প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) আগস্ট ২০২৪

এই সংখ্যায় ২০২৪ সালের অক্টোবর ৭–নভেম্বর ১০ সপ্তাহের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

অধ্যয়ন প্রবন্ধ ৩১

যিহোবা পাপী মানুষকে উদ্ধার করার জন্য কী করেছেন?

২০২৪ সালের অক্টোবর ৭-১৩ সপ্তাহে আলোচনা করা হবে।

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

২ থিষলনীকীয় ৩:১৪ পদে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যেন “চিহ্নিত” করে রাখা হয়। এই চিহ্নিত করার সিদ্ধান্ত কি প্রাচীনেরা নেবে, না কি ব্যক্তি-বিশেষ হিসেবে মণ্ডলীর প্রকাশকেরা নেবে?

অধ্যয়ন প্রবন্ধ ৩২

যিহোবা চান যেন সকলে অনুতপ্ত হয়

২০২৪ সালের অক্টোবর ১৪-২০ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৩৩

পাপ করেছে এমন ব্যক্তিদের প্রতি মণ্ডলী কীভাবে যিহোবার মতো মনোভাব দেখাতে পারে?

২০২৪ সালের অক্টোবর ২১-২৭ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৩৪

পাপ করেছে এমন ব্যক্তিদের প্রতি প্রাচীনেরা কীভাবে প্রেম ও করুণা দেখাতে পারে?

২০২৪ সালের অক্টোবর ২৮–নভেম্বর ৩ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৩৫

মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের প্রাচীনেরা কীভাবে সাহায্য করতে পারে?

২০২৪ সালের নভেম্বর ৪-১০ সপ্তাহে আলোচনা করা হবে।

পাঠকদের জন্য নোট

এই সংখ্যার ধারাবাহিক অধ্যয়ন প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে, যিহোবা সেই ব্যক্তিদের কীভাবে দেখেন এবং সাহায্য করেন, যারা পাপ করেছে। আর এও আলোচনা করা হয়েছে যে, আমরা কীভাবে তাঁর সমবেদনা, প্রেম ও করুণাকে অনুকরণ করতে পারি।