সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যেভাবে আপনার দান ব্যবহার করা হয়

ছোটো একটা বাক্স লোকদের বিশ্বাস দৃঢ় রাখতে সাহায্য করে

ছোটো একটা বাক্স লোকদের বিশ্বাস দৃঢ় রাখতে সাহায্য করে

১ সেপ্টেম্বর, ২০২০

 যিহোবার সাক্ষিরা অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আরও বেশি করে ডিজিটাল আকারে বাইবেলভিত্তিক প্রকাশনা ও ভিডিও পাচ্ছে। কিন্তু, বিশ্বের অনেক জায়গায় আমাদের ভাই-বোনদের ইন্টারনেট প্যাকেজ কেনার সামর্থ্য নেই। আবার অন্যেরা এমন এলাকায় থাকে, যেখানে ইন্টারনেট প্রায়ই কাজ করে না, ইন্টারনেট স্পিড খুবই কম অথবা কোনো ইন্টারনেটই নেই।

 তা সত্ত্বেও, আমাদের ভাই-বোনদের মধ্যে অনেকে এখন এমনকী ইন্টারনেট কানেকশন ছাড়াই ডিজিটাল প্রকাশনাদি ডাউনলোড করতে পারে! কীভাবে?

 JW বক্স হল একটা ছোটো বাক্স, যেটা এমন এলাকার মণ্ডলীগুলোকে দেওয়া হয়, যেখানে ইন্টারনেট ব্যবস্থা সীমিত। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক সংস্থার কাছ থেকে কেনা একটা রাউটার, বেথেলের কম্পিউটার বিভাগের দ্বারা তৈরি সফ্‌টওয়্যার এবং jw.org-এ পাওয়া যায় এমন ডিজিটাল প্রকাশনা ও ভিডিও। প্রতিটা বাক্সের দাম প্রায় ৭৫ মার্কিন ডলার।

 কিংডম হলে ভাই-বোনেরা ওয়্যারলেস পদ্ধতিতে JW বক্সে তাদের মোবাইল ডিভাইসগুলো কানেক্ট করে আর তারপর প্রকাশনা ও ভিডিও ডাউনলোড করে। এমনকী যাদের পুরোনো কিংবা কমদামি ডিভাইস রয়েছে, তারাও কানেক্ট করতে পারে। কিন্তু, কোনো মণ্ডলীর যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তা হলে কীভাবে তারা JW বক্সের মাধ্যমে নতুন প্রকাশনা পেতে পারে? শাখা অফিস কিছুসময় পর পর ইউএসবি ড্রাইভ পাঠায়, যেগুলোর প্রতিটার দাম প্রায় ৪ মার্কিন ডলার আর এগুলোর মধ্যে jw.org-এর নতুন প্রকাশনা ও ভিডিও থাকে, যেগুলো JW বক্সে দেওয়া যায়।

 JW বক্স কীভাবে আমাদের ভাই-বোনদের সাহায্য করেছে? পরিবারের একজন মস্তক, ভাই ন্যাটাঁ অ্যাড্রুয়ান্ড্রা, যিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে বাস করেন, বলেন: “আমি ‘হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি’ এবং লোটের স্ত্রীকে স্মরণ করুন শিরোনামের নাটকগুলো ডাউনলোড করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু, আমি তা করতে পারিনি আর এরজন্য খুবই হতাশ হয়ে পড়েছিলাম। এখন আমি আমার ফোনে এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি আর বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের আরও ভালোভাবে শেখানোর জন্য এটা আমাদের অনেক সাহায্য করে।”

 একজন ভাই, যিনি নাইজেরিয়ার মণ্ডলীগুলোকে JW বক্স সেট করতে সাহায্য করেন, বলেন: “ভাই-বোনেরা JW বক্সকে যিহোবার কাছ থেকে আসা এক বিশেষ উপহার বলে মনে করে। তারা খুবই রোমাঞ্চিত যে, এখন তারা সহজেই শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে প্রকাশনা ও ভিডিও ডাউনলোড করতে পারে।”

 আফ্রিকা, প্রশান্তমহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার ভাই-বোনদের কাছে ১,৭০০-রও বেশি বাক্স পাঠানো হয়েছে আর অন্যান্য আরও মণ্ডলীতে সেগুলো পাঠানোর পরিকল্পনা চলছে। এই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসে? বিশ্বব্যাপী কাজের জন্য দেওয়া দানের মাধ্যমে আসে, যে-দান অনেকেই donate.pr418.com-এর মাধ্যমে দিয়ে থাকে। আপনারা উদারভাবে যে-সাহায্য করে থাকেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ!