্রীতির পাত্র।” এই কথাগুলো সেই ব্যক্তিদের বোঝায়, যারা ঈশ্বরের প্রীতির পাত্র অথবা যাদের উপর ঈশ্বরের অনুগ্রহ রয়েছে। আর এর কারণ হল, ঈশ্বরের উপর এবং তিনি যাঁকে পাঠিয়েছেন, সেই যিশুর উপর তাদের প্রকৃত বিশ্বাস রয়েছে। এই কথাগুলোর দ্বারা এটা বোঝায় না যে, সমস্ত মানুষের প্রতি ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, তা তাদের মনোভাব ও কাজ যেমনই হোক-না কেন। নতুন জগৎ অনুবাদ আর সেইসঙ্গে অন্যান্য আধুনিক বাইবেলে যেভাবে অনুবাদ করা হয়েছে, প্রাচীন ও নির্ভরযোগ্য গ্রিক পাণ্ডুলিপি সেটাকে সমর্থন করে। এগুলোতে সেই লোকদের মধ্যে শান্তির বিষয়ে বলা হয়েছে, যাদের উপর ঈশ্বরের অনুগ্রহ রয়েছে।—“ অন্যান্য অনুবাদে লূক ২:১৪ পদ” দেখুন।

লূক ২:১৪ পদের প্রসঙ্গ কী?

 লূক ২ অধ্যায়ে মানুষ হিসেবে যিশুর জীবনের প্রথম দিকের ঘটনা তুলে ধরা হয়েছে। তাঁর জন্মের পর পরই একজন স্বর্গদূত সেই মেষপালকদের দেখা দিয়েছিলেন, যারা “মাঠে অবস্থান করছিল এবং রাতের বেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল।” b (লূক ২:৪-৮) সেই স্বর্গদূত মেষপালকদের এমন “সুসমাচার” জানিয়েছিলেন, ‘যা মহা আনন্দ নিয়ে আসবে।’ তিনি বলেছিলেন, “কারণ আজ, দায়ূদের নগরে তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে, তিনি প্রভু খ্রিস্ট।” (লূক ২:৯-১১) মেষপালকদের বলা হয়েছিল, তারা নবজাত যিশুকে কোথায় খুঁজে পাবে। আর পরে তারা অগণিত স্বর্গদূতকে ঈশ্বরের উদ্দেশে প্রশংসাগান গাইতে শুনেছিল। বেথলেহেমে যাওয়ার পর সেই মেষপালকেরা মরিয়ম ও যোষেফের সঙ্গে শিশু যিশুকে দেখতে পেয়েছিল। (লূক ২:১২-১৬) মেষপালকেরা তাদের চমৎকার অভিজ্ঞতা সম্বন্ধে বলার পর “ঈশ্বরের গৌরব ও প্রশংসা করতে করতে” তাদের পালের কাছ ফিরে গিয়েছিল।—লূক ২:১৭-২০.

 “অন্যান্য অনুবাদে লূক ২:১৪ পদ”

 “ঊর্দ্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে [তাঁহার] প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।”—লূক ২:১৪, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।

 “ঊর্ধ্বলোকে ঈশ্বরের গৌরব, ইহলোকে তাঁর প্রসন্নতার পাত্র মানুষের জন্য শান্তি!”—লূক ২:১৪, জুবিলী বাইবেল।

 “স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি”—লূক ২:১৪, ইজি-টু-রিড ভারশন।

 লূক বইয়ের ভূমিকা দেখার জন্য এই ছোটো ভিডিওটা দেখুন।

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম। (গীতসংহিতা ৮৩:১৮) “যিহোবা কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

b মেষপালকেরা রাতের বেলা বাইরে মেষপাল পাহারা দিচ্ছিল আর এটা থেকে বোঝা যায়, এই ঘটনাগুলো শীত কালে ঘটেনি। আরও জানার জন্য “যিশু কখন জন্মগ্রহণ করেছিলেন?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।