সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Chris McGrath/Getty Images

যুদ্ধ—ঈশ্বরের রাজ্য যা করবে

যুদ্ধ—ঈশ্বরের রাজ্য যা করবে

 যুদ্ধ সারা পৃথিবীতে দিনের পর দিন আরও বেশি ক্ষতি করে চলেছে আর এর ফলে মানুষ এমন কষ্ট ও দুঃখ ভোগ করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। কিছু রিপোর্ট লক্ষ করুন:

  •   “বিগত ২৮ বছরের তুলনায় গত বছর প্রচুর লোক যুদ্ধে মারা গিয়েছে, বিশেষ করে ইথিওপিয়া এবং ইউক্রেনের যুদ্ধে।”—অসলো আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান, ৭ জুন, ২০২৩।

  •   “বিভিন্ন যুদ্ধের মধ্যে ইউক্রেনের যুদ্ধ ২০২২ সালে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর পুরো পৃথিবীতে রাজনৈতিক দৌরাত্ম্য ২৭ শতাংশ বেড়ে গিয়েছে আর ১৭০ কোটি লোক এই দৌরাত্ম্যের শিকার হয়েছে।”—দি আর্মড কনফ্লিক্ট লোকেশন এণ্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি), ৮ ফেব্রুয়ারি, ২০২৩।

 বাইবেল আমাদের আশার আলো দেখায়। এটি বলে, “স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না।” (দানিয়েল ২:৪৪) এই রাজ্য অর্থাৎ সরকার যখন শাসন করবে, তখন ঈশ্বর “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত” বা শেষ করবেন।—গীতসংহিতা ৪৬:৯.