সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জেগে থাকুন!

বিশ্বব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রার বৃদ্ধি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

বিশ্বব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রার বৃদ্ধি—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ২০২২ সালের জুলাই মাসে সারা পৃথিবীব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রা বৃদ্ধির রিপোর্ট করা হয়েছে:

  •   “এই মাসে দ্বিতীয় তাপপ্রবাহ আসার ফলে চীন তার প্রায় ৭০টা শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।”—জুলাই ২৫, ২০২২, সিএনএন ওয়্যার সার্ভিস।

  •   “দ্বিতীয় তাপপ্রবাহের ফলে উষ্ণতা বৃদ্ধি হওয়ায়, ইউরোপ জুড়ে দাবানলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।”—জুলাই ১৭, ২০২২, দ্যা গার্ডিয়ান।

  •   “পূর্ব, দক্ষিণ ও মধ্য পশ্চিম উপকূলে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের ফলে এই রবিবার, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা শহরেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল।”—জুলাই ২৪, ২০২২, দ্যা নিউ ইয়র্ক টাইমস্‌।

 এই রিপোর্টগুলো কোন ইঙ্গিত দেয়? পৃথিবী কী শেষ পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে উঠবে? এই সম্বন্ধে বাইবেল কী বলে?

তাপপ্রবাহগুলো কি বাইবেলের ভবিষ্যদ্‌বাণী পূর্ণ করে?

 হ্যাঁ। বিশ্বব্যাপী তাপপ্রবাহগুলো আমাদের সময়ের জন্য বাইবেলে ভবিষ্যদ্‌বাণী করা ঘটনাগুলোর সঙ্গে মিলে যায়। উদাহরণস্বরূপ, যিশু বলেছিলেন যে, আমরা ‘ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য ও মহা চিহ্ন’ দেখতে পাব। (লূক ২১:১১; বাংলা জুবিলী বাইবেল) তাপমাত্রার এই বৃদ্ধির ফলে অনেকে এই ভেবে ভয় পেয়েছে যে, মানুষ পৃথিবীকে নষ্ট করে ফেলবে।

পৃথিবী কি বসবাসের অযোগ্য হয়ে উঠবে?

 না। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন যাতে মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে। (গীতসংহিতা ১১৫:১৬; উপদেশক ১:৪) মানুষকে এটা নষ্ট করতে দেওয়ার পরিবর্তে, তিনি প্রতিজ্ঞা করেছেন যে, “যারা পৃথিবীকে ধ্বংস করছে” তিনি তাদের ধ্বংস করবেন।—প্রকাশিত বাক্য ১১:১৮.

 এখন আরও দুটো ভবিষ্যদ্‌বাণী লক্ষ করুন, যা দেখায় যে ঈশ্বর আর কী করার প্রতিজ্ঞা করেছেন:

  •   “প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।” (যিশাইয় ৩৫:১) ঈশ্বর পৃথিবীকে বসবাসের অযোগ্য এক মরুভূমিতে পরিণত হতে দেবেন না। কিন্তু, তিনি পৃথিবীর ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর মেরামত করবেন।

  •   “তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জল সেচন করিতেছ, উহা অতিশয় ধনাঢ্য করিতেছ।” (গীতসংহিতা ৬৫:৯) ঈশ্বরের আশীর্বাদে পৃথিবী এক পরমদেশে পরিণত হবে।

 কীভাবে আবহাওয়ার পরিবর্তন বাইবেলের ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করে, সেই সম্বন্ধে আরও জানতে “আবহাওয়ার পরিবর্তন এবং আমাদের ভবিষ্যৎ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

 আবহাওয়ার পুনর্স্থাপন সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞার বিষয়ে আরও জানতে “কে পৃথিবীকে রক্ষা করবে?” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা দেখুন।