সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

JenkoAtaman/stock.adobe.com

জেগে থাকুন!

২০২৩ সাল কি নতুন আশার আলো দেখাবে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

২০২৩ সাল কি নতুন আশার আলো দেখাবে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ২০২৩ সাল শুরু হয়ে গিয়েছে আর আমরা সবাই আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য সবচেয়ে ভালোটা আশা করছি। কেন আমরা ভালো কিছুর আশা করতে পারি?

বাইবেল আমাদের আশা জোগায়

 বাইবেল এই সুসংবাদ জানায় যে, আমরা এখন যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি তা অল্প সময়ের জন্যই রয়েছে আর খুব শীঘ্রই এগুলোর সমাধান করা হবে। বাইবেল আসলে “আমাদের নির্দেশনার জন্য লেখা হয়েছিল, যাতে আমরা শাস্ত্র থেকে … সান্ত্বনার মাধ্যমে প্রত্যাশা লাভ করি।”—রোমীয় ১৫:৪.

এমন এক আশা যা আপনাকে এখনই সাহায্য করতে পারে

 বাইবেলের আশা, “আমাদের জীবনের জন্য এক নোঙরের মতো” হতে পারে। (ইব্রীয় ৬:১৯) এই আশা আমাদেরকে সুস্থির থাকতে সাহায্য করতে পারে। এটা আমাদেরকে, আমাদের বর্তমান সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে, এক ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং এক দীর্ঘস্থায়ী সুখ খুঁজে পেতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ:

আপনার আশা দৃঢ় করুন

 অনেকে ভালো কিছু হোক বলে আশা করে থাকে, কিন্তু তাদের আশাগুলো পূরণ হবে কি না সেই বিষয়ে তারা নিশ্চিত হতে পারে না। তবে বাইবেল একেবারে আলাদা কিছু প্রতিজ্ঞা করে। কেন? কারণ বাইবেলের প্রতিজ্ঞাগুলো যিহোবা ঈশ্বর a করেছেন “যিনি মিথ্যা বলতে পারেন না” (তীত ১:২) সমস্ত প্রতিজ্ঞা পরিপূর্ণ করার ক্ষমতা শুধুমাত্র যিহোবারই রয়েছে। তিনি সেই সমস্ত কিছুই করতে পারেন “যাহা ইচ্ছা করিয়াছেন।”—গীতসংহিতা ১৩৫:৫, ৬.

 আমরা চাই আপনি বাইবেলে দেওয়া ঈশ্বরের নির্ভরযোগ্য আশা সম্বন্ধে আরও বেশি জানুন। আপনি “সতর্কতার সঙ্গে শাস্ত্র” অর্থাৎ বাইবেল “পরীক্ষা” করার মাধ্যমে বাইবেলের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় করে তুলতে পারেন। (প্রেরিত ১৭:১১) তাই, আপনি যদি চান তাহলে, একজন যিহোবার সাক্ষির সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে পারেন আর এর জন্য আপনাকে কোনো টাকাপয়সা দিতে হবে না। বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আপনি এক সুন্দর আশা নিয়ে ২০২৩ সাল শুরু করতে পারবেন!

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৬:২.