আপনারা কি খ্রিস্টান?
হ্যাঁ। নিম্নোক্ত কারণগুলোর জন্য আমরা খ্রিস্টান:
আমরা যিশু খ্রিস্টের শিক্ষা এবং আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার চেষ্টা করি।—১ পিতর ২:২১.
আমরা বিশ্বাস করি যে, যিশু হলেন পরিত্রাণের চাবিকাঠি কারণ “আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।”—প্রেরিত ৪:১২.
লোকেরা যখন যিহোবার সাক্ষি হয়, তখন তারা যিশুর নামে বাপ্তাইজিত হয়।—মথি ২৮:১৮, ১৯.
আমরা যিশুর নামে আমাদের প্রার্থনা নিবেদন করে থাকি।—যোহন ১৫:১৬.
আমরা বিশ্বাস করি যে, যিশু হলেন সমস্ত পুরুষের ওপর মস্তক বা কর্তৃত্ব করার জন্য নিযুক্ত ব্যক্তি।—১ করিন্থীয় ১১:৩.
কিন্তু, বেশ কিছু দিক দিয়ে আমরা খ্রিস্টান বলে অভিহিত অন্যান্য ধর্মীয় দল থেকে আলাদা। উদাহরণস্বরূপ, আমরা বিশ্বাস করি যে, বাইবেল শিক্ষা দেয় যিশু হলেন ঈশ্বরের পুত্র, ত্রিত্বের অংশ নন। (মার্ক ১২:২৯) আমরা বিশ্বাস করি না যে, আত্মা অমর, ঈশ্বর লোকেদের অনন্ত নরকে যাতনা দেন এমনটা বলার কোনো শাস্ত্রীয় ভিত্তি আছে অথবা যারা ধর্মীয় কাজে নেতৃত্ব নেয়, তাদের এমন কোনো উপাধি থাকা উচিত, যা তাদেরকে অন্যদের চেয়ে উচ্চে তুলে ধরে।—উপদেশক ৯:৫; যিহিষ্কেল ১৮:৪; মথি ২৩:৮-১০.