যিহোবার সাক্ষিরা কি সেই ব্যক্তিদের এড়িয়ে চলে, যারা এক সময়ে তাদের ধর্ম পালন করত?
যারা যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তাইজিত হয়েছিল কিন্তু এখন আর অন্যদের কাছে প্রচার করে না, হতে পারে এমনকী সহবিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করা থেকেও সরে গিয়েছে, তাদেরকে আমরা এড়িয়ে চলি না। আসলে, আমরা তাদের কাছে যাই এবং তাদের আধ্যাত্মিক আগ্রহকে পুনরুদ্দীপিত করার চেষ্টা করি।
আমরা গুরুতর পাপ করেছে এমন কোনো ব্যক্তিকে এমনি এমনিই সমাজচ্যুত করি না। কিন্তু, একজন বাপ্তাইজিত সাক্ষি যদি বাইবেলের নৈতিক মান ভেঙেই চলেন এবং অনুতপ্ত না হন, তাহলে সেই ব্যক্তিকে আমরা এড়িয়ে চলি বা তাকে সমাজচ্যুত করা হয়। বাইবেল স্পষ্টভাবে বলে: “তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দেও।”—১ করিন্থীয় ৫:১৩.
এমন একজন সমাজচ্যুত ব্যক্তি সম্বন্ধে কী বলা যায়, যার স্ত্রী এবং সন্তানরা এখনও পর্যন্ত যিহোবার সাক্ষি? তার পরিবারের সঙ্গে তার ধর্মীয় বন্ধন পরিবর্তন হয় কিন্তু রক্তের সম্পর্ক অপরিবর্তিত থাকে। বৈবাহিক সম্পর্ক এবং স্বাভাবিক পারিবারিক স্নেহ ও যোগাযোগ বজায় থাকে।
সমাজচ্যুত ব্যক্তিরা হয়তো আমাদের ধর্মীয় উপাসনায় যোগ দিতে পারে। এ ছাড়া, তারা যদি চায়, তাহলে তারা মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে আধ্যাত্মিক পরামর্শও লাভ করতে পারে। লক্ষ্য হল প্রত্যেক ব্যক্তিকে আবারও একজন যিহোবার সাক্ষি হয়ে ওঠার জন্য যোগ্য করে তুলতে সাহায্য করা। যে-সমাজচ্যুত ব্যক্তিরা ভুল আচরণ প্রত্যাখ্যান করে এবং বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করার আন্তরিক আকাঙ্ক্ষা প্রদর্শন করে, তারা আবারও যিহোবার সাক্ষি হওয়ার জন্য সাদরে আমন্ত্রিত।