সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Kim Steele/The Image Bank via Getty Images

আর্থিক সমস্যা—ঈশ্বরের রাজ্য যা করবে

আর্থিক সমস্যা—ঈশ্বরের রাজ্য যা করবে

 সারা পৃথিবীতে অনেক লোকের পক্ষে দৈনিক সংসার চালানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আর দিনের পর দিন তাদের কষ্ট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

  •   বিশ্বব্যাপী করা সাম্প্রতিক একটা রিপোর্ট a জানায়, জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে যে, লোকেরা মাসে যা আয় করে, তাতে তাদের সংসার চলে না। এই রিপোর্ট সাবধান করে বলে, যদি এই বিষয়ে কোনো কিছু না করা হয়, তা হলে “ধনী-গরিবের মধ্যে আরও বৈষম্য সৃষ্টি হবে” এবং “অনেক শ্রমিক ও তাদের পরিবারের পক্ষে জীবনযাপন করা” আরও কষ্টকর হয়ে উঠবে।

 বিভিন্ন দেশের সরকার কি এই ভয়াবহ আর্থিক সমস্যার মোকাবিলা করতে পারবে অথবা পুরোপুরি দূর করতে পারবে?

 বাইবেল এমন একটা সরকার সম্বন্ধে জানায়, যেটা সমস্ত আর্থিক সমস্যার সমাধান করতে পারে। সেই সরকার এই ধরনের সমস্ত সমস্যা দূর করবে, যেটার মধ্যে রয়েছে বৈষম্য। বাইবেল জানায়, “স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন” আর এই রাজ্য হল একটা সরকার, যেটা পৃথিবীর সমস্ত কিছুর দেখাশোনা করবে। (দানিয়েল ২:৪৪) বিশ্বব্যাপী এই সরকারের অধীনে কাউকে ভুলে যাওয়া অর্থাৎ অবহেলা করা হবে না। (গীতসংহিতা ৯:১৮) ঈশ্বরের রাজ্যে এই বিষয়ে নজর দেওয়া হবে, যাতে প্রত্যেক প্রজা সুখে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু পায়। প্রত্যেকে তাদের কঠোর পরিশ্রমের পুরস্কার ভোগ করতে পারবে।—যিশাইয় ৬৫:২১, ২২.

a ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২২-২০২৩