জেগে থাকুন!
বিশ্বব্যাপী আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি–এই সম্বন্ধে বাইবেল কী বলে?
২০২২ সালের একটা রিপোর্টে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, “পৃথিবীর অর্থনৈতিক অবস্থা আবারও ঝুঁকির মুখে রয়েছে। এখন জিনিসপত্রের দাম খুব তাড়াতাড়ি আকাশছোঁয়া হচ্ছে আর একই সঙ্গে খরচ করার জন্য লোকদের কাছে টাকা নেই।”
ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের এক বিবৃতি অনুসারে, “খাদ্য আর জ্বালানির দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, আর গরিব দেশের লোকেরা এর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।”
বাইবেল আমাদের বুঝতে সাহায্য করে যে, কেন আমরা এইরকম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছি, কীভাবে আমরা এর সঙ্গে মোকাবিলা করতে পারি আর এর এক স্থায়ী সমাধান সম্বন্ধে কোন আশা রয়েছে।
“শেষকালে” জিনিসপত্রের মূল্যবৃদ্ধি
আমরা যে-সময়ে বাস করছি এই সময়কে বাইবেল “শেষকাল” বলে।—২ তীমথিয় ৩:১.
যিশু বলেছিলেন যে, “ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য” অথবা ভয়াবহ ঘটনাগুলো এই সময়ের চিহ্ন হবে। (লূক ২১:১১) আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ভয়ের কারণ হবে। লোকেরা তাদের ভবিষ্যতের চিন্তায় এবং তাদের পরিবারের ভরণ-পোষণ কীভাবে জোগাবে তার চিন্তায় ডুবে যাবে।
প্রকাশিত বাক্য বইও এই সময়ে মূল্যবৃদ্ধি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিল। “এরপর আমি ... স্বরের মত কোন একটা কিছু শুনতে পেলাম সেই স্বর বলছে, ‘এক সের গম একজন মজুরের দৈনিক মজুরীর সমান; আর তিন সের যব, একজন মজুরের দৈনিক মজুরীর সমান’”—প্রকাশিত বাক্য ৬:৬, ইজি-টু-রিড ভারশন।
“শেষকাল” এবং প্রকাশিত বাক্য বইয়ের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে আরও জানতে ১৯১৪ সালের পর থেকে এই জগতের পরিস্থিতি বদলে গিয়েছে শিরোনামের ভিডিওটা এবং “চার জন অশ্বারোহী তারা কারা?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান
“আর লোকেরা গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্ম্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না।”—যিশাইয় ৬৫:২১, ২২.
“দেশমধ্যে পর্ব্বত-শিখরে প্রচুর শস্য হইবে।”—গীতসংহিতা ৭২:১৬.
“দুঃখীদের সর্ব্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহা সদাপ্রভু কহেন।”—গীতসংহিতা ১২:৫. a
শীঘ্রই ঈশ্বর এই অসামঞ্জস্য অর্থনৈতিক ব্যবস্থার শেষ নিয়ে আসবেন, আর সেটা শুধু একটা দেশেই নয় কিন্তু গোটা পৃথিবী জুড়ে তিনি করবেন। কীভাবে তিনি এটা করবেন তা জানার জন্য, “এক ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা কি সম্ভব?” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা দেখুন।
কিন্তু এমনকি আজকেও এই মূল্যবৃদ্ধির সঙ্গে মোকাবিলা করার জন্য বাইবেল আপনাকে সাহায্য করতে পারে। কীভাবে? এতে বিজ্ঞতার সঙ্গে টাকাপয়সা কীভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়ে অনেক ব্যাবহারিক পরামর্শ রয়েছে। (হিতোপদেশ ২৩:৪, ৫; উপদেশক ৭:১২) এই বিষয়ে আরও জানার জন্য “আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন” শিরোনামের প্রবন্ধ এবং “কম টাকাপয়সায় যেভাবে জীবনযাপন করা যায়” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধ দেখুন।
a ঈশ্বরের ব্যক্তিগত নাম হল যিহোবা।—যাত্রাপুস্তক ৬:২.