সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Manuel Reino Berengui/DeFodi Images via Getty Images

জেগে থাকুন!

বিশ্বকাপ কি সত্যিই লোকদের একতায় আনতে পারে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

বিশ্বকাপ কি সত্যিই লোকদের একতায় আনতে পারে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 প্রায় ৫০০ কোটি লোক ২০২২ সালের নভেম্বর ২০ থেকে ডিসেম্বর ১৮ পর্যন্ত আয়োজিত ফিফা বিশ্বকাপ দেখবে বলে আশা করা হয়। অনেকে মনে করে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কেবল দর্শকদের একতায় নিয়ে আসবে এমন নয়, কিন্তু সেইসঙ্গে আরও কিছু সম্পাদন করতে পারবে।

  •   “খেলাধুলার এমন শক্তি আছে, যা জগৎকে পরিবর্তন করতে পারে। এটা অনুপ্রাণিত করার শক্তি জোগায়। এটা লোকদের এমনভাবে একতায় নিয়ে আসে, যা অন্য যেকোনো বিষয়ের দ্বারা করার সম্ভাবনা খুবই কম।”—নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি।

  •   “ফুটবল ... আশায় একতা আনে, আনন্দে একতা আনে, আবেগে একতা আনে, ভালোবাসায় একতা আনে আর সেইসঙ্গে বৈচিত্রে একতা আনে।”—জিয়ানি ইন্ফানতিনো, ফিফার প্রেসিডেন্ট। a

 বিশ্বকাপ অথবা এমন কোনো ক্রীড়া প্রতিযোগিতা কি এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন করতে পারে? এর মধ্যে শান্তি ও একতার কি কোনো আশা আছে?

এটা কি সত্যি একতার এক উৎস?

 এই বছরের বিশ্বকাপ শুধু ফুটবল নয়, কিন্তু তার থেকে আরও বেশি কিছু। এই ধরনের খেলাধুলা সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিতর্ক তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে মানবাধিকার, বর্ণবিদ্বেষ এবং অর্থনৈতিক বৈষম্য।

 তারপরও, অনেকে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা দেখা উপভোগ করে। যদিও বেশিরভাগ লোক এটা পছন্দ করে, তবে এটা দীর্ঘস্থায়ী একতা আনতে পারে না। এর পরিবর্তে, তারা প্রায়ই ভেদাভেদের মনোভাব পোষণ করে এবং এমন কাজ করে, যেটা বাইবেল চিহ্নিত করে যে, আমরা “শেষকালে” রয়েছি।—২ তীমথিয় ৩:১-৫.

বিশ্ব একতার প্রকৃত আশা

 বাইবেলে বিশ্বব্যাপী একতার এক প্রকৃত আশা রয়েছে। এটা প্রতিজ্ঞা করে যে, পৃথিবীর সমস্ত লোক স্বর্গীয় সরকারের অধীনে একত্রিত হবে, যাকে ‘ঈশ্বরের রাজ্য’ বলা হয়।—লূক ৪:৪৩; মথি ৬:১০.

 সেই রাজ্যের রাজা যিশু খ্রিস্ট এটা সুনিশ্চিত করবেন যেন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করে। বাইবেল বলে:

  •   “ধার্ম্মিক লোক প্রফুল্ল হইবে, ... প্রচুর শান্তি হইবে।”—গীতসংহিতা ৭২:৭.

  •   “তিনি আর্ত্তনাদকারী দরিদ্রকে ... উদ্ধার করিবেন। ... তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন।”—গীতসংহিতা ৭২:১২, ১৪.

 এমনকী আজকেও যিশুর শিক্ষার দ্বারা ইতিমধ্যেই ২৩৯টা দেশে লক্ষ লক্ষ লোক একতায় এসেছে। তাদের মধ্যে ঘৃণার মনোভাব নেই। আরও জানার জন্য “ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধগুলো পড়ুন।

a ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল গভর্নিং বডি ফর অ্যাসোসিয়েশন ফুটবল (সকার)।