অসুস্থ থাকার সময়েও অন্যদের সান্ত্বনা দেওয়া
দক্ষিণ আফ্রিকার এক যিহোবার সাক্ষি বোন ক্লডিনকে, একটা বড়ো অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অনেকগুলো জটিল সমস্যা থাকার কারণে কোন চিকিৎসা পদ্ধতি তিনি ব্যবহার করবেন, সেটা তাকে বাছাই করতে হয়েছিল। অপারেশনের আগে এবং পরে বিভিন্ন চাপে এবং শারীরিক যন্ত্রণার কারণে তার শরীর একেবারে ভেঙে গিয়েছিল। বাড়ি ফেরার প্রায় দশ সপ্তাহ পরেও তিনি উঠে বসতে পারতেন না। আর কোভিড-১৯ অতিমারি থাকার ফলে কেউ তার সঙ্গে দেখাও করতে আসতে পারত না।
তিনি মনস্থির করেন যে, নিজের বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এর পরিবর্তে তিনি ঈশ্বরের কাছে সাহায্য চান, যাতে অন্যদের উৎসাহ দিতে পারেন। উঠে বসার শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার এক প্রতিবেশীর ছোটো বোনের সঙ্গে যোগাযোগ করেন, যিনি সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করে পরে ছেড়ে দিয়েছিলেন। ক্লডিন তাকে বাইবেল থেকে এমন একটা উৎসাহজনক বিষয় দেখান, যার ফলে সেই মহিলা আবারও অধ্যয়ন শুরু করতে চান। ক্লডিন তাকে এও বুঝিয়ে বলেন যে, সভাগুলোতে উপস্থিত হলে কী কী উপকার আসে। এর পাশাপাশি তিনি এটাও লক্ষ্য রাখেন যে, তার ছাত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় মণ্ডলীর সভাগুলোতে যোগ দিতে পারছে কি না। পরে সেই মহিলা সভাতে যোগ দেন এবং প্রশ্ন-উত্তর পর্ব যখন আসে, তখন একটা উত্তরও দেন।
এরপর ক্লডিন সেই ছাত্রীর ছোটো বোনের কাছেও সাক্ষ্য দেন, যিনি বাইবেল অধ্যয়নের ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন। পরে সেই বোন ক্লডিনকে অন্যান্য আগ্রহী ব্যক্তিদের সম্বন্ধেও জানান। এর ফল কী হয়? ক্লডিন আরও চার জন মহিলার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেন। কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না!
অন্যদের প্রতি আন্তরিক ভালোবাসা থাকার কারণে ক্লডিন এমনকী অতিমারির সময়েও আরও দশ জন মহিলার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেন। আর সব মিলিয়ে তার বাইবেল অধ্যয়নের সংখ্যা এখন ১৬ তে পৌঁছায়! যাদের মধ্যে কেউ কেউ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিয়মিত সভাগুলোতে যোগ দেন। এভাবে অন্যদের যিহোবার বিষয় শেখানোর কাজে ব্যস্ত থাকার মাধ্যমে ক্লডিন নিজের বিষয় নিয়ে আর বেশি ভাবেননি। ক্লডিন এও বুঝতে পেরেছিলেন যে, তার এই কঠিন পরিস্থিতিতে “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” যিহোবাই তাকে সান্ত্বনা দিয়েছেন। আর এই কারণে তিনিও অন্যদের সাহায্য করতে পেরেছেন।—২ করিন্থীয় ১:৩, ৪.
ক্লডিনের ছাত্র-ছাত্রীরা যা শিখছিল সেগুলো তাদের কেমন লাগছিল? তাদের মধ্যে একজন বলেন, “আমি এর থেকে অনেক উপকার পেয়েছি তবে সবচেয়ে বড়ো বিষয়টা ছিল ঈশ্বরের নাম জানা আর এর কারণে আমার সঙ্গে যিহোবার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।” প্রথমে যে-মহিলার কাছে ক্লডিন সাক্ষ্য দিয়েছিলেন, তিনি এখন বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই অভিজ্ঞতাগুলো ক্লডিনকে অনেক আনন্দ দিয়েছিল আর এখন অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠছেন।