আপনাদের কি বেতনভোগী পাদরি আছে?
প্রথম শতাব্দীর খ্রিস্ট ধর্মের আদর্শ অনুসরণ করে, যিহোবার সাক্ষিদের মধ্যে কোনো পাদরী শ্রেণী-সাধারণ শ্রেণী এমন কোনো প্রভেদ নেই। সমস্ত বাপ্তাইজিত সদস্য হল নিযুক্ত পরিচারক এবং তারা প্রচার ও শিক্ষাদান কাজে অংশ নিয়ে থাকে। সাক্ষিদেরকে বিভিন্ন মণ্ডলীতে সংগঠিত করা হয়েছে, যেগুলোতে প্রায় ১০০ জন সদস্য রয়েছে। প্রত্যেক মণ্ডলীতে আধ্যাত্মিকভাবে পরিপক্ব পুরুষরা ‘প্রাচীন’ হিসেবে সেবা করে। (তীত ১:৫) তারা কোনো বেতন ছাড়াই তাদের সেবা প্রদান করে থাকে।