সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জেগে থাকুন!

পৃথিবী ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে–এই সম্বন্ধে বাইবেল কী বলে?

পৃথিবী ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে–এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 “আমরা দ্রুত গতিতে আবহাওয়া নষ্টের দিকে এগোচ্ছি। বড়ো বড়ো শহরগুলো জলের তলায় চলে যাবে। এমন গরম হাওয়ার প্রবাহ বইবে যা কখনো কল্পনা করা হয় নি। সাংঘাতিক ঝড়গুলো আসবে। ভীষণভাবে জলের অভাব দেখা দেবে। উদ্ভিদ ও প্রাণীর লক্ষ লক্ষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এটা কাল্পনিক বা অতিরঞ্জিত করে বলা কোনো কাহিনি নয়, কিন্তু এখন আমরা যেভাবে শক্তি ব্যবহার করি তার ফলে ভবিষ্যতে কী হবে সেইবিষয়ে বিজ্ঞান এটাই বলে।”–ইউনাইটেড নেশনস-এর সেক্রেটারি অ্যান্টনিও গুয়েটেরেস, ২০২২ সালের ৪ এপ্রিলে প্রকাশিত আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত, আন্তঃসরকারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার বক্তৃতায় এই বিষয়টা বলেন।

 বিজ্ঞানীরা সাবধান করছেন যে, আসন্ন বছরগুলোতে আবহাওয়া পরিবর্তনের ফলে [ইউনাইটেড স্টেটস্‌-এর] ৪২৩ টা ন্যাশনাল পার্কের প্রায় প্রত্যেকটাই নষ্ট হয়ে যাবে। কারণ পৃথিবীব্যাপী উষ্ণতার বৃদ্ধি সরাসরিভাবে এই পার্কগুলোকে নষ্ট করে দিতে পারে। সতর্কবাণীর এই দীর্ঘ বিবৃতিগুলো ঠিক যেন বাইবেলে বলা তালিকার মতো: অগ্নি ও বন্যা, গলতে থাকা বরফের চাদড়, উত্তাল সমুদ্র আর উত্তাপ প্রবাহ।”–“ইয়েলোস্টোন এলাকার বন্যা, আসন্ন বিপদের পূর্বাভাস,” দ্যা নিউ ইয়র্ক টাইমস, জুন ১৫, ২০২২.

 পৃথিবীর এই আবহাওয়া সংক্রান্ত সমস্যাগুলোর কি কোনো সমাধান হবে? যদি হয়, তাহলে কে সেটা করবে? এই বিষয়ে বাইবেল আসলে কী বলে তা দেখুন।

আবহাওয়া ক্ষতিগ্রস্ত হবে বলে ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল

 বাইবেল বলে যে, ঈশ্বর “যারা পৃথিবীকে ধ্বংস করছে, তাদের ধ্বংস” করবেন। (প্রকাশিত বাক্য ১১:১৮) বাইবেলের এই পদ আমাদেরকে তিনটে বিষয় শেখায়:

  1.  ১. মানুষের কাজকর্ম ভীষণভাবে পৃথিবীর ক্ষতি করবে।

  2.  ২. পৃথিবীর ক্ষতি করা শেষ হবে

  3.  ৩. মানুষ নয় কিন্তু ঈশ্বর এই গ্রহের আবহাওয়া সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করবেন।

পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষিত

 বাইবেল বলে যে,“পৃথিবী নিত্যস্থায়ী।” (উপদেশক ১:৪) পৃথিবীতে সবসময়ই বসতি থাকবে।

  •   “ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।”—গীতসংহিতা ৩৭:২৯.

 আমাদের পৃথিবীর আবহাওয়া আবারও পুনর্স্থাপন করা হবে।

  •   “প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।”—যিশাইয় ৩৫:১.