সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৪২

যেভাবে যিহোবা আপনাকে ব্যবহার করবেন

যেভাবে যিহোবা আপনাকে ব্যবহার করবেন

“ঈশ্বরই . . . তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য্য [“কাজ করবার ইচ্ছা ও ক্ষমতা,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] উভয়ের সাধনকারী।”—ফিলি. ২:১৩.

গান সংখ্যা ৩৮ যিহোবার ওপর তোমার ভার অর্পণ করো

সারাংশ *

১. যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য কী করতে পারেন?

যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য যা-কিছু হওয়ার প্রয়োজন, তা-ই হতে পারেন। উদাহরণ স্বরূপ, যিহোবা একজন শিক্ষক, সান্ত্বনা প্রদানকারী ও সুসমাচার প্রচারক হয়েছেন। যিহোবা যা-কিছু হয়েছেন, সেগুলোর মধ্যে এগুলো হল মাত্র কয়েকটা। (যিশা. ৪৮:১৭; ২ করি. ৭:৬; গালা. ৩:৮) তবে, তিনি তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য প্রায়ই মানুষদের ব্যবহার করে থাকেন। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০; ২ করি. ১:৩, ৪) এ ছাড়া, যিহোবা আমাদের মধ্যে যেকোনো ব্যক্তিকে প্রয়োজনীয় প্রজ্ঞা ও শক্তি প্রদান করতে পারেন, যাতে তাঁর ইচ্ছা পরিপূর্ণ করার জন্য যা-কিছু হওয়ার প্রয়োজন, আমরা তা-ই হতে পারি। বিভিন্ন পণ্ডিত ব্যক্তির কথা অনুযায়ী, এগুলো সবই যিহোবার নামের অর্থের সঙ্গে জড়িত।

২. (ক) যিহোবা যে আমাদের ব্যবহার করছেন, কেন আমরা হয়তো সেই বিষয়ে কখনো কখনো সন্দেহ করি? (খ) এই প্রবন্ধে আমরা কী নিয়ে বিবেচনা করব?

আমরা সবাই যিহোবার দ্বারা ব্যবহৃত হতে চাই, কিন্তু কোনো কোনো ব্যক্তি হয়তো এই বিষয়ে সন্দেহ করে যে, যিহোবা তাদের ব্যবহার করছেন। কেন? কারণ তারা মনে করে, তারা যতটা করতে চায়, তাদের বয়স, পরিস্থিতি ও দক্ষতার কারণে ততটা করতে পারছে না। অন্যদিকে, অন্যেরা হয়তো মনে করতে পারে, তারা যিহোবার সেবায় যা-কিছু করছে, সেটাই যথেষ্ট, তাদের আর উন্নতি করার প্রয়োজন নেই। এই প্রবন্ধে আমরা আলোচনা করব, কীভাবে যিহোবা তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে যেকোনো ব্যক্তিকে সুসজ্জিত করতে পারেন। তারপর, যিহোবা যেভাবে তাঁর দাসদের, পুরুষ ও নারী উভয়কেই কাজ করার ইচ্ছা ও ক্ষমতা প্রদান করেছেন, বাইবেলের সেই বিবরণগুলো নিয়ে আমরা পরীক্ষা করব। পরিশেষে আমরা বিবেচনা করব, যিহোবার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য কীভাবে আমরা তাঁকে সুযোগ দিতে পারি।

যেভাবে যিহোবা আমাদের সুসজ্জিত করেন

৩. ফিলিপীয় ২:১৩ পদে যেমন বর্ণনা করা হয়েছে, কীভাবে যিহোবা হয়তো আমাদের অন্তরে কাজ করার ইচ্ছা প্রদান করতে পারেন?

ফিলিপীয় ২:১৩ পদ পড়ুন। * যিহোবা আমাদের অন্তরে কাজ করার ইচ্ছা প্রদান করতে পারেন। কীভাবে তিনি তা করতে পারেন? উদাহরণ স্বরূপ, আমরা হয়তো জানতে পেরেছি, আমাদের মণ্ডলীতে কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন রয়েছে অথবা মণ্ডলীতে অন্য কোনো কাজ করার প্রয়োজন রয়েছে। অথবা প্রাচীনরা শাখা অফিসের কাছ থেকে পাওয়া কোনো চিঠি পড়েছেন, যেটাতে আমাদের বলা হয়েছে যে, অন্য কোনো এলাকায় সাহায্যের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমরা হয়তো নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘আমি কীভাবে সাহায্য করতে পারি?’ অথবা আমাদের হয়তো কোনো কঠিন কার্যভার দেওয়া হয়েছে এবং আমরা সেটা ভালোভাবে করতে পারব কি না, সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। অথবা বাইবেল থেকে কোনো অংশ পড়ার পর আমরা হয়তো ভাবতে পারি, ‘কীভাবে আমি অন্যদের সাহায্য করার জন্য বাইবেলের এই অংশ কাজে লাগাতে পারি?’ যিহোবা আমাদের কোনো কিছু করার জন্য জোর করবেন না। কিন্তু যিহোবা যখন লক্ষ করেন যে, আমরা কী করতে পারি, তা নিয়ে চিন্তা করছি, তখন তিনি আমাদের অন্তরে সেই চিন্তা অনুযায়ী কাজ করার ইচ্ছা প্রদান করতে পারেন।

৪. কীভাবে যিহোবা হয়তো আমাদের কাজ করার ক্ষমতা প্রদান করতে পারেন?

যিহোবা আমাদের কাজ করার ক্ষমতাও প্রদান করতে পারেন। (যিশা. ৪০:২৯) কীভাবে? তিনি আমাদের মধ্যে থাকা দক্ষতাগুলো বৃদ্ধি করার জন্য পবিত্র আত্মা দিতে পারেন। (যাত্রা. ৩৫:৩০-৩৫) তাঁর সংগঠনের সাহায্যে যিহোবা হয়তো আমাদের শেখাতে পারেন যে, নির্দিষ্ট কিছু কাজ কীভাবে করা যায়। আপনি যদি কখনো এই বিষয়ে নিশ্চিত না হয়ে থাকেন যে, কীভাবে কোনো কার্যভার সম্পাদন করতে হয়, তা হলে সাহায্য চান। এ ছাড়া, যেকোনো সময়ে আপনি আমাদের উদার স্বর্গীয় পিতার কাছে “পরাক্রমের উৎকর্ষ [“অসাধারণ মহাশক্তি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]” চাইতে পারেন। (২ করি. ৪:৭; লূক ১১:১৩) বাইবেলে এমন অনেক উদাহরণ রয়েছে, যেগুলো দেখায়, কীভাবে যিহোবা পুরুষ ও নারীদের কাজ করার ইচ্ছা ও ক্ষমতা দিয়ে সুসজ্জিত করেছিলেন। আমরা যখন সেই বিবরণগুলোর মধ্যে কয়েকটা নিয়ে বিবেচনা করব, তখন আপনি সেই উপায়গুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করুন, যেগুলোতে যিহোবা একইভাবে আপনাকেও ব্যবহার করতে পারেন।

যেভাবে যিহোবা কোনো কোনো পুরুষকে ব্যবহার করেছিলেন

৫. যিহোবা তাঁর লোকেদের উদ্ধার করার জন্য যেভাবে ও যে-সময়ে মোশিকে ব্যবহার করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখি?

যিহোবা ইস্রায়েলীয়দের উদ্ধার করার জন্য মোশিকে ব্যবহার করেছিলেন। কিন্তু, কখন যিহোবা তাকে ব্যবহার করেছিলেন? এটা কি সেইসময় ছিল, যখন মোশি “মিস্রীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত” হওয়ার পর নিজেকে যোগ্য বলে মনে করেছিলেন? (প্রেরিত ৭:২২-২৫) না, তাঁর সাহায্যে তিনি নম্র ও মৃদুশীল হয়ে ওঠার পরই যিহোবা তাকে ব্যবহার করেছিলেন। (প্রেরিত ৭:৩০, ৩৪-৩৬) যিহোবা মোশিকে মিশরের সবচেয়ে ক্ষমতাবান শাসকের সঙ্গে কথা বলার সাহস প্রদান করেছিলেন। (যাত্রা. ৯:১৩-১৯) যিহোবা যেভাবে ও যে-সময়ে মোশিকে ব্যবহার করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখি? যারা যিহোবার গুণগুলো অনুকরণ করার চেষ্টা করে এবং শক্তির জন্য তাঁর উপর নির্ভর করে, তিনি তাদের ব্যবহার করেন।—ফিলি. ৪:১৩.

৬. যিহোবা যেভাবে বর্সিল্লয়কে ব্যবহার করে রাজা দায়ূদকে সাহায্য করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখি?

এর শত শত বছর পর যিহোবা বর্সিল্লয়কে ব্যবহার করে রাজা দায়ূদকে সাহায্য করেছিলেন। তার ছেলে অবশালোমের কাছ থেকে পালিয়ে বেড়ানোর সময়ে দায়ূদ ও তার লোকেরা “ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত” হয়েছিল। সেই সময়ে বৃদ্ধ বর্সিল্লয় অন্যদের সঙ্গে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়ূদ ও তার লোকেদের সাহায্য করেছিলেন। বার্ধক্যের কারণে বর্সিল্লয় এইরকম ধরে নেননি যে, যিহোবা তাকে আর কোনোদিনও ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে, তিনি ঈশ্বরের দাসদের প্রয়োজনের সময়ে সাহায্য করার জন্য নিজের কাছে থাকা সমস্ত কিছু উদারভাবে ব্যবহার করেছিলেন। (২ শমূ. ১৭:২৭-২৯) আমাদের জন্য শিক্ষাটা কী? আমাদের বয়স যা-ই হোক না কেন, যিহোবা আমাদের অভাবী সহবিশ্বাসীদের মৌলিক প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাদের ব্যবহার করতে পারেন, হোক তা স্থানীয় এলাকায় অথবা বিদেশে। (হিতো. ৩:২৭, ২৮; ১৯:১৭) আমরা হয়তো সরাসরি তাদের সাহায্য করতে পারি না কিন্তু আমরা হয়তো বিশ্বব্যাপী কাজের জন্য দান দিতে পারি, যাতে প্রয়োজনের সময়ে যেকোনো জায়গায় ত্রাণ কাজে সাহায্য করার জন্য পর্যাপ্ত অর্থ থাকে।—২ করি. ৮:১৪, ১৫; ৯:১১.

৭. যিহোবা শিমিয়োনকে কীভাবে ব্যবহার করেছিলেন এবং কেন সেটা আমাদের জন্য উৎসাহজনক?

শিমিয়োন নামে একজন বয়স্ক ব্যক্তি যিরূশালেমে বাস করতেন। যিহোবা তার কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন, তিনি মশীহকে না দেখে মারা যাবেন না। শিমিয়োন যেহেতু অনেক বছর ধরে মশীহের অপেক্ষায় ছিলেন, তাই সেই প্রতিজ্ঞা নিশ্চিতভাবেই তাকে প্রচুররূপে উৎসাহিত করেছিল। তার বিশ্বাস ও ধৈর্যের জন্য যিহোবা তাকে পুরস্কৃত করেছিলেন। একদিন তিনি “আত্মার আবেশে” ধর্ম্মধামে এসেছিলেন। সেখানে তিনি ছোট্ট যিশুকে দেখেছিলেন এবং যিহোবা শিমিয়োনকে ব্যবহার করে সেই শিশুটির বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, যিনি খ্রিস্ট হবেন। (লূক ২:২৫-৩৫) যদিও শিমিয়োন সম্ভবত যিশুর পার্থিব পরিচর্যা শুরু হওয়ার আগেই মারা গিয়েছিলেন কিন্তু যিহোবা শিমিয়োনকে এভাবে ব্যবহার করেছিলেন বলে তিনি কৃতজ্ঞ ছিলেন। আর তিনি ভবিষ্যতে আরও অনেক উত্তম বিষয় লাভ করবেন! নতুন জগতে সেই বিশ্বস্ত ব্যক্তি দেখবেন, কীভাবে যিশুর শাসনব্যবস্থা পৃথিবীতে বসবাসরত সমস্ত পরিবারের উপর আশীর্বাদ নিয়ে আসবে। (আদি. ২২:১৮) যিহোবা তাঁর সেবায় আমাদের যে-বিশেষ সুযোগই দিন না কেন, আমরাও কৃতজ্ঞ হতে পারি।

৮. কীভাবে যিহোবা বার্ণবার মতো আমাদের ব্যবহার করতে পারেন?

প্রথম শতাব্দীতে যোষেফ নামে একজন উদার ব্যক্তি যিহোবার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য ইচ্ছুক ছিলেন। (প্রেরিত ৪:৩৬, ৩৭) প্রেরিতরা তাকে বার্ণবা নামে ডাকতেন, যেটার অর্থ হল “প্রবোধের সন্তান” বা সান্ত্বনার সন্তান কারণ তিনি খুব ভালোভাবে অন্যদের সান্ত্বনা প্রদান করতে পারতেন। উদাহরণ স্বরূপ, শৌল একজন খ্রিস্টান হওয়ার পরও ভাইদের মধ্যে অনেকেই তার কাছে যেতে ভয় পেত কারণ তিনি মণ্ডলীর তাড়নাকারী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বার্ণবা তাকে সান্ত্বনা ও সাহায্য প্রদান করেছিলেন এবং নিশ্চিতভাবেই শৌল এর জন্য অনেক কৃতজ্ঞ হয়েছিলেন। (প্রেরিত ৯:২১, ২৬-২৮) পরবর্তী সময়ে, যিরূশালেমের প্রাচীনরা অনেক দূরে অবস্থিত সিরিয়ার আন্তিয়খিয়ার ভাইদের উৎসাহিত করতে চেয়েছিলেন। তারা কাকে সেখানে পাঠিয়েছিলেন? বার্ণবাকে! তারা সত্যিই একজন যোগ্য ব্যক্তিকে বাছাই করেছিলেন। বাইবেল বলে, বার্ণবা “সকলকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে।” (প্রেরিত ১১:২২-২৪) একইভাবে, বর্তমানে আমাদের ভাই-বোনদের সান্ত্বনা প্রদান করার জন্য যিহোবা আমাদেরও সাহায্য করতে পারেন। উদাহরণ স্বরূপ, তিনি হয়তো আমাদের সেই ব্যক্তিদের সান্ত্বনা প্রদান করার জন্য ব্যবহার করতে পারেন, যারা মৃত্যুতে তাদের কোনো প্রিয়জনকে হারিয়েছেন। অথবা তিনি হয়তো আমাদের এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা করে অথবা তাকে ফোন করে সদয়ভাবে কিছু বলার জন্য অনুপ্রাণিত করতে পারেন, যিনি অসুস্থ অথবা ‘ক্ষীণসাহসী [‘বিষণ্ণ,’ NW]।’ আপনি কি বার্ণবার মতো যিহোবার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য তাঁকে সুযোগ দেবেন?—১ থিষল. ৫:১৪.

৯. যিহোবা যেভাবে ভাসিলি নামে একজন ভাইকে উত্তম প্রাচীন হয়ে ওঠার জন্য সাহায্য করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখি?

যিহোবা ভাসিলি নামে একজন ভাইকে উত্তম প্রাচীন হয়ে ওঠার জন্য সাহায্য করেছিলেন। ভাই ভাসিলিকে যখন ২৬ বছর বয়সে একজন প্রাচীন হিসেবে সেবা করার জন্য নিযুক্ত করা হয়েছিল, তখন তিনি এই ভেবে ভয় পেয়েছিলেন যে, ভাই-বোনদের, বিশেষভাবে যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সাহায্য করার জন্য তিনি যথেষ্ট অভিজ্ঞ নন। তবে, তিনি অভিজ্ঞ প্রাচীনদের কাছ থেকে ও সেইসঙ্গে রাজ্যের পরিচর্যা বিদ্যালয় থেকে উত্তম প্রশিক্ষণ লাভ করেছিলেন। ভাই ভাসিলি উন্নতি করার জন্য কঠোর প্রচেষ্টা করেছিলেন। উদাহরণ স্বরূপ, তিনি ছোটো ছোটো লক্ষ্যের একটা তালিকা তৈরি করেছিলেন। আর তিনি একে একে সেই লক্ষ্যগুলো অর্জন করার মাধ্যমে ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠেছিলেন। এখন তিনি বলেন: “একসময়ে আমি যে-কারণে ভয় পেতাম, এখন সেটাই আমাকে প্রচুর আনন্দ দেয়। যিহোবা যখন মণ্ডলীর কোনো ভাই অথবা বোনকে সান্ত্বনা প্রদান করার জন্য আমাকে একেবারে উপযুক্ত শাস্ত্রপদ খুঁজে পেতে সাহায্য করেন, তখন আমি অনেক পরিতৃপ্তি লাভ করি।” ভাইয়েরা, আপনারা যদি ভাই ভাসিলিকে অনুকরণ করেন এবং যিহোবার দ্বারা ব্যবহৃত হতে ইচ্ছুক হন, তা হলে তিনি মণ্ডলীতে আপনাদের আরও দায়িত্ব পালন করার জন্য দক্ষ করে তুলতে পারবেন।

যেভাবে যিহোবা কোনো কোনো নারীকে ব্যবহার করেছিলেন

১০. অবীগল কী করেছিলেন এবং তার উদাহরণ থেকে আমরা কী শিখি?

১০ দায়ূদ ও তার লোকেদের রাজা শৌল তাড়া করে বেড়াচ্ছিলেন আর তাদের সাহায্যের প্রয়োজন ছিল। দায়ূদের লোকেরা নাবল নামে একজন ধনী ইস্রায়েলীয়ের কাছে অল্প খাবার চেয়েছিল। তারা যেহেতু প্রান্তরে নাবলের পশুপালের যত্ন নিয়েছিল, তাই তারা নির্দ্বিধায় তার কাছে খাবার চেয়েছিল। কিন্তু, স্বার্থপর নাবল তাদের কিছুই দেননি। দায়ূদ এতে খুবই রেগে গিয়েছিলেন এবং নাবল ও তার বাড়ির সমস্ত পুরুষকে হত্যা করতে চেয়েছিলেন। (১ শমূ. ২৫:৩-১৩, ২২) তবে, নাবলের সুন্দরী স্ত্রী অবীগলের সুবুদ্ধি ছিল বা তিনি খুবই বিচক্ষণ ছিলেন। তিনি প্রচুর সাহস দেখিয়ে দায়ূদের পায়ে পড়েছিলেন এবং নাবল ও তার পুরুষদের হত্যা করার মাধ্যমে রক্তপাতের অপরাধে দোষী না হওয়ার বিষয়ে দায়ূদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন। তিনি বিষয়গুলো যিহোবার হাতে ছেড়ে দেওয়ার জন্য সদয়ভাবে দায়ূদকে পরামর্শ দিয়েছিলেন। অবীগলের সদয় কথাগুলো এবং বিচক্ষণতার সঙ্গে নেওয়া পদক্ষেপ দায়ূদের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি এটা উপলব্ধি করেছিলেন যে, যিহোবাই তাকে পাঠিয়েছেন। (১ শমূ. ২৫:২৩-২৮, ৩২-৩৪) অবীগল বিভিন্ন গুণ গড়ে তুলেছিলেন আর সেগুলোর কারণে তিনি যিহোবার দ্বারা ব্যবহৃত হয়েছিলেন। একইভাবে, খ্রিস্টান বোনেরা যখন সদয়ভাব ও বিচক্ষণতা গড়ে তোলে, তখন তারা তাদের পরিবারের সদস্যদের আর সেইসঙ্গে মণ্ডলীর অন্যদের গেঁথে তোলার জন্য যিহোবা দ্বারা ব্যবহৃত হতে পারে।—হিতো. ২৪:৩; তীত ২:৩-৫.

১১. শল্লুমের মেয়েরা কী করেছিলেন এবং আজকে কারা তাদের অনুকরণ করছে?

১১ এর শত শত বছর পর, যিহোবা যিরূশালেমের প্রাচীর মেরামত করার জন্য যে-ব্যক্তিদের ব্যবহার করেছিলেন, তাদের মধ্যে শল্লুমের মেয়েরাও ছিলেন। (নহি. ২:২০; ৩:১২) যদিও তাদের বাবা একজন অধ্যক্ষ ছিলেন কিন্তু তারা সেই কঠিন ও বিপদজনক কাজ করতে ইচ্ছুক ছিলেন। (নহি. ৪:১৫-১৮) তারা তকোয়ীয়ের প্রধানবর্গ বা বিশিষ্ট ব্যক্তিদের মতো ছিলেন না, যারা সেই কাজে ‘ঘাড় পাতে নাই!’ (নহি. ৩:৫) কল্পনা করুন, প্রাচীর মেরামতের কাজ যখন কেবলমাত্র ৫২ দিনে শেষ হয়ে গিয়েছিল, তখন শল্লুমের মেয়েরা কতটা আনন্দিত হয়েছিলেন! (নহি. ৬:১৫) আমাদের দিনে ইচ্ছুক বোনেরা আনন্দের সঙ্গে এক বিশেষ ধরনের পবিত্র সেবায় অর্থাৎ যিহোবার জন্য উৎসর্গীকৃত ভবনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে অংশ নিয়ে থাকে। এই কাজ সফল করে তোলার জন্য আমাদের এই দক্ষ, উদ্যমী ও অনুগত বোনদের প্রয়োজন রয়েছে।

১২. কীভাবে যিহোবা টাবিথার মতো আমাদেরও ব্যবহার করতে পারেন?

১২ যিহোবা টাবিথাকে “নানা সৎক্রিয়া ও দানকার্য্যে,” বিশেষভাবে বিধবাদের জন্য উপচে পড়ার বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন। (প্রেরিত ৯:৩৬) যেহেতু তিনি অনেক উদার ও সদয় ছিলেন, তাই তার মৃত্যুতে অনেকে দুঃখ পেয়েছিল। কিন্তু, প্রেরিত পিতর যখন তাকে পুনরুত্থিত করেছিলেন, তখন তারা অনেক আনন্দিত হয়েছিল। (প্রেরিত ৯:৩৯-৪১) টাবিথার কাছ থেকে আমরা কী শিখি? আমরা অল্পবয়সি হই অথবা বৃদ্ধ, পুরুষ হই অথবা নারী, আমরা সবাই আমাদের ভাই-বোনদের ব্যাবহারিক উপায়ে সাহায্য করতে পারি।—ইব্রীয় ১৩:১৬.

১৩. কীভাবে রুথ নামে একজন লাজুকস্বভাবের বোনকে যিহোবা ব্যবহার করেছিলেন এবং তিনি কোন উপসংহারে পৌঁছেছিলেন?

১৩ রুথ নামে একজন লাজুকস্বভাবের বোন মিশনারি হতে চেয়েছিলেন। ছোটোবেলা থেকেই তিনি অনেক উদ্যোগের সঙ্গে ঘরে ঘরে ট্র্যাক্ট বিতরণ করতেন। তিনি বলেন: “আমি এই কাজকে সত্যিই উপভোগ করতাম।” কিন্তু তারপরও, ঘরে ঘরে গিয়ে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলা তার জন্য এক প্রতিদ্বন্দ্বিতা ছিল। লাজুকস্বভাবের হওয়া সত্ত্বেও রুথ ১৮ বছর বয়সে নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করেছিলেন। ১৯৪৬ সালে তিনি ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অভ্‌ গিলিয়েড-এ যোগ দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে হাওয়াই ও জাপানে সেবা করেছিলেন। যিহোবা সেই দেশগুলোতে প্রচার করার জন্য তাকে প্রচুররূপে ব্যবহার করেছিলেন। প্রায় ৮০ বছর ধরে পরিচর্যায় অংশ নেওয়ার পর বোন রুথ বলেন: “যিহোবা সবসময় আমাকে শক্তিশালী করেছেন। তিনি আমাকে আমার লাজুকভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যিহোবার উপর আস্থা রাখে এমন যেকোনো ব্যক্তিকে তিনি ব্যবহার করতে পারেন।”

যিহোবার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য তাঁকে সুযোগ দিন

১৪. কলসীয় ১:২৯ পদ অনুযায়ী আমরা যদি যিহোবার দ্বারা ব্যবহৃত হতে চাই, তা হলে আমাদের অবশ্যই কী করতে হবে?

১৪ ইতিহাসজুড়ে যিহোবা তাঁর দাসদের বিভিন্ন উপায়ে ব্যবহার করেছেন। কীভাবে তিনি আপনাকে ব্যবহার করবেন? এর অনেকটাই নির্ভর করে, আপনি কতটা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। (পড়ুন, কলসীয় ১:২৯.) আপনি যদি যিহোবার দ্বারা ব্যবহৃত হতে চান, তা হলে তিনি তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য আপনাকে একজন উদ্যোগী প্রচারক, কার্যকারী শিক্ষক, উত্তম সান্ত্বনাকারী, দক্ষ কর্মী অথবা সাহায্যকারী বন্ধু হিসেবে কিংবা প্রয়োজনীয় যেকোনো উপায়ে ব্যবহার করতে পারেন।

১৫. প্রথম তীমথিয় ৪:১২, ১৫ পদ অনুযায়ী বর্তমানে যুবক ভাইদের কী করার জন্য যিহোবার কাছে সাহায্যভিক্ষা করা উচিত?

১৫ যুবক ভাইয়েরা, তোমাদের বিষয়ে কী বলা যায়? পরিচারক দাস হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার জন্য উদ্যোগী ভাইদের অনেক প্রয়োজন রয়েছে। অনেক মণ্ডলীতে পরিচারক দাসদের চেয়ে প্রাচীনদের সংখ্যা বেশি। যুবক ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ কেউ কি মণ্ডলীতে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার আকাঙ্ক্ষা গড়ে তুলতে ইচ্ছুক? কখনো কখনো কোনো কোনো ভাই বলে, “একজন সাধারণ প্রকাশক হিসেবে সেবা করতে পেরে আমি আনন্দিত।” তুমি যদি এইরকম অনুভব করো, তা হলে যিহোবার কাছে সাহায্যভিক্ষা চেয়ে প্রার্থনা করো, যাতে তিনি তোমাকে পরিচারক দাস হিসেবে সেবা করার জন্য যোগ্য হয়ে ওঠার আকাঙ্ক্ষা গড়ে তুলতে সাহায্য করেন এবং তাঁর সেবায় যথাসাধ্য করার জন্য ক্ষমতা প্রদান করেন। (উপ. ১২:১) ভাইয়েরা, তোমাদের কাছ থেকে আমাদের সাহায্যের প্রয়োজন রয়েছে!—পড়ুন, ১ তীমথিয় ৪:১২, ১৫.

১৬. যিহোবার কাছে আমরা কী চেয়ে প্রার্থনা করতে পারি এবং কেন?

১৬ যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য যেকোনো উপায়ে আপনাকে ব্যবহার করতে পারেন। তাই, যিহোবার কাজ করার জন্য তাঁর কাছে ইচ্ছা ও সেইসঙ্গে প্রয়োজনীয় ক্ষমতা চেয়ে প্রার্থনা করুন। আপনি যুবক অথবা বৃদ্ধ, যে-ই হোন না কেন, আপনি এখনই যিহোবাকে গৌরবান্বিত করার জন্য আপনার সময়, শক্তি ও সম্পদ ব্যবহার করুন। (উপ. ৯:১০) আপনাকে যখন যিহোবার সেবায় আরও বেশি কিছু করার বিশেষ সুযোগ দেওয়া হয়, তখন এই ভেবে সঙ্গেসঙ্গে সেই সুযোগকে প্রত্যাখ্যান করবেন না যে, আপনি তা করতে পারবেন না। আমাদের প্রেমময় পিতাকে গৌরবান্বিত করার জন্য আমরা যা-কিছু করতে পারি, সেগুলো করা সত্যিই এক বিশেষ সুযোগ!

গান সংখ্যা ২৯ নীতিনিষ্ঠার পথে চলা

^ অনু. 5 আপনি কি মনে করেন, আপনি যিহোবার সেবায় আরও বেশি কিছু করতে পারেন? আপনি কি এই ভেবে দুশ্চিন্তা করেন, আপনি এখনও যিহোবার দ্বারা ব্যবহৃত হতে পারবেন কি না? অথবা যিহোবা যদিও আপনাকে ব্যবহার করতে চান, তারপরও আপনি কি মনে করেন যে, যিহোবার সেবায় আপনাকে আর বেশি কিছু করতে হবে না? এই প্রবন্ধে বিভিন্ন উপায় নিয়ে বিবেচনা করা হবে, যেগুলো দেখাবে যে, তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য যা-কিছু হওয়ার প্রয়োজন, তা-ই হয়ে ওঠার জন্য যিহোবা আপনার অন্তরে ইচ্ছা ও ক্ষমতা প্রদান করতে পারেন।

^ অনু. 3 যদিও পৌল প্রথম শতাব্দীতে বসবাসরত খ্রিস্টানদের উদ্দেশে চিঠি লিখেছিলেন কিন্তু নীতির দিক থেকে তার কথাগুলো যিহোবার সমস্ত দাসের প্রতি প্রযোজ্য।