যেভাবে আপনার দান ব্যবহার করা হয়
ইন্টারনেট না থাকা জায়গায় JW স্যাটেলাইট চ্যানেল কার্যকারী
১ এপ্রিল, ২০২১
প্রতি মাসে আমরা JW ব্রডকাস্টিং-এ প্রকাশিত উৎসাহজনক কার্যক্রম ও ভিডিওগুলো দেখার জন্য আকুল আকাঙ্ক্ষী। তবে, আফ্রিকার অনেক ভাই-বোনের কাছে ইন্টারনেটের ব্যবস্থা না থাকায় তারা এই কার্যক্রমগুলো দেখতে পায় না। এর কারণ কী?
আফ্রিকার বেশ কিছু জায়গায় ইন্টারনেটের সুবিধা সীমিত। আর যেখানে এই সুবিধা রয়েছে, সেখানেও এটা প্রায়ই ধীরগতি অথবা খুবই ব্যয়বহুল। উদাহরণ স্বরূপ, মাদাগাস্কারের একজন সীমা অধ্যক্ষ যখন ইন্টারনেট ক্যাফেতে JW ব্রডকাস্টিং-এর একটাই মাসিক কার্যক্রম ডাউনলোড করেছিলেন, তখন তার বিল হয়েছিল ১৬ ডলার। আর এটা কারো কারো সাপ্তাহিক উপার্জনের চেয়েও অনেক বেশি! a
এই বাধাগুলো থাকা সত্ত্বেও, আফ্রিকার লক্ষ লক্ষ ব্যক্তি এখন ইন্টারনেট ছাড়াই JW ব্রডকাস্টিং উপভোগ করতে পারে। কীভাবে?
২০১৭ সাল থেকে একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সাহারার দক্ষিণে অবস্থিত দেশগুলোতে JW ব্রডকাস্টিং দেখানো হয়। এই চ্যানেল ১৬টা ভাষায়, সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘণ্টা বিনামূল্যে সম্প্রচারিত হয়।
এর জন্য যিহোবার সাক্ষিরা একটা টেলিভিশন ব্রডকাস্ট সার্ভিসের সঙ্গে চুক্তি করে, যাতে তারা স্যাটেলাইটের মাধ্যমে তাদের বিষয়বস্তু সম্প্রচার করতে পারে। সাহারার দক্ষিণে অবস্থিত আফ্রিকার ৩৫টা দেশ এই স্যাটেলাইট ব্যবহার করে। এই চুক্তির খরচ প্রতি মাসে ১২,০০০ ডলারেরও বেশি। কখনো কখনো একটা আলাদা চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়। এর ফলে, হাজার হাজার ব্যক্তি সম্মেলনগুলো অথবা শাখা পরিদর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষ কার্যক্রমগুলো উপভোগ করতে পারে।
অনেক ব্যক্তি, যাদের মধ্যে ন-সাক্ষীরাও রয়েছে, তারা ঘরে বসে টেলিভিশনে JW স্যাটেলাইট চ্যানেল দেখে। তবে, অনেক ভাই-বোনের এই স্যাটেলাইট চ্যানেল দেখার জন্য যে-সামগ্রীর প্রয়োজন রয়েছে, তা কেনার সামর্থ্য নেই। তাদের সাহায্য করার জন্য ৩,৬৭০-রেরও বেশি কিংডম হলে স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয় সামগ্রী লাগানো হয়েছে, যাতে ভাই-বোনেরা সেখানে বসে JW ব্রডকাস্টিং দেখতে পারে। ইতিমধ্যেই যদি টেলিভিশন অথবা প্রোজেক্টর থেকে থাকে, তা হলে এই সামগ্রী কেনার এবং পৌঁছানোর খরচ প্রায় ৭০ ডলার পড়ে যায়। এগুলো না থাকলে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ৫৩০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।
আমাদের ভাই-বোনেরা এই চ্যানেলের জন্য অনেক উপলব্ধি প্রকাশ করে। ক্যামেরুনের একজন প্রাচীন বলেন, “আমরা মরুভূমিতে থাকি আর এটা আমাদের পরিবারের জন্য মান্নার মতো।” ওদেবোদে নামে নাইজেরিয়ার একজন ভাই বলেন, “আমরা পরিবারগতভাবে সপ্তাহে তিন বার এই চ্যানেলটা দেখি। আমার ছেলে-মেয়েরা এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তারা এমনকী অন্যান্য সময়েও JW চ্যানেল দেখার জন্য অনুরোধ করে।” এ ছাড়া, রোজ নামে নাইজেরিয়ার একজন বোন বলেন, “আমি খুবই আনন্দিত যে, আমি JW স্যাটেলাইট চ্যানেল দেখি। এর ফলে, নিউজ চ্যানেল দেখার আসক্তি আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমি যখন খবরগুলো দেখতাম, তখন সহজেই আমি উত্তেজিত হয়ে পড়তাম আর এর ফলে আমার রক্তচাপ বেড়ে যেত। কিন্তু, JW ব্রডকাস্টিং খুবই গঠনমূলক আর এটা আমার মনকে শান্ত করে। এটা আমার প্রিয় চ্যানেল আর সত্যিই যিহোবার কাছ থেকে পাওয়া এক বড়ো আশীর্বাদ।”
মোজাম্বিকের একজন সীমা অধ্যক্ষ তার সীমা সম্বন্ধে রিপোর্ট দেন যে, কিংডম হলগুলোতে এই স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী লাগানো হয়েছে। এই মণ্ডলীর ভাই-বোনেরা স্যাটেলাইটের মাধ্যমে JW ব্রডকাস্টিং দেখার জন্য সভা শুরু হওয়ার এক ঘণ্টা অথবা তারও আগে পৌঁছায়।
দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ২০১৯ সালে আন্তর্জাতিক সম্মেলন হয়। সেখানে ও সেইসঙ্গে অন্যান্য ন-টা জায়গায়তে এই চ্যানেলটা ব্যবহার করে পরিচালকগোষ্ঠীর সদস্যদের বক্তৃতা এবং অন্যান্য প্রধান বক্তৃতাগুলো সম্প্রচার করা হয়। দক্ষিণ আফ্রিকা শাখার স্থানীয় ব্রডকাস্টিং বিভাগের ভাই স্পুমেলেলে বলেন, ”আগে আমরা ইন্টারনেটের মাধ্যমেই বক্তৃতাগুলো সম্প্রচার করতাম। কিন্তু, এর জন্য স্থিতিশীল ইন্টারনেট কানেকশন এবং ডেটা খরচের দরকার ছিল। তুলনামূলকভাবে JW স্যাটেলাইট চ্যানেল আরও কম খরচের এবং নির্ভরযোগ্য ছিল।”
বিশ্বব্যাপী কাজের ক্ষেত্রে আপনাদের এই উদার দানের জন্য অনেক ধন্যবাদ। এর ফলে, আফ্রিকায় থাকা ভাই-বোনেরা স্যাটেলাইটের মাধ্যমে JW ব্রডকাস্টিং দেখতে পায়। donate.pr418.com-এ দান দেওয়ার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনারা যে-দান করেন, তার জন্য আমরা সত্যিই অনেক উপলব্ধি দেখাই।
a এই প্রবন্ধে ব্যবহৃত ডলার ইউএস ডলারকে নির্দেশ করে।