সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

YURI LASHOV/AFP via Getty Images

জেগে থাকুন!

খ্রিস্টানরা এবং যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

খ্রিস্টানরা এবং যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ইউক্রেনের যুদ্ধের সময় আমরা যেমন দেখেছি, খ্রিস্টান ধর্মগুরুরা লোকদের যুদ্ধের পক্ষ সমর্থন করার জন্য উৎসাহিত করেছে। লক্ষ করুন কীভাবে উভয় দিকের পাদরিরাই যুদ্ধকে সমর্থন করেছে:

  •   “প্রচুর সম্মান ও কৃতজ্ঞতা জানাই সেই সৈন্যদের, যারা তাদের মাতৃভূমি ইউক্রেনকে তার শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করছে ... আমরা আপনাদের কথা চিন্তা করি আর সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি।”—কিইভের মেট্রোপলিটান এপিফেনিস প্রথম-এর উক্তি, যা মার্চ ১৬, ২০২২-এর জেরুশালেম পোস্ট সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

  •   “রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান, রবিবার রাশিয়ার সৈন্যদের উদ্দেশে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে তিনি তাদেরকে তাদের দেশকে রক্ষা করতে উৎসাহ দিয়ে বলেন যে, ‘মাতৃভূমি আপনারাই’ রক্ষা করতে পারেন আর এর পাশাপাশি একই সঙ্গে মস্কো, ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছিল।”—রয়টার্স, এপ্রিল ৩, ২০২২.

 খ্রিস্টানদের কি যুদ্ধে অংশ নেওয়া উচিত? এই বিষয়ে বাইবেল কী বলে?

বাইবেল আসলে যা বলে

 বাইবেল দেখায় যে, যারা যিশু খ্রিস্টকে সত্যিই অনুসরণ করে, তারা যুদ্ধে অংশ নেয় না।

  •   “তোমার খড়্গ খাপে ভরে রাখো, কারণ যারা খড়্গ ব্যবহার করে, তারা সেটার আঘাতেই মারা যাবে।”—মথি ২৬:৫২.

     যে ব্যক্তি যুদ্ধকে অনুমোদন করে অথবা যুদ্ধে লড়াই করে, সে কি সত্যিই যিশুর কথার বাধ্য হয়?

  •   “আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো; আমি যেমন তোমাদের প্রেম করেছি, তেমনই তোমরাও পরস্পরকে প্রেম করো। তোমাদের মধ্যে যদি প্রেম থাকে, তা হলেই সকলে জানবে, তোমরা আমার শিষ্য।”—যোহন ১৩:৩৪, ৩৫.

     যুদ্ধকে সমর্থন করে, এমন একজন ব্যক্তি কি যিশুর বলা সেই প্রেম দেখান, যা তাঁর শিষ্য বা অনুসারীদের শনাক্ত করবে?

 এই বিষয়ে আরও জানার জন্য, “খ্রিস্টধর্ম কি যুদ্ধের পক্ষ সমর্থন করে?” (ইংরেজি) প্রবন্ধটা পড়ুন।

খ্রিস্টানরা এবং আজকের যুদ্ধ

 আজ যুদ্ধে অংশ না নেওয়া কি খ্রিস্টানদের জন্য এক বাস্তবসম্মত বিষয়? হ্যাঁ। বাইবেল ভবিষ্যদ্‌বাণী করেছিল যে, আমাদের দিনের একটা সময়কালকে “শেষকাল” বলা হবে যেসময়ে সমস্ত জাতির লোকেরা যিশুর শিক্ষার সঙ্গে মিল রেখে “আর যুদ্ধ শিখিবে না।”—যিশাইয় ২:২,, পাদটীকা।

 শীঘ্রই “শান্তিবিধাতা ঈশ্বর” যিহোবা, a তাঁর স্বর্গীয় সরকারকে ব্যবহার করে, যারা কষ্ট পাচ্ছে তাদের “চাতুরী ও দৌরাত্ম্য” থেকে মুক্ত করবেন।—ফিলিপীয় ৪:৯; গীতসংহিতা ৭২:১৪.

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৩:১৫.