কেন যিহোবার সাক্ষিরা তাদের সভাস্থলকে গির্জা বলে না?
বাইবেলে, যে-গ্রিক শব্দকে অনেক সময় ‘গির্জা’ হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা উপাসনাস্থলকে নয়, বরং উপাসকদের একটা দলকে নির্দেশ করে।
এই উদাহরণটা লক্ষ করুন: প্রেরিত পৌল যখন রোমের খ্রিস্টানদের উদ্দেশ্যে লিখেছিলেন, তখন তিনি আক্কিল্লা এবং প্রিষ্কিল্লা নামে এক দম্পতিকে সম্ভাষণ জানিয়েছিলেন ও বলেছিলেন: “তাদের গৃহে সমবেত গির্জাকে মঙ্গলবাদ কর।” (রোমীয় ১৬:৫ কনটেমপোরারি ইংলিশ ভারশন) পৌল কোনো উপাসনাস্থলকে উদ্দেশ্য করে সম্ভাষণ জানাননি। এর পরিবর্তে, যারা তাদের ঘরে মিলিত হতেন, সেই ব্যক্তিদের অর্থাৎ মণ্ডলীকে উদ্দেশ্য করে তিনি সম্ভাষণ জানিয়েছিলেন। a
তাই, আমরা আমাদের উপাসনাস্থলকে গির্জা বলার পরিবর্তে ‘কিংডম হল’ বলে থাকি।
কেন এটার নাম ‘যিহোবার সাক্ষিদের কিংডম হল?’
বেশ কয়েকটা কারণের জন্য এই নাম উপযুক্ত:
এই উপাসনাস্থলটা একটা হল বা মিলিত স্থান
বাইবেলে যে-ঈশ্বরের কথা বলা হয়েছে, আমরা সেই ঈশ্বর, যিহোবাকে উপাসনা করার এবং তাঁর সম্বন্ধে সাক্ষ্য দেওয়ার বা ঘোষণা করার জন্য মিলিত হই।—যাত্রাপুস্তক ৩:১৫; যিশাইয় ৪৩:১২.
এ ছাড়া, আমরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শেখার জন্য মিলিত হই, যে-রাজ্য সম্বন্ধে যিশু প্রায়ই বলতেন।—মথি ৬:৯, ১০; ২৪:১৪; লূক ৪:৪৩.
আপনার বাড়ির কাছাকাছি কোনো কিংডম হল পরিদর্শন করার জন্য এবং যিহোবার সাক্ষিরা কীভাবে তাদের সভা পরিচালনা করে থাকে, তা দেখার জন্য আপনি সাদরে আমন্ত্রিত।
a একই ধরনের অভিব্যক্তি ১ করিন্থীয় ১৬:১৯; কলসীয় ৪:১৫ এবং ফিলীমন ২ পদে পাওয়া যায়।