যেভাবে আপনার দান ব্যবহার করা হয়
অতিমারির আগে নির্মাণ প্রকল্প সফলভাবে শেষ হয়
১ নভেম্বর, ২০২০
প্রতি বছর হাজার হাজার ব্যক্তি বাপ্তিস্ম নেয় আর তাই যিহোবার উপাসনা করার জন্য আরও বেশি ভবনের প্রয়োজন দেখা দেয়। এই বৃদ্ধিরত কাজকে সমর্থন করার জন্য স্থানীয় নকশা/নির্মাণ বিভাগ ২০২০ সালের পরিচর্যা বছরে বিশ্বব্যাপী ২,৭০০রও বেশি জায়গায় উপাসনাস্থল নির্মাণ অথবা পুনর্সংস্কার করার পরিকল্পনা করেছিল। a
দুঃখের বিষয় হল, কোভিড-১৯ অতিমারির কারণে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের ভাই-বোনদের সুরক্ষিত রাখার এবং সরকারি আইনের বাধ্য হওয়ার জন্য পরিচালকগোষ্ঠীর পাবলিশিং (প্রকাশনা সংক্রান্ত) কমিটি বিশ্বব্যাপী বেশিরভাগ নির্মাণ প্রকল্পের কাজ কিছু সময়ের জন্য বন্ধ রেখেছে। তবে, ২০২০ সালের পরিচর্যা বছরে অতিমারি শুরু হওয়ার আগেই ১,৭০০রও বেশি জায়গায় উপাসনাস্থল নির্মাণ অথবা পুনর্সংস্করণের কাজ করা হয়েছে। আর সেইসঙ্গে বিভিন্ন শাখার ১০০রও বেশি বড়ো বড়ো প্রকল্পের কাজ শেষ হয়েছে। দুটো নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার ফলে আমাদের ভাইয়েরা কীভাবে উপকৃত হয়েছে, তা নিয়ে বিবেচনা করুন।
ক্যামেরুন শাখা। ডুয়ালায় অবস্থিত আমাদের আগের শাখা অফিস অনেক ছোটো ছিল আর সেটাকে বড়ো করার জন্য অনেক কাজ করার ছিল। পাবলিশিং কমিটি শাখা অফিস পুনর্সংস্কার করার বিষয়ে বিবেচনা করেছিল কিন্তু তারা এটা বুঝতে পেরেছিল, এমনটা করার জন্য তাদের সেই শাখা অফিসের প্রকৃত মূল্যের চেয়েও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এ ছাড়া, তারা একটা নতুন জায়গা কিনে সেখানে ভবন নির্মাণ করার অথবা কোনো ভবন কিনে সেটা পুনর্সংস্কার করার বিষয়টা নিয়েও পরীক্ষা করেছিল। কিন্তু, পরিস্থিতির কারণে এগুলোর একটাও সম্ভব হয়ে ওঠেনি।
এর মধ্যে ভাইয়েরা জানতে পারে যে, উত্তর ডুয়ালায় স্থানীয় সরকার আমাদের সম্মেলন হলের পাশ দিয়ে একটা রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করেছে। সেই রাস্তার ফলে সম্মেলন হল পর্যন্ত মালপত্র নিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। আর শাখা অফিস এটাই চাইছিল। তাই, পরিচালকগোষ্ঠী সেই সম্মেলন হলের পাশেই একটা নতুন শাখা অফিস নির্মাণ করার অনুমতি দিয়েছিল।
সাক্ষিরা এবং ভাড়া করা নির্মাণকর্মীরা এই প্রকল্পে একসঙ্গে কাজ করেছিল আর এর ফলে সময় ও অর্থ বেঁচে গিয়েছিল। এই প্রকল্পের জন্য যত টাকা ব্যয় হবে বলে তারা অনুমান করেছিল, সেটার চেয়েও কম অর্থে তা শেষ হয়েছে। এর ফলে, ২০ লক্ষেরও বেশি মার্কিন ডলার বেঁচে গিয়েছে। কোভিড-১৯ অতিমারি শুরু হওয়ার কিছু সময় আগেই সেই নতুন জায়গায় বেথেল পরিবারের সদস্যরা চলে যেতে পেরেছিল।
ক্যামেরুনের বেথেলকর্মীরা সেই নতুন জায়গায় গিয়ে থাকার এবং সেখান থেকে কাজ করার সুযোগ পেয়ে উপকৃত হয়েছে আর তারা এই নতুন শাখা অফিসকে যিহোবার কাছ থেকে পাওয়া এক উপহার হিসেবে দেখে। এক দম্পতি বলেন, “আমরা কঠোর পরিশ্রম করতে চাই এবং এই মূল্যবান উপহারের প্রতি উপলব্ধি দেখাতে চাই।”
তোহোলাবালে অবস্থিত শাখা থেকে দূরবর্তী অনুবাদ অফিস (আরটিও), মেক্সিকো। বহু বছর ধরে তোহোলাবাল অনুবাদ দল মধ্য আমেরিকার শাখা অফিস থেকে কাজ করছিল, যেটা মেক্সিকো সিটির কাছে অবস্থিত। তবে, তোহোলাবালভাষী লোকেরা প্রধানত আল্তামিরানো ও লাস মার্গারিতাস এলাকায় বাস করে, যেটা অনুবাদ অফিস থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দূরে অবস্থিত! আর সময়ের সঙ্গে সঙ্গে ভাষা যেহেতু পরিবর্তিত হতে থাকে, তাই তোহোলাবাল ভাষায় যে-পরিবর্তনগুলো হচ্ছিল, সেগুলো সম্বন্ধে জানা অনুবাদকদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। আর তোহোলাবাল ভাষায় অনুবাদ ও অডিও রেকর্ডিং-এর কাজে সাহায্য করার জন্য শাখা অফিসের পক্ষে আশেপাশের এলাকা থেকে তোহোলাবাল ভাষায় যোগ্য ভাই-বোনদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
এই কারণে পরিচালকগোষ্ঠীর রাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি অনুবাদ দলকে তোহোলাবালভাষী এলাকায় নিয়ে যেতে চেয়েছিল। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য শাখা অফিস একটা ভবন কিনে সেটা পুনর্সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে একটা নতুন অফিস নির্মাণ করা অথবা ভাড়া নেওয়ার চেয়ে কম অর্থ লেগেছিল।
একজন অনুবাদক বলেন যে, কীভাবে তিনি উপকৃত হয়েছেন: “আমি দশ বছর ধরে শাখা অফিসে একজন অনুবাদক হিসেবে কাজ করেছি কিন্তু সেই এলাকার আশেপাশে কখনো তোহোলাবালভাষী কোনো পরিবারের সঙ্গে আমার দেখা হয়নি। এখন আমাদের অনুবাদ অফিস এমন এলাকায় রয়েছে, যেখানে আশেপাশে সবাই তোহোলাবাল ভাষায় কথা বলে। আমি প্রতিদিন তোহোলাবালভাষী লোকদের সঙ্গে কথা বলি। এর ফলে, আমি অনেক নতুন নতুন শব্দ শিখতে পেরেছি আর আমি অনুবাদের কাজে আরও উন্নতি করতে পেরেছি।”
২০২১ সালের পরিচর্যা বছরের জন্য প্রকল্পগুলো
২০২১ সালের পরিচর্যা বছরে পরিস্থিতি ঠিকঠাক থাকলে ৭৫টা আরটিও এবং বাইবেল স্কুলের জন্য ভবনের উপর কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, বিভিন্ন শাখায় আটটা বড়ো বড়ো প্রকল্পের কাজ আবারও শুরু করা হবে, যার মধ্যে রয়েছে, নিউ ইয়র্কের র্যামাপোতে নতুন বিশ্বপ্রধান কার্যালয়ের প্রকল্প আর সেইসঙ্গে আর্জেন্টিনা ও ইতালির শাখা অফিসের স্থান পরিবর্তন করার প্রকল্প। এর পাশাপাশি, ১,০০০রেরও বেশি নতুন কিংডম হলের প্রয়োজন রয়েছে, ৬,০০০রেরও বেশি সভার স্থান পরিবর্তন করার প্রয়োজন রয়েছে এবং আরও ৪,০০০ কিংডম হল পুনর্সংস্কার করার প্রয়োজন রয়েছে।
এই সমস্ত নির্মাণ ও পুনর্সংস্কারের কাজের অর্থ কোথা থেকে আসে? তোহোলাবাল আরটিও প্রকল্প সম্বন্ধে আলোচনা করতে গিয়ে মধ্য আমেরিকার শাখা কিমিটির ভাই লাজারো গুনসালেস এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। “আমাদের শাখায় সীমিত পরিমাণ সম্পদ রয়েছে। তাই, আমাদের বিশ্বব্যাপী ভাই-বোনদের সাহায্য ছাড়া আমাদের স্থানীয় ভাই-বোনদের জন্য অনুবাদ অফিস নির্মাণ করা সম্ভব হতো না। বিশ্বব্যাপী আমাদের ভাইদের আর্থিক সাহায্যের কারণে অনুবাদকরা এমন এলাকায় থেকে কাজ করতে পারছে, যেখানে লোকেরা তাদের ভাষায় কথা বলে। উদারভাবে সমর্থন জোগানোর জন্য আমাদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই।” হ্যাঁ, এই নির্মাণ প্রকল্পগুলো সম্ভবপর হয়েছে কারণ আপনারা বিশ্বব্যাপী কাজের জন্য দান দিয়ে থাকেন, যেগুলোর বেশিরভাগই donate.pr418.com-এর মাধ্যমে দেওয়া হয় আর এরজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।
a স্থানীয় নকশা/নির্মাণ বিভাগ শাখার এলাকার কিংডম হল নির্মাণের পরিকল্পনা করে এবং তা কার্যকর করে। বিশ্বপ্রধান কার্যালয়ে অবস্থিত বিশ্বব্যাপী নকশা/নির্মাণ বিভাগ সারা পৃথিবীর নির্মাণ প্রকল্পগুলোর দেখাশোনা করে এবং সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে।