সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৪৪

আপনার সন্তান কি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও ঈশ্বরের সেবা করবে?

আপনার সন্তান কি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও ঈশ্বরের সেবা করবে?

“যীশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন।”—লূক ২:৫২.

গান সংখ্যা ৪১ যৌবনকালে যিহোবার উপাসনা করো

সারাংশ *

১. একজন ব্যক্তি সবচেয়ে ভালো কোন সিদ্ধান্ত নিতে পারেন?

সাধারণত, বাবা-মায়েদের বাছাইগুলো সন্তানদের জীবনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ভুল বাছাইগুলো করার মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের জীবনে সমস্যা ডেকে আনতে পারেন। তবে, বিজ্ঞ বাছাইগুলো করার মাধ্যমে তারা তাদের সন্তানদের এক সুখী ও পরিতৃপ্তিদায়ক জীবন লাভ করার জন্য সাহায্য করতে পারেন। অবশ্য, সন্তানদের নিজেদেরও উত্তম বাছাইগুলো করতে হবে। একজন ব্যক্তি সবচেয়ে ভালো যে-সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হল আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা যিহোবার সেবা করা।—গীত. ৭৩:২৮.

২. যিশু ও তাঁর বাবা-মা কোন উত্তম বাছাইগুলো করেছিলেন?

যোষেফ ও মরিয়ম তাদের সন্তানদের যিহোবার সেবা করার বিষয়ে সাহায্য করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন এবং তাদের বাছাইগুলো এটা প্রমাণ করেছিল যে, যিহোবার সেবাই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। (লূক ২:৪০, ৪১, ৫২) একইভাবে যিশু নিজেও উত্তম বাছাইগুলো করেছিলেন, যেগুলো তাঁকে যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ করার ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করতে সাহায্য করেছিল। (মথি ৪:১-১০) যিশু একজন সদয়, অনুগত ও সাহসী ব্যক্তি হয়ে উঠেছিলেন। ঈশ্বরভয়শীল সমস্ত বাবা-মা নিশ্চিতভাবেই যিশুর মতো একটি সন্তান পেয়ে গর্বিত ও আনন্দিত হবেন।

৩. এই প্রবন্ধে আমরা কোন প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করব?

এই প্রবন্ধে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করব: যিহোবা যিশুর বিষয়ে কোন উত্তম বাছাইগুলো করেছিলেন? যিশুর মানববাবা ও মা যে-বাছাইগুলো করেছিলেন, সেখান থেকে খ্রিস্টান বাবা-মায়েরা কী শিখতে পারেন? আর যিশু যে-বাছাইগুলো করেছিলেন, সেখান থেকে যুবকবয়সি খ্রিস্টানরা কী শিখতে পারে?

যিহোবার কাছ থেকে শিখুন

৪. যিহোবা তাঁর পুত্রের বিষয়ে কোন গুরুত্বপূর্ণ বাছাই করেছিলেন?

যিহোবা যিশুর লালনপালন করার জন্য যোষেফ ও মরিয়মকে বেছে নিয়েছিলেন। তাদের মতো উত্তম বাবা-মা আর কেউই-বা হতে পারত! (মথি ১:১৮-২৩; লূক ১:২৬-৩৮) বাইবেলে লিপিবদ্ধ মরিয়মের আন্তরিক অভিব্যক্তিগুলো যিহোবা ও তাঁর বাক্যের প্রতি তার গভীর ভালোবাসাকে প্রকাশ করে। (লূক ১:৪৬-৫৫) আর যোষেফ যেভাবে যিহোবার নির্দেশনার প্রতি সাড়া দিয়েছিলেন, সেটা প্রকাশ করে যে, তিনি একজন ঈশ্বরভয়শীল ব্যক্তি ছিলেন এবং ঈশ্বরকে খুশি করতে চেয়েছিলেন।—মথি ১:২৪.

৫-৬. যিহোবা তাঁর পুত্রের প্রতি কী কী ঘটতে দিয়েছিলেন?

লক্ষ করুন, যিহোবা যিশুর বাবা-মা হওয়ার জন্য যাদের বেছে নিয়েছিলেন, তারা ধনী ছিলেন না। যিশুর জন্মের পর যোষেফ ও মরিয়ম যে-বলি উৎসর্গ করেছিলেন, সেটা দেখায় যে, তারা গরিব ছিলেন। (লূক ২:২৪) নাসারতে তাদের বাড়ির পাশেই হয়তো যোষেফের একটা কাঠের দোকান ছিল আর তিনি নিজেই হয়তো সেখানে সূত্রধর বা ছুতোর মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তারা নিশ্চয়ই এক সাদাসিধে জীবনযাপন করতেন। তাদের কাছে হয়তো অনেক অর্থ ছিল না কারণ বাইবেলের বিবরণ অনুযায়ী তাদের অন্ততপক্ষে সাতটি সন্তান ছিল।—মথি ১৩:৫৫, ৫৬.

যিহোবা নির্দিষ্ট কিছু বিপদের হাত থেকে যিশুকে রক্ষা করলেও তিনি সমস্ত কঠিন পরিস্থিতির হাত থেকে তাঁকে রক্ষা করেননি। (মথি ২:১৩-১৫) উদাহরণ স্বরূপ, যিশুর পরিবারের কোনো কোনো ব্যক্তি তাঁকে বিশ্বাস করেনি। একটু কল্পনা করুন, যিশুর নিজের পরিবারের সদস্যরা যখন শুরুর দিকে তাঁকে মশীহ হিসেবে গ্রহণ করেনি, তখন তিনি কতটা হতাশ হয়েছিলেন। (মার্ক ৩:২১; যোহন ৭:৫) এ ছাড়া, যিশুকে সম্ভবত তাঁর পালক পিতার মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। আর যোষেফের মৃত্যুর কারণে পরিবারের বড়ো ছেলে হিসেবে যিশুকেই হয়তো পরিবারের ব্যাবসার দায়িত্ব নিতে হয়েছিল। (মার্ক ৬:৩) যিশুর বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এটা শিখেছিলেন যে, কীভাবে পরিবারের যত্ন নিতে হয়। পরিবারের ভরণ-পোষণ জোগানোর জন্য তাঁকে সম্ভবত কঠোর পরিশ্রম করতে হতো। তাই, যিশু ব্যক্তিগতভাবে এটা বুঝতে পেরেছিলেন যে, দিনের শেষে শারীরিকভাবে ক্লান্ত থাকার অর্থ কী।

বাবা-মায়েরা, কীভাবে বাইবেলের উপর নির্ভর করা যায়, সেই বিষয়ে সন্তানদের শিক্ষা দেওয়ার মাধ্যমে জীবনের কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য তাদের আগে থেকে প্রস্তুত হতে সাহায্য করুন (৭ অনুচ্ছেদ দেখুন) *

৭. (ক) সন্তানদের লালনপালন করার বিষয়ে বিবাহিত দম্পতিরা কোন সাহায্যকারী প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করতে পারেন? (খ) সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে হিতোপদেশ ২:১-৬ পদ কীভাবে বাবা-মায়েদের সাহায্য করতে পারে?

আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং সন্তান নিতে চান, তা হলে নিজেদের জিজ্ঞেস করুন: ‘আমরা কি নম্র ব্যক্তি এবং যিহোবার মতো করে চিন্তা করি? যিহোবা কি একটি নবজাত শিশুর লালনপালন করার জন্য আমাদের বেছে নেবেন?’ (গীত. ১২৭:৩, ৪) আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি কি আমার সন্তানদের কঠোর পরিশ্রম করার মূল্য সম্বন্ধে শিক্ষা দিচ্ছি?’ (উপ. ৩:১২, ১৩) ‘শয়তানের জগতের কাছ থেকে আসা শারীরিক ও নৈতিক বিপদগুলো থেকে সন্তানদের সুরক্ষিত রাখার জন্য আমি কি আমার সর্বোত্তমটা করি?’ (হিতো. ২২:৩) আপনি আপনার সন্তানদের সমস্ত কঠিন পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে পারবেন না। এমনটা করা কখনোই সম্ভব নয়। তবে, কীভাবে বাইবেলের উপর নির্ভর করা যায়, সেই বিষয়ে আপনি প্রেমের সঙ্গে ক্রমাগত তাদের শিক্ষা দিতে পারেন। আপনি যখন এমনটা করবেন, তখন আপনি তাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আগে থেকে প্রস্তুত হতে সাহায্য করবেন। (পড়ুন, হিতোপদেশ ২:১-৬.) উদাহরণ স্বরূপ, কোনো আত্মীয় যদি যিহোবার সেবা করা বন্ধ করে দেন, তা হলে ঈশ্বরের বাক্য থেকে আপনার সন্তানদের এটা শিখতে সাহায্য করুন যে, যিহোবার প্রতি অনুগত থাকা কেন অনেক গুরুত্বপূর্ণ। (গীত. ৩১:২৩) অথবা কোনো প্রিয় ব্যক্তি যদি মৃত্যুতে ঘুমিয়ে পড়েন, তা হলে ঈশ্বরের বাক্য ব্যবহার করে আপনার সন্তানদের এটা দেখান যে, কীভাবে শোকের সঙ্গে মোকাবিলা করা যায় এবং শান্তি লাভ করা যায়।—২ করি. ১:৩, ৪; ২ তীম. ৩:১৬.

যোষেফ ও মরিয়মের কাছ থেকে শিক্ষা লাভ করুন

৮. দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭ পদে প্রাপ্ত কোন নির্দেশনা যোষেফ ও মরিয়ম অনুসরণ করেছিলেন?

যিশুর পার্থিব বাবা-মা তাঁকে ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে সাহায্য করেছিলেন; যিহোবা বাবা-মায়েদের জন্য যে-নির্দেশনা দিয়েছিলেন, তারা সেটা অনুসরণ করেছিলেন। (পড়ুন, দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭.) যোষেফ ও মরিয়ম যিহোবাকে গভীরভাবে ভালোবাসতেন আর তারা তাদের সন্তানদেরও এই ধরনের ভালোবাসা গড়ে তোলার জন্য সাহায্য করেছিলেন; এটাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল।

৯. যোষেফ ও মরিয়ম কোন গুরুত্বপূর্ণ বাছাইগুলো করেছিলেন?

যোষেফ ও মরিয়ম একটা পরিবার হিসেবে এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখা বেছে নিয়েছিলেন। কোনো সন্দেহ নেই, তারা নাসরতের সমাজগৃহে সাপ্তাহিক সভায় আর সেইসঙ্গে যিরূশালেমের বার্ষিক নিস্তারপর্বে যোগ দিতেন। (লূক ২:৪১; ৪:১৬) তারা পরিবারগতভাবে যিরূশালেমে যাওয়ার সময়ে যিশু ও তাঁর ভাইদের হয়তো এই বিষয়ে শিক্ষা দিতেন যে, অতীতে যিহোবার লোকেদের প্রতি কী ঘটেছিল। হতে পারে, যাত্রার সময়ে তারা সেই এলাকা দিয়ে যেতেন, যেটার বিষয়ে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। পরিবারে সন্তানের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যোষেফ ও মরিয়মের জন্য তাদের উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখা নিশ্চয়ই সহজ ছিল না। কিন্তু, তারা যে-উপকারগুলো লাভ করেছিলেন, সেগুলো নিয়ে বিবেচনা করুন! তারা যেহেতু যিহোবার উপাসনাকে জীবনের প্রথম স্থানে রেখেছিলেন, তাই তাদের পরিবার যিহোবার সান্নিধ্যে থাকতে পেরেছিল।

১০. খ্রিস্টান বাবা-মায়েরা যোষেফ ও মরিয়মের কাছ থেকে কী শিখতে পারেন?

১০ ঈশ্বরভয়শীল বাবা-মায়েরা যোষেফ ও মরিয়মের কাছ থেকে কী শিখতে পারেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-বিষয়টা আপনারা শিখতে পারেন, সেটা হল নিজেদের কথা ও কাজের মাধ্যমে সন্তানদের এই বিষয়ে শিক্ষা দেওয়া যে, আপনারা যিহোবাকে গভীরভাবে ভালোবাসেন। আপনারা এটা উপলব্ধি করেন যে, সবচেয়ে বড়ো যে-উপহার আপনারা আপনাদের সন্তানদের দিতে পারেন, সেটা হল যিহোবাকে ভালোবাসতে সাহায্য করা। আর আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-শিক্ষাগুলো আপনাদের সন্তানদের দিতে পারেন, সেগুলোর মধ্যে একটা হল কীভাবে অধ্যয়ন, প্রার্থনা, সভা ও পরিচর্যায় অংশ নেওয়ার বিষয়ে এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখা যায়। (১ তীম. ৬:৬) এটা ঠিক যে, আপনাদের অবশ্যই সন্তানদের বস্তুগত প্রয়োজনগুলোর যত্ন নিতে হবে। (১ তীম. ৫:৮) কিন্তু, মনে রাখবেন, বস্তুগত বিষয়গুলো নয় বরং যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্কই আপনাদের সন্তানদের এই মন্দ বিধিব্যবস্থার ধ্বংস থেকে রক্ষা পেয়ে ঈশ্বরের নতুন জগতে প্রবেশ করতে সাহায্য করবে। *যিহি. ৭:১৯; ১ তীম. ৪:৮.

খ্রিস্টান বাবা-মায়েরা তাদের পরিবারের জন্য উত্তম আধ্যাত্মিক বাছাইগুলো করছেন আর এটা দেখে আমরা কতই-না আনন্দিত হই! (১১ অনুচ্ছেদ দেখুন) *

১১. (ক) প্রথম তীমথিয় ৬:১৭-১৯ পদে প্রাপ্ত পরামর্শগুলো সন্তানদের মানুষ করে তোলার সময়ে কীভাবে বাবা-মায়েদের উত্তম বাছাইগুলো করার জন্য সাহায্য করবে? (খ) আপনার পরিবার কোন লক্ষ্যগুলো নিয়ে বিবেচনা করতে পারে আর এর ফলে কোন আশীর্বাদগুলো লাভ করা যেতে পারে? (“ আপনি কোন লক্ষ্যগুলো স্থাপন করবেন?” শিরোনামের বাক্সটা দেখুন।)

১১ অনেক খ্রিস্টান বাবা-মা তাদের পরিবারের জন্য উত্তম আধ্যাত্মিক বাছাইগুলো করছেন আর এটা দেখে আমরা কতই-না আনন্দিত হই! তারা ক্রমাগত একত্রে উপাসনা করে। তারা মণ্ডলীর সভা ও সম্মেলনে যোগ দেয়। আর তারা ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেয়। কোনো কোনো পরিবার এমনকী এমন এক এলাকায় গিয়ে প্রচার করে, যেখানে অতীতে খুব কমই প্রচার করা হয়েছিল। অন্যেরা আবার বেথেল পরিদর্শন করে অথবা নির্মাণ প্রকল্পে সাহায্য করে। এতে কোনো সন্দেহ নেই, যে-পরিবারগুলো এই ধরনের কাজে অংশ নেওয়া বেছে নেয়, তাদের এর জন্য অর্থ ব্যয় করতে হয় আর সম্ভবত তাদের কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতারও মুখোমুখি হতে হয়। কিন্তু, তারা যে-উপকারগুলো লাভ করে, সেগুলো সত্যিই তাদের আধ্যাত্মিকভাবে ধনী করে তোলে। (পড়ুন, ১ তীমথিয় ৬:১৭-১৯.) যে-সন্তানরা এই ধরনের পরিবারে মানুষ হয়ে ওঠে, তাদের বয়স বৃদ্ধি পেলেও সাধারণত তারা এই উত্তম অভ্যাসগুলো ত্যাগ করে না এবং তাদের বাবা-মা তাদের এভাবে মানুষ করে তুলেছেন বলে তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।—হিতো. ১০:২২.

যিশুর কাছ থেকে শিক্ষা লাভ করুন

১২. বড়ো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যিশুকে কী করতে হয়েছিল?

১২ যিশুর স্বর্গীয় পিতা সবসময় উত্তম বাছাইগুলো করেন আর তাঁর পার্থিব বাবা-মাও বিজ্ঞ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। তবে, বড়ো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যিশুকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন বাছাই করতে হয়েছিল। (গালা. ৬:৫) আমাদের সবার মতোই তাঁরও বাছাই করার স্বাধীনতা ছিল। তিনি চাইলে ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া বেছে নিতে পারতেন। এর পরিবর্তে, তিনি যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখা বেছে নিয়েছিলেন। (যোহন ৮:২৯) কীভাবে তাঁর উদাহরণ বর্তমানে অল্পবয়সিদের সাহায্য করতে পারে?

যুবকবয়সিরা, তোমরা তোমাদের বাবা-মায়ের নির্দেশনাকে কখনো প্রত্যাখ্যান কোরো না (১৩ অনুচ্ছেদ দেখুন) *

১৩. যিশু যুবকবয়সে কোন গুরুত্বপূর্ণ বাছাই করেছিলেন?

১৩ মানবজীবনের শুরুর দিকে যিশু তাঁর বাবা-মায়ের প্রতি বশ্যতা দেখানো বেছে নিয়েছিলেন। তিনি কখনো এভাবে যুক্তি দেখিয়ে তাঁর বাবা-মায়ের নির্দেশনা প্রত্যাখ্যান করেননি যে, তিনি তাদের চেয়ে বেশি জানেন। এর পরিবর্তে, “তিনি . . . তাঁহাদের বশীভূত থাকিলেন।” (লূক ২:৫১) এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পরিবারের বড়ো ছেলে হিসেবে যিশু নিজের দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। তিনি তাঁর পালক পিতা যোষেফের কাছ থেকে কাঠের কাজ শেখার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, যাতে তিনি পরিবারের যত্ন নেওয়ার কাজে সাহায্য করতে পারেন।

১৪. কীভাবে আমরা জানি যে, যিশু ঈশ্বরের বাক্যের একজন উত্তম ছাত্র ছিলেন?

১৪ যিশুর বাবা-মা সম্ভবত তাঁর অলৌকিক জন্ম ও সেইসঙ্গে তাঁর সম্বন্ধে বলা ঈশ্বরের বার্তার বিষয়ে তাঁকে জানিয়েছিলেন। (লূক ২:৮-১৯, ২৫-৩৮) তবে, যিশু তাঁর বাবা-মায়ের কাছ থেকে এতটুকু জেনেই সন্তুষ্ট হয়ে যাননি; তিনি নিজেও এই বিষয়ে শাস্ত্র থেকে অধ্যয়ন করেছিলেন। কীভাবে আমরা জানি যে, যিশু ঈশ্বরের বাক্যের একজন উত্তম ছাত্র ছিলেন? কারণ তাঁর বাল্যকালেই যিরূশালেমের শিক্ষকরা ‘তাঁহার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য্য জ্ঞান করিয়াছিলেন।’ (লূক ২:৪৬, ৪৭) আর মাত্র ১২ বছর বয়সেই যিশু এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, যিহোবা হলেন তাঁর পিতা।—লূক ২:৪২, ৪৩, ৪৯.

১৫. কীভাবে যিশু দেখিয়েছিলেন যে, তিনি তাঁর পিতার ইচ্ছা পালন করা বেছে নিয়েছেন?

১৫ যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ করার ক্ষেত্রে নিজের ভূমিকা সম্বন্ধে জানার পর যিশু তা পালন করা বেছে নিয়েছিলেন। (যোহন ৬:৩৮) তিনি জানতেন অনেকে তাঁকে ঘৃণা করবে এবং এটা তাঁর জন্য সহজ হবে না। কিন্তু তারপরও, তিনি যিহোবার প্রতি বশীভূত থাকা বেছে নিয়েছিলেন। ২৯ খ্রিস্টাব্দে যিশু যখন বাপ্তিস্ম নিয়েছিলেন, তখন তাঁর জীবনের প্রধান লক্ষ্য ছিল যিহোবার ইচ্ছা অনুযায়ী কাজ করা। (ইব্রীয় ১০:৫-৭) আর যাতনা দণ্ডে মৃত্যু যন্ত্রণা ভোগ করার সময়েও তিনি তাঁর পিতার ইচ্ছা পালন করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন।—যোহন ১৯:৩০.

১৬. সন্তানরা যিশুর কাছ থেকে একটা কোন শিক্ষা লাভ করতে পারে?

১৬ তোমার বাবা-মায়ের বাধ্য হও। যোষেফ ও মরিয়মের মতোই তোমার বাবা-মাও সিদ্ধ নন। তবে, যিহোবা তোমাকে সুরক্ষা, প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করার জন্য তোমার বাবা-মাকে নিযুক্ত করেছেন। তুমি যদি তাদের পরামর্শকে মূল্যবান হিসেবে দেখো এবং তাদের কর্তৃত্বের প্রতি সম্মান দেখাও, তা হলে “তোমার মঙ্গল” হবে।—ইফি. ৬:১-৪.

১৭. যিহোশূয়ের পুস্তক ২৪:১৫ পদ অনুযায়ী যুবকবয়সিদের ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত নিতে হবে?

১৭ তুমি কার সেবা করবে, তা বেছে নাও। তোমাকে ব্যক্তিগতভাবে অধ্যয়ন করে জানতে হবে যে, যিহোবা ঈশ্বর আসলে কেমন, তাঁর উদ্দেশ্য কী এবং কীভাবে তুমি সেই অনুযায়ী জীবনযাপন করতে পার। (রোমীয় ১২:২) এমনটা করলে তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ যিহোবার সেবা করার সিদ্ধান্ত নিতে পারবে। (পড়ুন, যিহোশূয়ের পুস্তক ২৪:১৫; উপ. ১২:১) তুমি যদি তোমার তালিকা অনুযায়ী নিয়মিত বাইবেল পড়ো এবং অধ্যয়ন করো, তা হলে যিহোবার প্রতি তোমার ভালোবাসা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং তাঁর প্রতি তোমার বিশ্বাস আরও শক্তিশালী হয়ে উঠবে।

১৮. যুবকবয়সিদের অবশ্যই কোন বাছাই করতে হবে এবং এর ফল কী হবে?

১৮ যিহোবার ইচ্ছাকে তোমার জীবনে প্রথম স্থানে রাখা বেছে নাও। শয়তানের জগৎ দাবি করে যে, তুমি যদি নিজের উপকারের জন্য তোমার প্রতিভাকে ব্যবহার করো, তা হলে তুমি সুখী হবে। কিন্তু সত্য বিষয়টা হল যারা বস্তুগত বিষয়গুলো লাভ করার লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে, তারা “অনেক যাতনারূপ কণ্টকে” নিজেদের বিদ্ধ করে। (১ তীম. ৬:৯, ১০) অপর দিকে, তুমি যদি যিহোবার কথা শোনো এবং তাঁর ইচ্ছাকে জীবনে অগ্রাধিকার দাও, তা হলে তুমি সফল হবে এবং “তুমি বুদ্ধিপূর্ব্বক চলিবে।”—যিহো. ১:৮.

আপনি কী বাছাই করবেন?

১৯. বাবা-মায়েদের অবশ্যই কী মনে রাখতে হবে?

১৯ বাবা-মায়েরা, আপনাদের পরিবারের সদস্যদের যিহোবার সেবা করতে সাহায্য করার জন্য আপনাদের সর্বোত্তমটা করুন। যিহোবার উপর নির্ভর করুন। তিনি আপনাদের বিজ্ঞ বাছাইগুলো করতে সাহায্য করবেন। (হিতো. ৩:৫, ৬) মনে রাখবেন, আপনাদের সন্তানরা আপনাদের কথার চেয়ে কাজের দ্বারা বেশি অনুপ্রাণিত হবে। তাই, এমন সিদ্ধান্তগুলো নিন, যেগুলো আপনার সন্তানদের যিহোবার অনুমোদন লাভ করতে সাহায্য করবে।

২০. যুবকবয়সিরা যদি যিহোবার সেবা করা বেছে নেয়, তা হলে তারা কোন আশীর্বাদগুলো লাভ করবে?

২০ যুবকবয়সিরা, তোমাদের বাবা-মা জীবনে বিজ্ঞ বাছাইগুলো করার জন্য তোমাদের সাহায্য করতে পারেন। কিন্তু, ঈশ্বরের অনুগ্রহ লাভ করার বিষয়টা তোমাদের উপর নির্ভর করছে। তাই, যিশুকে অনুকরণ করো এবং তোমার প্রেমময় স্বর্গীয় পিতার সেবা করা বেছে নাও। তোমরা যদি এমনটা করো, তা হলে তোমরা এখনই এক ব্যস্ত, উদ্দেশ্যপূর্ণ ও আনন্দপূর্ণ জীবন লাভ করবে। (১ তীম. ৪:১৬) আর ভবিষ্যতে তোমরা সম্ভাব্য সবচেয়ে পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করবে!

গান সংখ্যা ৮৯ যিহোবার আন্তরিক অনুরোধ: “বৎস, জ্ঞানবান হও”

^ অনু. 5 খ্রিস্টান বাবা-মায়েরা চান যেন তাদের সন্তানরা সুখী হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও যিহোবার সেবা করে। বাবা-মায়েরা কোন বাছাইগুলো করতে পারেন, যেগুলো তাদের সন্তানদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে? যুবকবয়সি খ্রিস্টানদের জীবনে প্রকৃত সাফল্য লাভ করার জন্য কোন বাছাইগুলো করতে হবে? এই প্রবন্ধে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে।

^ অনু. 65 ছবি সম্বন্ধে: মরিয়ম নিশ্চয়ই অল্পবয়সি যিশুর হৃদয়ে যিহোবার প্রতি গভীর ভালোবাসা গেঁথে দিয়েছিলেন। বর্তমানে মায়েরাও একইভাবে তাদের সন্তানদের হৃদয়ে যিহোবার প্রতি ভালোবাসা গেঁথে দিতে পারেন।

^ অনু. 67 ছবি সম্বন্ধে: যোষেফ নিশ্চয়ই তার পরিবারের সঙ্গে সমাজগৃহে যাওয়াকে মূল্যবান হিসেবে দেখেছিলেন। বর্তমানে বাবারা তাদের পরিবারের সঙ্গে সভায় যোগ দেওয়াকে মূল্যবান হিসেবে দেখতে পারেন।

^ অনু. 69 ছবি সম্বন্ধে: যিশু তাঁর বাবার কাছ থেকে দক্ষতা অর্জন করেছিলেন। বর্তমানে সন্তানরা তাদের বাবার কাছ থেকে দক্ষতা অর্জন করতে পারে।