সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Yan Zabolotnyi/stock.adobe.com

জেগে থাকুন!

পৃথিবীব্যাপী অপরাধ ও দুষ্টতার বৃদ্ধি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

পৃথিবীব্যাপী অপরাধ ও দুষ্টতার বৃদ্ধি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 হাইতিতে গুণ্ডাদের অত্যাচার বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো আর সেইসঙ্গে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও দৌরাত্ম্যমূলক অপরাধ ছেয়ে গিয়েছে। এমনকী যে-সমস্ত জায়গায় আগের চেয়ে অপরাধমূলক কাজকর্ম কিছুটা হলেও কমে গিয়েছে, সেখানেও লোকেরা যখন বিভিন্ন জায়গায় ঘটা চুরি-ডাকাতি, লুটপাট ও আগুন লাগিয়ে দেওয়ার খবর শোনে, তখন তারা খুব দুশ্চিন্তা করে এবং নিরাপত্তাহীনতায় ভোগে।

 সারা পৃথিবীতে ঘটে চলা অপরাধ ও দুষ্টতা সম্বন্ধে বাইবেল কী বলে?

অপরাধ ও দুষ্টতা সম্বন্ধে বাইবেল যা বলে

 বাইবেলে আগে থেকেই বলা ছিল যে, “এই বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্নের একটা অংশ হবে অপরাধ ও দুষ্টতা। (মথি ২৪:৩) সেই চিহ্নের বিভিন্ন অংশ সম্বন্ধে বর্ণনা দেওয়ার সময় যিশু খ্রিস্ট বলেছিলেন:

  •  দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালবাসা খুব কমে যাবে।”—মথি ২৪:১২, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

 বাইবেল আমাদের এও জানায়, “শেষকালে” লোকেরা “সংযমের অভাব দেখাবে, হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে।” (২ তীমথিয় ৩:১-৫) এই ধরনের স্বার্থপর মনোভাবের জন্য আজ আমরা এত অপরাধ ও দুষ্টতা দেখতে পাই।

 কিন্তু এর মানে এই নয় যে, আমাদের কোনো আশা নেই। বাইবেলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, খুব তাড়াতাড়ি তিনি অপরাধ ও দুষ্টতার শেষ নিয়ে আসবেন।

  •   “আর কিছুসময় পরেই মন্দ লোকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, তুমি তাদের সেই জায়গায় খুঁজবে, যেখানে তারা আগে ছিল, কিন্তু তারা আর থাকবে না। কিন্তু, মৃদুশীল ব্যক্তিরা পৃথিবীর অধিকারী হবে এবং তারা প্রচুর শান্তির কারণে অনেক আনন্দ লাভ করবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.

 বাইবেলে দেওয়া আশার বার্তা আর সেইসঙ্গে কেন আপনি নিশ্চিত হতে পারেন যে, আমাদের চোখের সামনে ঘটে চলা ঘটনাগুলো আসলে বাইবেলের ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা, সেই সম্বন্ধে কি আপনি আরও জানতে চান? তা হলে, নীচে দেওয়া প্রবন্ধগুলো পড়ুন।

 A Real Hope for a Better Tomorrow

 What Is the Sign of ‘the Last Days,’ or ‘End Times’?

 Did the Bible Predict the Way People Think and Act Today?