সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জেগে থাকুন!

কোভিডে ৬০ লক্ষ লোকের মৃত্যু—বাইবেল এই সম্বন্ধে কী বলে?

কোভিডে ৬০ লক্ষ লোকের মৃত্যু—বাইবেল এই সম্বন্ধে কী বলে?

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটা রিপোর্ট অনুসারে ২০২২ সালের মে ২৩ পর্যন্ত কোভিড ১৯ অতিমারিতে আক্রান্ত হয়ে ৬২ লক্ষ ৭০ হাজার লোক মারা গিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০২২ সালের মে ৫ তারিখের রিপোর্টে বলেছিল যে, তারা মনে করে এই মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। সেটাতে বলা হয়েছিল, ২০২০ এবং ২০২১ সালে, “কোভিড ১৯ অতিমারিতে সরাসরিভাবে অথবা পরোক্ষভাবে আক্রান্ত হয়ে যে-লোকেরা মারা গিয়েছে তাদের সংখ্যা হল প্রায় ১ কোটি ৪৯ লক্ষ।” বাইবেল কি এই অত্যন্ত দুঃখজনক ঘটনার বিষয়ে কিছু বলে?

বাইবেল ভয়াবহ অতিমারিগুলোর বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করে

 যিশুর ভবিষ্যদ্‌বাণী আজ পূর্ণ হচ্ছে। এই সম্বন্ধে আরও জানার জন্য, “শেষকালের বা শেষদিনের চিহ্নগুলো কী?” (ইংরেজি) প্রবন্ধটা দেখুন।

বাইবেল সান্ত্বনা দিয়ে থাকে

  •   “সমস্ত সান্ত্বনার ঈশ্বর ... সমস্ত পরীক্ষার মধ্যে সান্ত্বনা দেন।”—২ করিন্থীয় ১:৩, ৪.

 অনেকে যারা তাদের প্রিয়জনদের মৃত্যুতে হারিয়েছে, বাইবেলের বার্তা থেকে সান্ত্বনা লাভ করেছে। আরও জানার জন্য, “শোক কাটিয়ে ওঠা—আপনি এখনই যা করতে পারেন” এবং “শোকার্ত ব্যক্তিদের জন্য সর্বোত্তম সাহায্য” শিরোনামের প্রবন্ধগুলো পড়ুন।

বাইবেল চিরস্থায়ী সমাধান সম্পর্কে জানায়

  •   “তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে, তেমনই পৃথিবীতেও পূর্ণ হোক।”—মথি ৬:১০.

 খুব তাড়াতাড়ি “ঈশ্বরের রাজ্য” এমন কিছু করবে যার ফলে, “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।” (মার্ক ১:১৪, ১৫; যিশাইয় ৩৩:২৪) ঈশ্বরের স্বর্গীয় সরকার ও এটা কী করবে সেই সম্বন্ধে জানার জন্য ঈশ্বরের রাজ্য কী? ভিডিওটা দেখুন।

 বাইবেল এই বিষয়ে আরও কী বলে তা জানার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাই, যাতে আপনি এবং আপনার পরিবার বাইবেলের বিজ্ঞ পরামর্শ ও আশা প্রদানকারী প্রতিজ্ঞাগুলো থেকে উপকৃত হতে পারেন।