সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

আপনি কি কোনো শাস্ত্রপদ সম্বন্ধে যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা-এ দেওয়া তথ্য থেকে পুরোপুরি উপকার পাচ্ছেন?

শাস্ত্রপদ সম্বন্ধে দেওয়া তথ্যগুলো পড়ার মাধ্যমে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন এবং সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আপনি জানতে পারবেন, কোনো শাস্ত্রপদে যে-ঘটনার বিষয়ে বলা হয়েছে, সেই সময় পরিস্থিতি কেমন ছিল, সেটা কেন লেখা হয়েছিল অথবা সেটা কার সম্বন্ধে বলা হয়েছিল। আপনি কোনো শাস্ত্রপদের শব্দগুলোর মানেও জানতে পারবেন।

আপনি ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি অথবা JW লাইব্রেরি অ্যাপে যদি কোনো বাইবেল পড়েন, তা হলে আপনি সরাসরি কোনো পদ থেকেই গবেষণা নির্দেশিকা-এ দেওয়া প্রবন্ধগুলো দেখতে পারেন। সেই পদের বিষয়ে যদি গবেষণা নির্দেশিকা-এ তথ্য থাকে, তা হলে সেই পদের উপর ক্লিক করলে গবেষণা নির্দেশিকা-র চিহ্ন দেখা যাবে। তারপর, সেই চিহ্নের উপর ক্লিক করলে সেই পদের বিষয়ে সমস্ত রেফারেন্স আপনার স্ক্রিনের উপর (স্টাডি পেনে) ভেসে উঠবে।

মনে রাখবেন, নতুন প্রবন্ধগুলো সবার উপর দেখা যায়। নীচে পুরোনো প্রবন্ধগুলো দেখা যায়, যেগুলোতে সেই পদের বিষয়ে হয়তো পুরোনো বোধগম্যতা দেওয়া হয়েছে, তবে এখন সেগুলোতে রদবদল করা হয়েছে।

  • ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি-তে কোনো শাস্ত্রপদের উপর ক্লিক করলে সেটার বিষয়ে গবেষণা নির্দেশিকা-এ দেওয়া রেফারেন্সগুলো আপনা-আপনি খুলে যায়।

  • JW লাইব্রেরি অ্যাপে কোনো শাস্ত্রপদের বিষয়ে গবেষণা নির্দেশিকা-তে দেওয়া রেফারেন্সগুলো দেখার জন্য গবেষণা নির্দেশিকা ডাউনলোড করুন এবং সেটা আপডেট করতে থাকুন। এরজন্য, স্টাডি পেনের উপর দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করুন।