যিহোবার সাক্ষিরা কি মিশনারি কাজ করে?
হ্যাঁ, যিহোবার সাক্ষিরা যেখানেই বাস করুক না কেন, তারা সবাই মিশনারির মতো মনোভাব দেখানোর চেষ্টা করে থাকে।—মথি ২৮:১৯, ২০.
এ ছাড়া, কিছু সাক্ষি সুসমাচার জানানোর জন্য নিজেদের দেশের সেইসমস্ত এলাকা পরিদর্শন করে বা সেখানে চলে যায়, যেখানে বেশিরভাগ লোকেরা এখনও বাইবেলের সুসমাচার শোনেনি। আবার অনেকে তাদের পরিচর্যা বাড়ানোর জন্য অন্য দেশে চলে যায়। তারা যিশুর বলা এই ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতায় অংশ নিতে পেরে আনন্দিত হয়, যেটা বলে: “তোমরা ... পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।”—প্রেরিত ১:৮.
১৯৪৩ সালে আমরা আমাদের কয়েক জন মিশনারিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা স্কুল চালু করি। সেই সময় থেকে, ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অভ্ গিলিয়েড নামে পরিচিত এই স্কুলে ৮,০০০ জনেরও বেশি সাক্ষি যোগ দিয়েছে।