যিশুর মৃত্যুর স্মরণার্থ সভা
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
প্রতি বছর, যিহোবার সাক্ষিরা ঠিক সেভাবেই যিশুর মৃত্যু স্মরণ করে থাকে, যেভাবে তিনি আজ্ঞা দিয়েছিলেন: “আমার স্মরণে এটা কোরো।”—লূক ২২:১৯.
এই সভায় যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাই।
প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
এই সভা কতক্ষণ হবে?
প্রায় ১ ঘণ্টা।
কোথায় সভা হবে?
স্থানীয় তথ্য জানার জন্য যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করুন।
সভায় যোগ দেওয়ার জন্য কি কোনো প্রবেশমূল্য লাগবে?
না।
কোনো চাঁদা তোলা হয়?
না।
নির্দিষ্ট কোনো পোশাক পরতে হবে?
যদিও এই সভাতে নির্দিষ্ট কোনো পোশাক পরতে হয় না, তবে যিহোবার সাক্ষিরা বাইবেলের পরামর্শ অনুযায়ী মার্জিতভাবে এবং মর্যাদাপূর্ণ উপায়ে পোশাক পরে থাকে। (১ তীমথিয় ২:৯) আপনার দামি অথবা অফিস-আদালতের মতো পোশাক পরার দরকার নেই।
স্মরণার্থ সভায় কী হবে?
সভার শুরুতে একটা গান গাওয়া হবে আর এরপর একজন যিহোবার সাক্ষি প্রার্থনা করবেন। তারপর, বাইবেলের উপর ভিত্তি করে একটা বক্তৃতায় তুলে ধরা হবে যে, কেন যিশু নিজের জীবন দান করেছেন এবং ঈশ্বর ও খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন, সেটা থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি।
আরও জানার জন্য এই প্রবন্ধটা দেখুন, “কেন যিহোবার সাক্ষিরা অন্যদের চেয়ে ভিন্ন উপায়ে প্রভুর সান্ধ্যভোজ পালন করে থাকে?”
পরের বছরগুলোতে কখন স্মরণার্থ সভা হবে?
২০২৫: শনিবার, এপ্রিল ১২
২০২৬: বৃহস্পতিবার, এপ্রিল ২