সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৩৩

“যাহারা তোমার কথা শুনে,” তারা পরিত্রাণ পাবে

“যাহারা তোমার কথা শুনে,” তারা পরিত্রাণ পাবে

“আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাক; কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিবে।”—১ তীম. ৪:১৬.

গান সংখ্যা ৪৭ সুসমাচার ঘোষণা করো

সারাংশ *

১. আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে আমরা সবাই কী চাই?

পলিন * নামে একজন বোন বলেন: “আমি যখন থেকে সত্য সম্বন্ধে শিখতে শুরু করেছি, তখন থেকেই চেয়েছিলাম যেন আমার পরিবারের সবাই আমার সঙ্গে পরমদেশে বাস করে। বিশেষভাবে আমি চেয়েছিলাম যেন আমার স্বামী ওয়েন আর আমাদের অল্পবয়সি ছেলে আমার সঙ্গে যিহোবার সেবা করতে শুরু করে।” আপনার পরিবারে কি এমন সদস্যরা রয়েছে, যারা এখনও যিহোবা সম্বন্ধে জানতে এবং তাঁকে ভালোবাসতে শুরু করেনি? বোন পলিনের মতো আপনিও হয়তো আপনার পরিবারের সদস্যদের জন্য একইরকম অনুভব করেন।

২. এই প্রবন্ধে আমরা কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব?

আমরা আমাদের পরিবারের সদস্যদের সুসমাচার গ্রহণ করার জন্য জোর করতে পারি না। তবে, আমরা বাইবেলের বার্তা নিয়ে চিন্তা করার এবং তাতে সাড়া দেওয়ার জন্য তাদের উৎসাহিত করতে পারি। (২ তীম. ৩:১৪, ১৫) কেন আমাদের পরিবারের সদস্যদের কাছে সাক্ষ্য দেওয়া উচিত? কেন আমাদের সহমর্মিতা দেখানোর প্রয়োজন রয়েছে? আমাদের পরিবারের সদস্যরা যাতে আমাদের মতো যিহোবাকে ভালোবাসতে শুরু করে, সেইজন্য তাদের সাহায্য করার উদ্দেশে আমরা কী করতে পারি? আর কীভাবে আমাদের স্থানীয় মণ্ডলীর সবাই আমাদের সাহায্য করতে পারে?

কেন আমাদের পরিবারের সদস্যদের কাছে সাক্ষ্য দেওয়া উচিত?

৩. দ্বিতীয় পিতর ৩:৯ পদ অনুযায়ী কেন আমাদের পরিবারের সদস্যদের কাছে সাক্ষ্য দেওয়া উচিত?

শীঘ্রই যিহোবা এই বিধিব্যবস্থার ধ্বংস নিয়ে আসবেন। একমাত্র “অনন্ত জীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]” ব্যক্তিরাই সেই ধ্বংস থেকে রক্ষা পাবে। (প্রেরিত ১৩:৪৮) আমরা আমাদের এলাকার অপরিচিত ব্যক্তিদের কাছে প্রচার করার জন্য অনেক সময় ও শক্তি ব্যয় করি, তাই এটা খুবই স্বাভাবিক যে, আমরা চাই যেন আমাদের পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে যিহোবার সেবা করে। “কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা” আমাদের প্রেমময় পিতা যিহোবার নেই “বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।”—পড়ুন, ২ পিতর ৩:৯.

৪. আমাদের পরিবারের সদস্যদের কাছে সাক্ষ্য দেওয়ার সময়ে আমরা হয়তো কোন ভুল করে ফেলতে পারি?

আমরা যেন মনে রাখি যে, পরিত্রাণের বার্তা ঘোষণা করার সঠিক ও ভুল উপায় রয়েছে। উদাহরণ স্বরূপ, আমরা যখন কোনো অপরিচিত ব্যক্তির কাছে প্রচার করি, তখন আমরা হয়তো সদয়ভাবে তাদের সঙ্গে কথা বলি কিন্তু আমরা যখন পরিবারের সদস্যদের কাছে সাক্ষ্য দিই, তখন আমরা হয়তো বিবেচনা না দেখিয়েই তাদের সঙ্গে অনেক খোলাখুলিভাবে কথা বলি।

৫. আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে সত্য সম্বন্ধে কথা বলার আগে আমাদের কী মনে রাখা উচিত?

আমরা আমাদের পরিবারের সদস্যদের কাছে প্রথম বার যেভাবে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই বিষয়ে আমরা যখন চিন্তা করি, তখন আমরা অনেকেই হয়তো খারাপ অনুভব করি এবং ভাবি যে, অন্যভাবে সাক্ষ্য দিলে ভালো হতো। প্রেরিত পৌল খ্রিস্টানদের পরামর্শ দিয়েছিলেন: “তোমাদের বাক্য সর্ব্বদা অনুগ্রহ সহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।” (কল. ৪:৫, ৬) এই পরামর্শ সেইসময়ে স্মরণে রাখা ভালো, যখন আমরা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। না হলে আমরা হয়তো তাদেরকে আমাদের কথা শোনার জন্য সাহায্য করার পরিবর্তে অসন্তুষ্ট করে ফেলব।

আমাদের পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

আপনার সহমর্মিতা ও আচরণ সবচেয়ে ভালো সাক্ষ্য দিতে পারে (৬-৮ অনুচ্ছেদ দেখুন) *

৬-৭. একটা উদাহরণ দিন, যেটা দেখায় যে, কেন খ্রিস্টানদের তাদের ন-সাক্ষি বিবাহসাথির প্রতি সহমর্মিতা দেখানোর প্রয়োজন রয়েছে।

সহমর্মিতা দেখান। পূর্বে উল্লেখিত বোন পলিন বলেন: “প্রথম প্রথম আমি কেবল আধ্যাত্মিক বিষয় নিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইতাম। আমরা কখনো দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলতাম না।” তবে, বোন পলিনের স্বামী ওয়েনের যেহেতু বাইবেল সম্বন্ধে খুব কম জ্ঞান ছিল, তাই বোন পলিন কী নিয়ে কথা বলতেন, তা তিনি বুঝতে পারতেন না। তার কাছে এটা এমন ছিল যেন বোন কেবল নিজের ধর্ম নিয়ে চিন্তা করেন। তিনি এই ভেবে দুশ্চিন্তা করতেন, তার স্ত্রী কোনো বিপদজনক দলে যোগ দিয়েছেন এবং তাকে প্রতারিত করা হচ্ছে।

বোন পলিন স্বীকার করেন যে, কিছু সময়ের জন্য তিনি বেশিরভাগ সন্ধ্যায় এবং সপ্তাহের ছুটির দিনগুলোতে মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে সভায়, প্রচারে ও সামাজিক মেলামেশায় অনেক বেশি সময় কাটিয়েছিলেন। বোন বলেন: “আমার স্বামী কখনো কখনো বাড়ি ফিরে এসে দেখত, সেখানে কেউ নেই আর ও একাকিত্ব বোধ করত।” স্বাভাবিকভাবেই, ওয়েন চাইতেন যেন তার স্ত্রী ও সন্তান তার সঙ্গে সময় কাটায়। তারা যাদের সঙ্গে মেলামেশা করত, তাদের ওয়েন চিনতেন না আর তিনি মনে করতেন, তার স্ত্রী তার চেয়ে নিজের নতুন বন্ধুদের বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। ফল স্বরূপ, ওয়েন বোন পলিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করার হুমকি দেন। আপনি কি এমন কিছু উপায় সম্বন্ধে চিন্তা করতে পারেন, যে-উপায়গুলোতে বোন পলিন আরও বেশি সহমর্মিতা দেখাতে পারতেন?

৮. প্রথম পিতর ৩:১, ২ পদ অনুযায়ী কোন বিষয়টা সম্ভবত আমাদের পরিবারের সদস্যদের উপর আরও গভীর ছাপ ফেলে?

উত্তম উদাহরণ স্থাপন করুন। বেশিরভাগ সময়ে আমরা যা বলি, সেটার চেয়ে আমরা যা করি, সেটা আমাদের পরিবারের সদস্যদের উপর আরও গভীর ছাপ ফেলে। (পড়ুন, ১ পিতর ৩:১, ২.) বোন পলিন পরিশেষে এই সত্যটা বুঝতে পারেন। তিনি বলেন: “আমি জানতাম, ও আমাদের ভালোবাসে আর ও বিবাহবিচ্ছেদ করতে চায় না। কিন্তু, ওর সেই হুমকি আমাকে এটা উপলব্ধি করতে সাহায্য করেছিল যে, আমাকে বিয়ে সম্বন্ধে যিহোবার পরামর্শ অনুযায়ী কাজ করা শুরু করতে হবে। অতিরিক্ত কথা বলার পরিবর্তে আমাকে আমার আচরণের মাধ্যমে এক উত্তম উদাহরণ স্থাপন করতে হবে।” বোন পলিন বাইবেল সম্বন্ধে জোর করে ওয়েনের সঙ্গে কথা বলার পরিবর্তে দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। ওয়েন লক্ষ করেন, তার স্ত্রী আরও বেশি শান্তিপ্রবণ হয়ে গিয়েছেন এবং তাদের সন্তান আরও বেশি ভদ্র ও বাধ্য হয়ে গিয়েছে। (হিতো. ৩১:১৮, ২৭, ২৮) ওয়েন যখন তার পরিবারের উপর বাইবেলের বার্তার উত্তম প্রভাব লক্ষ করেন, তখন তিনি ঈশ্বরের বাক্যে প্রাপ্ত বার্তা নিয়ে চিন্তা ও যুক্তি করতে শুরু করেন।—১ করি. ৭:১২-১৪, ১৬.

৯. কেন আমাদের পরিবারের সদস্যদের ক্রমাগত সাহায্য করার চেষ্টা করা উচিত?

আপনার পরিবারের সদস্যদের ক্রমাগত সাহায্য করার চেষ্টা করুন। যিহোবা আমাদের জন্য উদাহরণ স্থাপন করেন। তিনি লোকেদের “প্রতিদিন” সুযোগ দেন, যাতে তারা সুসমাচারের প্রতি সাড়া দেয় এবং অনন্তজীবন লাভ করে। (যির. ৭:২৫) প্রেরিত পৌল তীমথিয়কে অন্যদের সাহায্য করার কাজে স্থির থাকতে বা তাদের সাহায্য করার জন্য ক্রমাগত চেষ্টা করতে বলেছিলেন। কেন? কারণ এমনটা করার মাধ্যমে তিনি নিজেকে ও সেইসঙ্গে যারা তার কথা শোনে, তাদের পরিত্রাণ করতে পারতেন। (১ তীম. ৪:১৬) আমরা আমাদের পরিবারের সদস্যদের ভালোবাসি আর তাই আমরা চাই যেন তারা ঈশ্বরের বাক্যে প্রাপ্ত সত্য সম্বন্ধে জানে। বোন পলিনের কথা ও কাজ পরিশেষে তার পরিবারের উপর এক উত্তম প্রভাব ফেলে। বর্তমানে তিনি আনন্দিত কারণ তিনি তার স্বামীর সঙ্গে যিহোবার সেবা করেন। তারা দুই জনেই অগ্রগামী হিসেবে সেবা করেন এবং তার স্বামী ভাই ওয়েন একজন প্রাচীন হিসেবে সেবা করেন।

১০. কেন আমাদের ধৈর্য ধরতে হবে?

১০ ধৈর্য ধরুন। আমরা যখন ঈশ্বরের বাধ্য হওয়ার সিদ্ধান্ত নিই, তখন আমরা আমাদের জীবনে ও বিশ্বাসে বিভিন্ন পরিবর্তন করি। এই পরিবর্তনগুলো আমাদের পরিবারের সদস্যদের জন্য মেনে নেওয়া কঠিন হতে পারে। সাধারণত, তারা প্রথম যে-বিষয়টা লক্ষ করে, সেটা হল আমরা তাদের সঙ্গে ধর্মীয় উৎসবগুলো আর পালন করি না এবং রাজনৈতিক কার্যকলাপে আর জড়িত হই না। পরিবারের কোনো কোনো সদস্য হয়তো প্রথম প্রথম আমাদের উপর রেগে যেতে পারে। (মথি ১০:৩৫, ৩৬) কিন্তু, আমরা যেন এইরকম মনে না করি, তারা কখনো পরিবর্তিত হবে না। আমরা যদি আমাদের বিশ্বাস সম্বন্ধে তাদের বুঝতে সাহায্য করার জন্য চেষ্টা করা বন্ধ করে দিই, তা হলে এটা এমন হবে যেন আমরা তাদের এই বিচার করছি, তারা অনন্তজীবন লাভ করার যোগ্য নয়। যিহোবা বিচার করার কার্যভার আমাদের দেননি বরং তিনি সেটা যিশুকে দিয়েছেন। (যোহন ৫:২২) আমরা যদি ধৈর্য ধরি, তা হলে আমাদের পরিবারের সদস্যরা হয়তো পরিশেষে আমাদের বার্তা শুনতে ইচ্ছুক হবে।—“ শিক্ষা দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ব্যবহার করুন” শিরোনামের বাক্সটা দেখুন।

১১-১৩. বোন অ্যাল্‌স যেভাবে তার বাবা-মায়ের সঙ্গে আচরণ করেছিলেন, সেখান থেকে আপনি কী শেখেন?

১১ দৃঢ় অথচ সদয় হোন। (হিতো. ১৫:২) বোন অ্যাল্‌সের উদাহরণ বিবেচনা করুন। তিনি যখন তার বাবা-মায়ের কাছ থেকে অনেক দূরে বাস করতেন, তখন তিনি যিহোবা সম্বন্ধে জেনেছিলেন। তার বাবা-মা ঈশ্বরে বিশ্বাস করতেন না এবং রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বোন যে-উত্তম বিষয়গুলো শিখছিলেন, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা-মাকে জানানোর প্রয়োজনীয়তার বিষয়টা তিনি উপলব্ধি করেন। বোন অ্যাল্‌স বলেন: “আপনি যদি আপনার বিশ্বাস ও অভ্যাসের পরিবর্তন সম্বন্ধে জানাতে দেরি করেন, তা হলে আপনার পরিবারের সদস্যরা আরও বেশি দুঃখ পাবে।” বাইবেলের শিক্ষা সম্বন্ধে এমন কিছু বিষয়ে বাবা-মায়ের মতামত জানতে চেয়ে বোন তাদের বিভিন্ন চিঠি লেখেন, যে-বিষয়গুলোতে তারা আগ্রহী হবে বলে বোন মনে করেন। সেগুলোর মধ্যে একটা বিষয় হল প্রেম। (১ করি. ১৩:১-১৩) তার বাবা-মা যে তার যত্ন নিয়েছেন, তাকে বড়ো করে তুলেছেন, সেইজন্য তিনি তাদের ধন্যবাদ জানান এবং তাদের বিভিন্ন উপহার পাঠান। বোন যখন বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যেতেন, তখন তিনি তার মাকে বাড়ির কাজে সাহায্য করার জন্য যথাসাধ্য করতেন। বোন যখন তার নতুন বিশ্বাস সম্বন্ধে তাদের জানিয়েছিলেন, তখন প্রথমের দিকে তারা খুশি হননি।

১২ বোন অ্যাল্‌স যখন বাড়িতে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন, তখন তিনি প্রতিদিন বাইবেল পড়তেন। বোন বলেন: “এটা আমার মাকে বুঝতে সাহায্য করেছে, বাইবেল আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।” এর মাঝে, বোনের বাবা বাইবেল সম্বন্ধে কিছু জানার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তিনি বুঝতে পারেন যে, কেন তার মেয়ের চিন্তাভাবনা পরিবর্তিত হয়ে গিয়েছে। এ ছাড়া, তিনি বাইবেলের ত্রুটি খুঁজে বের করতে চেয়েছিলেন। বোন বলেন: “আমি তাকে একটা বাইবেল দিই এবং একটা ছোটো চিঠি লিখে তাতে রেখে দিই।” এর ফল কী হয়? ত্রুটি খুঁজে পাওয়ার পরিবর্তে তার বাবা ঈশ্বরের বাক্য থেকে যা-কিছু পড়েছিলেন, সেগুলোর দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।

১৩ আমাদের দৃঢ় অথচ সদয় হতে হবে আর তা এমনকী বিভিন্ন পরীক্ষা সহ্য করতে হলেও। (১ করি. ৪:১২খ) উদাহরণ স্বরূপ, বোন অ্যাল্‌সকে তার মায়ের কাছ থেকে বিরোধিতা সহ্য করতে হয়েছিল। “বাপ্তিস্ম নেওয়ার পর থেকে মা আমাকে বলতেন, আমি একজন অবাধ্য মেয়ে।” বোন কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? “এই বিষয়টা উপেক্ষা করার পরিবর্তে আমি সম্মানের সঙ্গে মায়ের কাছে ব্যাখ্যা করেছিলাম, আমি একজন যিহোবার সাক্ষি হিসেবে সেবা করে চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি মাকে এটা বোঝানোর চেষ্টা করি যে, আমি সত্যিই তাকে ভালোবাসি। আমরা দুই জনেই কাঁদি আর আমি মায়ের জন্য সুস্বাদু খাবার রান্না করি। তারপর থেকে মা এটা মেনে নিতে শুরু করেন, বাইবেল আমাকে একজন ভালো ব্যক্তি করে তুলছে।”

১৪. কেন আমরা যেন কখনোই আপোশ করার চাপের কাছে নতিস্বীকার না করি?

১৪ যিহোবার সেবা করাকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে দেখি, সেটা সম্পূর্ণরূপে বুঝে ওঠার জন্য আমাদের পরিবারের সদস্যদের সময় লাগতে পারে। উদাহরণ স্বরূপ, বোন অ্যাল্‌স যখন তার বাবা-মায়ের দ্বারা বাছাইকৃত এক কেরিয়ারের পিছনে না ছুটে অগ্রগামী হিসেবে সেবা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার মা আবারও কেঁদে ছিলেন। কিন্তু, বোন দৃঢ় ছিলেন। বোন বলেন: “আপনি যদি এক বার পরিবারের সদস্যদের আপনার সিদ্ধান্তকে পরিবর্তিত করার অনুমতি দেন, তা হলে তারা হয়তো আপনার অন্যান্য সিদ্ধান্তকেও পরিবর্তিত করার চেষ্টা করবে। কিন্তু, আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আচরণ করার সময়ে সদয় অথচ দৃঢ় হন, তা হলে তাদের মধ্যে কেউ কেউ আপনার কথা শুনতে পারে।” বোন অ্যাল্‌সের ক্ষেত্রে এটা সত্য বলে প্রমাণিত হয়েছিল। বর্তমানে তার বাবা-মা দু-জনেই অগ্রগামী হিসেবে সেবা করেন এবং তার বাবা একজন প্রাচীন।

কীভাবে মণ্ডলীর সবাই সাহায্য করতে পারে?

কীভাবে মণ্ডলীর সদস্যরা আমাদের পরিবারের ন-সাক্ষি সদস্যদের সাহায্য করতে পারে? (১৫-১৬ অনুচ্ছেদ দেখুন) *

১৫. মথি ৫:১৪-১৬ পদ এবং ১ পিতর ২:১২ পদ অনুযায়ী কীভাবে অন্যদের “সৎক্রিয়া” আমাদের পরিবারের সদস্যদের সাহায্য করতে পারে?

১৫ যিহোবা তাঁর দাসদের “সৎক্রিয়া” বা উত্তম কাজের দ্বারা লোকেদের তাঁর দিকে আকৃষ্ট করেন। (পড়ুন, মথি ৫:১৪-১৬; ১ পিতর ২:১২.) আপনার বিবাহসাথি যদি একজন যিহোবার সাক্ষি না হয়ে থাকেন, তা হলে তিনি কি কখনো আপনার মণ্ডলীর সদস্যদের সঙ্গে দেখা করেছেন? পূর্বে উল্লেখিত বোন পলিন ভাই-বোনদের তার বাড়িতে নিমন্ত্রণ জানাতেন, যাতে তার স্বামী ওয়েন তাদের সঙ্গে পরিচিত হতে পারেন। ভাই ওয়েন স্মরণ করে বলেন, কীভাবে একজন ভাই তাকে সাক্ষিদের সম্বন্ধে তার ভুল ধারণা ভেঙে ফেলতে সাহায্য করেছিলেন: “সেই ভাই কেবলমাত্র আমার সঙ্গে খেলা দেখার জন্য তার কাজের জায়গা থেকে এক দিনের ছুটি নিয়েছিলেন। আমি বুঝতে পারি, তিনি গোঁড়া ব্যক্তি নন।”

১৬. কেন আমাদের পরিবারের সদস্যদের সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত?

১৬ আমাদের পরিবারের সদস্যদের সাহায্য করার একটা চমৎকার উপায় হল আমাদের সঙ্গে মণ্ডলীর সভায় যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো। (১ করি. ১৪:২৪, ২৫) ভাই ওয়েন প্রথম যে-সভায় যোগ দিয়েছিলেন, সেটা হল স্মরণার্থ সভা কারণ সেটা তার কাজের পর অনুষ্ঠিত হয়েছিল এবং সেই কার্যক্রম তুলনামূলকভাবে অল্পসময়ের জন্য ছিল। তিনি বলেন: “আমি সেই বক্তৃতা সম্পূর্ণরূপে বুঝতে পারিনি কিন্তু সেখানকার লোকেরা আমাকে অভিভূত করেছিল। তারা নিজে থেকে এগিয়ে এসে আমাকে স্বাগত জানিয়েছিল এবং আমার সঙ্গে হাত মিলিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, তারা ভালো লোক।” এক স্বামী-স্ত্রী সভা ও পরিচর্যার সময়ে পলিনের ছোটো ছেলের যত্ন নেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই পলিনকে বিশেষভাবে সাহায্য করতেন। তাই, ভাই ওয়েন যখন পরিশেষে তার স্ত্রীর নতুন বিশ্বাস সম্বন্ধে আরও বেশি জানার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি সেই স্বামীর কাছে বাইবেল অধ্যয়ন করতে চেয়েছিলেন।

১৭. কোন বিষয়ে আমরা যেন নিজেদের দোষী বলে মনে না করি আর কেন আমরা যেন কখনো আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে হাল ছেড়ে না দিই?

১৭ আমরা আশা করি, আমাদের পরিবারের সমস্ত সদস্য একদিন আমাদের সঙ্গে যিহোবার সেবায় যোগ দেবে। কিন্তু, আমাদের পরিবারের সদস্যদের ঈশ্বরের দাস হয়ে উঠতে সাহায্য করার বিষয়ে শত প্রচেষ্টা করা সত্ত্বেও তারা হয়তো সত্যকে গ্রহণ করে না। যদি তা-ই হয়, তা হলে আমরা যেন তাদের সিদ্ধান্তের জন্য নিজেদের দোষী বলে মনে না করি। সত্যি বলতে কী, আমরা সত্য গ্রহণ করার জন্য কাউকে জোর করতে পারি না। কিন্তু তারা যদি দেখে যে, যিহোবার সেবায় আপনি কতটা আনন্দিত, তা হলে এটা তাদের গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাদের জন্য প্রার্থনা করুন। সদয়ভাবে তাদের সঙ্গে কথা বলুন। সাহায্য করার ক্ষেত্রে কখনো সঙ্কুচিত হবেন না! (প্রেরিত ২০:২০) নিশ্চিত থাকুন, যিহোবা আপনার প্রচেষ্টায় আশীর্বাদ করবেন। আর আপনার পরিবারের সদস্যরা যদি আপনার কথা শোনা বেছে নেয়, তা হলে তারা পরিত্রাণ লাভ করবে!

গান সংখ্যা ১৮ ঈশ্বরের অনুগত প্রেম

^ অনু. 5 আমরা চাই যেন আমাদের পরিবারের সদস্যরা যিহোবা সম্বন্ধে জানতে পারে কিন্তু তারা তাঁর সেবা করবে কি না, সেই বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের পরিবারের সদস্যরা যাতে আমাদের কথা শোনে, সেইজন্য আমরা যা করতে পারি, তা নিয়ে এই প্রবন্ধে বিবেচনা করা হবে।

^ অনু. 1 কিছু নাম পরিবর্তন করা হয়েছে। যদিও এই প্রবন্ধে পরিবারের সেই সদস্যদের বিষয়ে আলোচনা করা হয়েছে, যারা এখনও যিহোবার সেবা করে না কিন্তু এই প্রবন্ধে প্রাপ্ত নীতি আমাদের আত্মীয়স্বজনের প্রতিও প্রযোজ্য।

^ অনু. 53 ছবি সম্বন্ধে: একজন অল্পবয়সি ভাই তার ন-সাক্ষি বাবাকে তার গাড়ি মেরামত করার কাজে সাহায্য করছেন। উপযুক্ত সময়ে তিনি jw.org® থেকে ভিডিও দেখাচ্ছেন।

^ অনু. 55 ছবি সম্বন্ধে: একজন ন-সাক্ষি স্বামী তার ব্যস্ত দিনে কী কী করেছেন, সেই বিষয়ে বলার সময়ে বোন তা মন দিয়ে শুনছেন। পরবর্তী সময়ে বোন তার পরিবারের সঙ্গে বিনোদন উপভোগ করছেন।

^ অনু. 57 ছবি সম্বন্ধে: বোন তার মণ্ডলীর সদস্যদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। তারা তার স্বামীর প্রতি আন্তরিক আগ্রহ দেখানোর মাধ্যমে তাকে জানার চেষ্টা করছেন। পরবর্তী সময়ে সেই স্বামী তার স্ত্রীর সঙ্গে স্মরণার্থ সভায় যোগ দিয়েছেন।