যিহোবার সাক্ষিরা কি সৃষ্টিবাদে বিশ্বাস করে?
না। যিহোবার সাক্ষি হিসেবে আমরা এটা বিশ্বাস করি, ঈশ্বর সমস্তকিছু সৃষ্টি করেছেন কিন্তু আমরা সৃষ্টিবাদের সঙ্গে একমত নই। কেন? কারণ সৃষ্টিবাদের বেশ কিছু ধারণা বাইবেলের সঙ্গে সংঘাত সৃষ্টি করে। এই বিষয়ে দুটো উদাহরণ বিবেচনা করুন:
১. সৃষ্টির ছয় দিনের দীর্ঘতা। কিছু সৃষ্টিবাদী মনে করেন, সৃষ্টির জন্য যে-ছয় দিন লেগেছে, তা আক্ষরিকভাবে ২৪ ঘণ্টার দিন। কিন্তু বাইবেলে বলা “দিন” শব্দটা এক দীর্ঘ সময়কালকে নির্দেশ করতে পারে।—আদিপুস্তক ২:৪; গীতসংহিতা ৯০:৪.
২. পৃথিবীর বয়স। কিছু সৃষ্টিবাদী শেখায়, পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর। তবে, বাইবেল অনুযায়ী সৃষ্টির ছয় দিনের পূর্বেই পৃথিবী ও নিখিলবিশ্ব অস্তিত্বে ছিল। (আদিপুস্তক ১:১) আর এই কারণেই নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা সমন্ধে যিহোবার সাক্ষিদের কোনো আপত্তি নেই, যা বলে, পৃথিবী হয়তো কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল।
যদিও যিহোবার সাক্ষি হিসেবে আমরা সৃষ্টিতে বিশ্বাস করি, তবে আমরা বিজ্ঞান বিরোধী নই। আমরা বিশ্বাস করি, সঠিক বিজ্ঞান এবং বাইবেলের মধ্যে মিল রয়েছে।