কেন যিহোবার সাক্ষিরা ইস্টার পালন করে না?
প্রচলিত বিভিন্ন ভুল ধারণা
প্রচলিত ধারণা: যিহোবার সাক্ষিরা ইস্টার পালন করে না কারণ তারা খ্রিস্টান নয়।
সত্য বিষয়: আমরা এটা বিশ্বাস করি, যিশু খ্রিস্ট হলেন আমাদের ত্রাণকর্তা এবং “তাঁহার পদচিহ্নের অনুগমন” করার জন্য আমরা যথাসাধ্য করি।—১ পিতর ২:২১; লূক ২:১১.
প্রচলিত ধারণা: যিশু যে পুনরুত্থিত হয়েছিলেন, তা আপনারা বিশ্বাস করেন না।
সত্য বিষয়: আমরা যিশুর পুনরুত্থানে বিশ্বাস করি; আমরা স্বীকার করি, যিশুর পুনরুত্থান হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি এবং প্রচার করার সময় আমরা এই বিষয়ের ওপর জোর দিয়ে থাকি।—১ করিন্থীয় ১৫:৩, ৪, ১২-১৫.
প্রচলিত ধারণা: আপনাদের সন্তানরা যে ইস্টারের ছুটির আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের কোনো চিন্তাই নেই।
সত্য বিষয়: আমরা আমাদের সন্তানদের ভালোবাসি। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তারা যাতে সুখী হয়, সেই বিষয়ে তাদের সাহায্য করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি।—তীত ২:৪.
কেন যিহোবার সাক্ষিরা ইস্টার পালন করে না?
ইস্টার পালন করা বাইবেলভিত্তিক নয়।
যিশু আমাদের তাঁর পুনরুত্থান নয়, বরং তাঁর মৃত্যু স্মরণ করার আদেশ দিয়েছিলেন। আমরা বাইবেলের চান্দ্রিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে থাকি।—লূক ২২:১৯, ২০.
আমরা বিশ্বাস করি, ইস্টারের বিভিন্ন প্রথার উৎস হচ্ছে প্রাচীন প্রজনন সংক্রান্ত আচারঅনুষ্ঠান আর এই কারণে ইস্টার ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। ঈশ্বর “স্বগৌরব রক্ষণে উদ্যোগী” অর্থাৎ তিনি চান যেন আমরা তাঁকে একাগ্র ভক্তি প্রদান করি। আর তিনি অনুমোদন করেন না এমন প্রথাগুলো যখন উপাসনায় যুক্ত করা হয়, তখন সেই উপাসনায় তিনি সন্তুষ্ট হন না।—যাত্রাপুস্তক ২০:৫; ১ রাজাবলি ১৮:২১.
আমরা বিশ্বাস করি, ইস্টার পালন না করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পুরোপুরি বাইবেলভিত্তিক। আর বাইবেল আমাদেরকে মানুষের পরম্পরাগত রীতিনীতি অনুসরণ করার পরিবর্তে ব্যাবহারিক প্রজ্ঞা বা “সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা” ব্যবহার করতে উৎসাহিত করে। (হিতোপদেশ ৩:২১; মথি ১৫:৩) এ ছাড়া, ইস্টারের বিষয়ে আমাদের বিশ্বাস সম্বন্ধে প্রশ্ন করা হলে, উত্তর দেওয়ার সময়, একজন ব্যক্তি কী করবেন সেই ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে আমরা সম্মান করি।—১ পিতর ৩:১৫.