যিহোবার সাক্ষিরা কি চিকিৎসাপদ্ধতি গ্রহণ করে?
অবশ্যই, যিহোবার সাক্ষিরা ওষুধ ও বিভিন্ন ধরণের চিকিৎসাপদ্ধতি গ্রহণ করে। আমরা যেহেতু আমাদের শরীরের যত্ন নিই এবং সুস্বাস্থ্য বজায় রাখতে চাই, তাই আমাদেরও কখনো কখনো ‘চিকিৎসকের প্রয়োজন’ হয়ে পড়ে। (লূক ৫:৩১) আসলে, লূক নামে প্রথম শতাব্দীর একজন খ্রিস্টানের মতো যিহোবার সাক্ষিদের মধ্যে কেউ কেউ ডাক্তার।—কলসীয় ৪:১৪.
তবে, কিছু কিছু চিকিৎসাপদ্ধতি বাইবেলের নীতির সঙ্গে সংঘাত সৃষ্টি করে আর তাই আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করি। উদাহরণ স্বরূপ, আমরা রক্ত গ্রহণ করি না কারণ আমাদের দেহকে বাঁচিয়ে রাখার জন্য বাইবেল রক্ত গ্রহণ করতে নিষেধ করে। (প্রেরিত ১৫:২০) ঠিক একইরকমভাবে, বাইবেল সেইসমস্ত চিকিৎসাপদ্ধতি গ্রহণ করতে নিষেধ করে, যেগুলোর সঙ্গে জাদুবিদ্যা জড়িত।—গালাতীয় ৫:১৯-২১.
কিন্তু, বেশিরভাগ চিকিৎসাপদ্ধতি বাইবেলের নীতির সঙ্গে সংঘাত সৃষ্টি করে না। তাই, সেগুলো গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তিগত ইচ্ছা জড়িত। কোনো একজন সাক্ষি হয়তো কোনো একটা নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি গ্রহণ করতে পারেন আবার অন্য একজন সাক্ষি হয়তো সেই একই পদ্ধতি প্রত্যাখ্যান করতে পারেন।—গালাতীয় ৬:৫.