সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Left: Olena Yefremkina/stock.adobe.com; center: lunamarina/stock.adobe.com; right: Rido/stock.adobe.com

জেগে থাকুন!

কার উপর আপনি আস্থা রাখতে পারেন?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

কার উপর আপনি আস্থা রাখতে পারেন?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 লোকেরা যাদেরকে নির্ভরযোগ্য বলে মনে করে, তারা যখন আস্থা ভেঙে ফেলার মতো কাজ করে, তখন সেটা খুবই হতাশাজনক হয়। তাই, অনেকে তাদের উপর আর আস্থা রাখতে চায় না। যেমন...

  •   রাজনৈতিক নেতাদের উপর, যারা জনগণের প্রয়োজনগুলোর চেয়ে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে।

  •   সংবাদ মাধ্যমগুলোর উপর, যেগুলো নিরপেক্ষ এবং সঠিক খবর তুলে ধরে না।

  •   বিজ্ঞানীদের উপর, যারা লোকদের উপকারের কথা চিন্তা করে কাজ করে না।

  •   ধর্মীয় গুরুদের উপর, যারা ঈশ্বরের বিষয়ে শেখানোর পরিবর্তে, রাজনৈতিক ব্যাপারে বেশি জড়িয়ে পড়ছে।

 লোকেরা কার উপর আস্থা রাখবে, সেই বিষয়ে এখনই তাদের সতর্ক হতে হবে। কারণ বাইবেল এই বিষয়ে সাবধান করে:

  •   “উচ্চপদস্থ ব্যক্তিদের কিংবা অন্য কোনো মানুষের উপর আস্থা রেখো না, যারা পরিত্রাণ করতে পারে না।”—গীতসংহিতা ১৪৬:৩.

যার উপর আপনি আস্থা রাখতে পারেন

 বাইবেলে এমন একজন ব্যক্তির বিষয়ে বলা হয়েছে, যার উপর আপনি আস্থা রাখতে পারেন আর তিনি হলেন যিশু খ্রিস্ট। তিনি শুধুমাত্র বহু শতাব্দী আগে পৃথিবীতে বেঁচে থাকা একজন ভালো ব্যক্তিই ছিলেন না বরং ঈশ্বর তাকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন আর তিনি “রাজত্ব করবেন, তাঁর রাজত্ব শেষ হবে না।” (লূক ১:৩২,৩৩) যিশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা আর এই রাজ্য হল এমন এক সরকার, যা এখন স্বর্গ থেকে শাসন করছে।—মথি ৬:১০.