যিহোবার সাক্ষিরা কি কোনো কাল্ট?
না, যিহোবার সাক্ষিরা কোনো কাল্ট নয়। এর পরিবর্তে, আমরা হলাম খ্রিস্টান। আমরা সর্বোত্তম উপায়ে যিশু খ্রিস্টের উদাহরণ অনুসরণ করার ও তাঁর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে থাকি।
কাল্ট বলতে কী বোঝায়?
‘কাল্ট’ শব্দের অর্থ বিভিন্ন জনের কাছে বিভিন্ন। এই সম্বন্ধে দুটো প্রচলিত ধারণা এবং কেন সেগুলো আমাদের প্রতি প্রযোজ্য নয়, তা বিবেচনা করুন।
কেউ কেউ মনে করে, কাল্ট হচ্ছে কোনো নতুন অথবা প্রচলিত ধর্মমতের বাইরের কোনো ধর্ম। যিহোবার সাক্ষিরা কোনো নতুন ধর্ম প্রবর্তন করেনি। এর পরিবর্তে, উপাসনা করার ক্ষেত্রে আমরা প্রাথমিক খ্রিস্টানদের অনুকরণ করে থাকি, যাদের উদাহরণ এবং বিভিন্ন শিক্ষা বাইবেলে লিপিবদ্ধ রয়েছে। (২ তীমথিয় ৩:১৬, ১৭) আমরা বিশ্বাস করি, উপাসনার বিষয়ে কোনটা গ্রহণযোগ্য, তা নির্ধারণ করার অধিকার একমাত্র পবিত্র শাস্ত্রেরই রয়েছে।
কেউ কেউ মনে করে, কাল্ট হল এক বিপদজনক ধর্মীয় সম্প্রদায়, যাদের একজন মানবনেতা রয়েছে। যিহোবার সাক্ষিরা নেতা হিসেবে কোনো মানুষকে নির্বাচন করে না। এর পরিবর্তে, আমরা সেই মান অনুযায়ী চলি, যা যিশু এই কথাগুলো বলার মাধ্যমে তাঁর শিষ্যদের জন্য স্থির করেছিলেন, “তোমাদের আচার্য্য [“নেতা,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] এক জন, তিনি খ্রীষ্ট।”—মথি ২৩:১০.
কোনো বিপদজনক কাল্টের পরিবর্তে, যিহোবার সাক্ষিরা এমন একটা ধর্ম পালন করে, যা এর সদস্যদের এবং সমাজের অন্যান্যদের জন্য উপকার নিয়ে আসে। উদাহরণ স্বরূপ, আমাদের প্রচার কাজ অনেক ব্যক্তিকে মাদকদ্রব্য ও মদের অপব্যবহারের মতো ক্ষতিকর নেশা কাটিয়ে উঠতে সাহায্য করে। এ ছাড়া, আমরা সারা পৃথিবীতে সাক্ষরতা ক্লাস পরিচালনা করি, যা হাজার হাজার ব্যক্তিকে লিখতে ও পড়তে শেখায়। সেইসঙ্গে, আমরা সক্রিয়ভাবে ত্রাণ কার্যে অংশগ্রহণ করি। অন্যদের ওপর যাতে আমাদের ভালো প্রভাব পড়ে, সেই জন্য আমরা কঠোর পরিশ্রম করে থাকি, ঠিক যেমনটা করার জন্য যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন।—মথি ৫:১৩-১৬.