অধ্যয়ন প্রবন্ধ ১৬
গান ৮৪ আরও দিই, সবটা দিই
কীভাবে প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করবেন?
“সানন্দে সদাপ্রভুর সেবা কর।”—গীত. ১০০:২.
আমরা কী শিখব?
এই প্রবন্ধে আমরা জানতে পারব, কীভাবে আমরা প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করতে পারি।
১. কিছু ভাই-বোনের প্রচার করতে কেমন লাগে এবং কেন? (ছবিও দেখুন।)
আমরা কেন প্রচার করি? কারণ আমরা সবাই যিহোবাকে ভালোবাসি আর চাই যেন সমস্ত লোক তাঁকে জানতে পারে। এই কাজ করে আমরা অনেক আনন্দ পাই। কিন্তু, কোনো কোনো ভাই-বোন প্রচার করাকে কঠিন বলে মনে করে। কেন? হতে পারে, তারা লাজুক স্বভাবের অথবা অন্যদের সঙ্গে কথা বলতে ভয় পায়। কেউ কেউ হয়তো অচেনা লোকদের বাড়িতে যেতে অস্বস্তি বোধ করে। কিংবা তারা এটা ভেবে ভয় পায়, লোকেরা যদি তাদের উপর রেগে যায়, তা হলে তারা কী করবে। আবার কেউ কেউ তর্কবিতর্কে জড়াতে চায় না। এই ভাই-বোনেরা প্রচার করতে ভয় পায় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তারা এই কাজ করে চলে কারণ তারা যিহোবাকে ভালোবাসে আর তারা জানে, প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ। সত্যিই, এই ভাই-বোনদের দেখে যিহোবা কতই-না খুশি হন!
২. আপনার যদি প্রচার করতে ভয় লাগে অথবা প্রচার করতে ভালো না লাগে, তা হলে আপনার কী করা উচিত?
২ আপনার কি কখনো কখনো প্রচার করতে ভয় লাগে অথবা প্রচার করতে ভালো লাগে না? উত্তরে যদি হ্যাঁ বলেন, তা হলে মন খারাপ করবেন না। আমরা সবাই লোকদের সঙ্গে কথা বলার সময়ে একটু ঘাবড়ে যাই কারণ আমরা অযথা তর্কে জড়াতে চাই না আর আমরা এটাও চাই না যে, লোকেরা আমাদের উপর অতিরিক্ত মনোযোগ দিক। আমরা লোকদের ভালো চাই বলে তাদের সুসমাচার জানাই এবং আমরা চাই না, তারা আমাদের উপর রেগে যাক। মনে রাখবেন: যিহোবা আপনার অনুভূতি খুব ভালোভাবে বোঝেন এবং আপনাকে সাহায্য করতে চান। (যিশা. ৪১:১৩) এই প্রবন্ধে আমরা পাঁচটা পরামর্শের উপর মনোযোগ দেব, যেগুলো কাজে লাগালে আপনি ভয় কাটিয়ে উঠতে পারবেন এবং আনন্দের সঙ্গে প্রচার করতে পারবেন।
ঈশ্বরের বাক্য থেকে সাহস লাভ করুন
৩. কেন ভাববাদী যিরমিয় সাহসের সঙ্গে প্রচার করতে পেরেছিলেন?
৩ অতীতেও ঈশ্বরের সেবকেরা এমন দায়িত্বগুলো পেয়েছিল, যেগুলো পালন করতে তাদের কঠিন বলে মনে হয়েছিল। কিন্তু, তারা যখন ঈশ্বরের বার্তাগুলোর উপর মনোযোগ দিয়েছিল, তখন তারা সাহস পেয়েছিল এবং তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পেরেছিল। আসুন, আমরা ভাববাদী যিরমিয়ের উদাহরণের উপর মনোযোগ দিই। যিহোবা তাকে প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি খুব ভয় পাচ্ছিলেন। তিনি যিহোবাকে বলেছিলেন: “আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক।” (যির. ১:৬) কীভাবে যিরমিয় তার ভয় কাটিয়ে উঠতে পেরেছিলেন? তিনি ঈশ্বরের বাক্য থেকে সাহস লাভ করেছিলেন। তিনি বলেছিলেন: “[এটা] আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থিমধ্যে রুদ্ধ হয়; তাহা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি।” (যির. ২০:৮, ৯) যিরমিয়কে এমন লোকদের কাছে প্রচার করতে হয়েছিল, যারা তার কথা শুনতে চাইত না। কিন্তু তারপরও তিনি চিন্তা করেছিলেন যে, এই বার্তা জানানো কতটা গুরুত্বপূর্ণ। তাই, তিনি সেটা অন্যদের জানানো থেকে নিজেকে আটকাতে পারেননি।
৪. ঈশ্বরের বাক্য পড়লে এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করলে আমরা কোন উপকার পাই? (কলসীয় ১:৯, ১০)
৪ আজ আমরাও যিহোবার বার্তা বা তাঁর বাক্য থেকে সাহস পাই। প্রেরিত পৌল কলসীর ভাই-বোনদের উৎসাহিত করেছিলেন যেন তারা ক্রমাগত সঠিক জ্ঞান নেয়। কেন? যাতে তারা ‘যিহোবা যেভাবে চান, সেই অনুযায়ী চলে এবং ভালো ভালো কাজ করে চলে।’ (পড়ুন, কলসীয় ১:৯, ১০.) ভালো কাজগুলোর মধ্যে একটা হল, সুসমাচার প্রচার করা। আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ব এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করব, তখন যিহোবার উপর আমাদের বিশ্বাস আরও মজবুত হবে। আমরা বুঝতে পারব, সুসমাচার প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ।
৫. বাইবেল থেকে পূর্ণ উপকার লাভ করার জন্য আমরা কী করতে পারি?
৫ আপনি যদি তাড়াহুড়ো করে ঈশ্বরের বাক্য পড়েন, তা হলে আপনি সেটা থেকে পূর্ণ উপকার লাভ করবেন না। সেটা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করার এবং চিন্তা করার জন্য সময় বের করুন। বাইবেল পড়ার সময়ে আপনি যদি কোনো পদ বুঝতে না পারেন, তা হলে সেটা ফেলে এগিয়ে যাবেন না। এর পরিবর্তে, যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা অথবা অন্যান্য প্রকাশনা থেকে সেই পদের অর্থ আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যদি সময় বের করে এভাবে অধ্যয়ন করেন, তা হলে ঈশ্বরের বাক্যের উপর আপনার আস্থা আরও বেড়ে যাবে। (১ থিষল. ৫:২১) আপনি নিশ্চিত হবেন যে, এটিতে লেখা কথাগুলো একেবারে সত্য। আর যত আপনার নিশ্চয়তা বাড়বে, তত আপনি এই বিষয়ে অন্যদের জানাতে পেরে খুশি হবেন।
ভালোভাবে প্রস্তুতি নিন
৬. কেন আমাদের প্রচারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে?
৬ আপনি যদি প্রচারের জন্য ভালোভাবে প্রস্তুতি নেন, তা হলে আপনি ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সহজেই লোকদের সঙ্গে কথা বলতে পারবেন। যিশু তাঁর শিষ্যদের প্রচারে পাঠানোর আগে কিছু বিষয় বলেছিলেন। তিনি তাদের শিখিয়েছিলেন যে, তাদের কী বলতে হবে এবং কী করতে হবে। (লূক ১০:১-১১) তারা যখন সেগুলো কাজে লাগিয়েছিল, তখন তারা ভালো ফলাফল লাভ করেছিল এবং অনেক আনন্দিত হয়েছিল।—লূক ১০:১৭.
৭. কীভাবে প্রচারের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি? (ছবিও দেখুন।)
৭ আমরাও প্রচারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। আমরা আগে থেকে চিন্তা করে রাখতে পারি যে, লোকদের সঙ্গে আমরা কী নিয়ে কথা বলব আর কীভাবে তা বোঝাব। আমরা এই বিষয়ে চিন্তা করতে পারি, আমাদের কথা শুনে লোকেরা কী বলতে পারে আর আমরা উত্তরে তাদের কী বলতে পারি। এভাবে প্রস্তুতি নেওয়ার পর আমরা যখন প্রচারে যাব, তখন আমরা ঘাবড়ে যাব না বরং হাসিমুখে তার সঙ্গে কথা বলতে পারব।
৮. কেন পৌল খ্রিস্টানদের মাটির পাত্রের সঙ্গে তুলনা করেছেন?
৮ আমাদের মনে রাখতে হবে, প্রচার কাজ কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ করুন, প্রেরিত পৌল কী বলেছিলেন: “আমাদের সেই ধন মাটির পাত্রে রয়েছে।” (২ করি. ৪:৭) এই ধন কী? ঈশ্বরের রাজ্যের সুসমাচার। আমরা যখন লোকদের এই সুসমাচার জানাই, তখন তারা জীবন লাভ করতে পারে। (২ করি. ৪:১) আর সেই মাটির পাত্র কী? ঈশ্বরের সেবকেরা, যারা লোকদের সুসমাচার জানায়। প্রথম শতাব্দীতে ব্যবসায়ীরা মাটির পাত্র করে খাবারদাবার, দ্রাক্ষারস, টাকাপয়সা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যেত। একইভাবে, আমরা হলাম মাটির পাত্র আর যিহোবা আমাদের লোকদের কাছে সুসমাচারের মূল্যবান বার্তা জানানোর দায়িত্ব দিয়েছেন। তাই, এইসমস্ত কাজ ভালোভাবে করার জন্য যিহোবা আমাদের সাহায্য করবেন।
যিহোবার কাছে সাহস চেয়ে প্রার্থনা করুন
৯. আপনার যদি লোকদের সঙ্গে কথা বলতে ভয় লাগে, তা হলে আপনি কী করতে পারেন? (ছবিও দেখুন।)
৯ কখনো কখনো আমাদের হয়তো এটা চিন্তা করে ভয় লাগে যে, লোকেরা যদি আমাদের উপর রেগে যায় অথবা আমাদের বিরোধিতা করে, তা হলে আমরা কী করব। আপনার মনেও কি এই একই ভয় কাজ করে? লক্ষ করুন, প্রেরিতদের যখন প্রচার কাজ বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল, তখন তারা কী করেছিল। তারা যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেছিল যেন তিনি তাদের ‘সাহসের সঙ্গে তাঁর বাক্য বলে চলার ক্ষমতা দেন।’ যিহোবা তাদের প্রার্থনা শুনেছিলেন এবং সঙ্গেসঙ্গে তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন। (প্রেরিত ৪:১৮, ২৯, ৩১) আপনারও যদি লোকদের সঙ্গে কথা বলতে ভয় লাগে, তা হলে যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। তাঁকে বলুন, তিনি যেন আপনার মনে লোকদের প্রতি ভালোবাসা এতটাই বাড়িয়ে দেন যে, আপনার মন থেকে লোকভয় একেবারে দূর হয়ে যায়।
১০. লোকদের কাছে সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়ার জন্য যিহোবা কীভাবে আমাদের সাহায্য করেন? (যিশাইয় ৪৩:১০-১২)
১০ যিহোবা আমাদের লোকদের কাছে সাক্ষ্য দেওয়ার দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের তাঁর সাক্ষি বলেছেন এবং প্রতিজ্ঞা করেছেন, এই দায়িত্ব পালন করার জন্য তিনি আমাদের সাহস দেবেন। (পড়ুন, যিশাইয় ৪৩:১০-১২.) যিহোবা কীভাবে আমাদের সাহস দেন? চারটে বিষয়ের উপর মনোযোগ দিন। প্রথমত, তাঁর পুত্র যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আমাদের প্রচার করতে সাহায্য করেন। (মথি ২৮:১৮-২০) দ্বিতীয়ত, যিহোবা স্বর্গদূতদের দায়িত্ব দিয়েছেন যেন তারা আমাদের সাহায্য করেন। (প্রকা. ১৪:৬) তৃতীয়ত, তিনি আমাদের পবিত্র শক্তি দেন, যেটার মাধ্যমে আমরা সেই কথাগুলো মনে রাখতে পারি, যেগুলো আমরা শিখেছি। (যোহন ১৪:২৫, ২৬) চতুর্থত, তিনি আমাদের ভাই-বোনদের দিয়েছেন, যারা আমাদের প্রচার কাজে সঙ্গ দেয়। এইসমস্ত উপায়ে যিহোবা আমাদের সাহায্য করেন, তাই আমরা নিশ্চয়ই সাহসের সঙ্গে প্রচার করতে পারব।
রদবদল করুন এবং সঠিক মনোভাব বজায় রাখুন
১১. আমরা যদি প্রচারে অনেক লোকের সঙ্গে দেখা করতে চাই, তা হলে আমাদের কী করতে হবে? (ছবিও দেখুন।)
১১ আপনি যখন লোকদের ঘরে পান না, তখন কি আপনার মন খারাপ হয়ে যায়? সেইসময় নিজেকে জিজ্ঞেস করুন, ‘লোকেরা ঘরে নেই তো কোথায় আছে?’ (প্রেরিত ১৬:১৩) ‘তারা কি কাজে গিয়েছে অথবা দোকানে গিয়েছে?’ লোকেরা যদি ঘরে না থাকে, তা হলে আপনি রাস্তায় সাক্ষ্য দিতে পারেন, যেখানে অনেক লোক থাকে। ভাই জশুয়া বলেন, “আমি বাজারে, মলে অথবা পার্কিংয়ের জায়গায় সাক্ষ্য দিই, যেখানে অনেক লোক থাকে।” ভাই জশুয়া এবং তার স্ত্রী ব্রিজিট দেখেছিলেন, সন্ধ্যে বেলায় অথবা রবিবার দুপুর বেলায় তারা যখন প্রচারে যান, তখন অনেক লোককে ঘরে পাওয়া যায়।—ইফি. ৫:১৫, ১৬.
১২. কীভাবে আমরা জানতে পারি, লোকেরা কী বিশ্বাস করে আর কী চিন্তা করে?
১২ বেশিরভাগ লোকের যদি আপনার কথা শুনতে ভালো না লাগে, তা হলে আপনি কী করতে পারেন? এটা জানার চেষ্টা করুন, লোকেরা কী বিশ্বাস করে আর কী চিন্তা করে। লক্ষ করুন, ভাই জশুয়া এবং তার স্ত্রী ব্রিজিট কীভাবে তা করেন। তারা লোকদের ট্র্যাক্টের প্রথম পৃষ্ঠায় দেওয়া প্রশ্নটা জিজ্ঞেস করেন, যাতে তারা তাদের মনের কথা জানতে পারেন। যেমন, তারা লোকদের বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন? ট্র্যাক্ট দেখিয়ে জিজ্ঞেস করেন, ‘অনেকে মনে করে, বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে, আবার অনেকে এটা মনে করে না। এই বিষয়ে আপনি কী মনে করেন?’ এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে তারা অনেক লোকের সঙ্গে ভালোভাবে কথা বলতে পেরেছেন।
১৩. লোকেরা যদি আমাদের কথা শুনতে না চায়, তা হলে আমরা কী মনে রাখতে পারি? (হিতোপদেশ ২৭:১১)
১৩ প্রচারে লোকেরা যদি আমাদের কথা শুনতে না চায়, তা হলে আমরা মনে রাখতে পারি যে, আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছি। আমরা যখন লোকদের কাছে সুসমাচার জানাই, তখন আমরা যিহোবা ও যিশুর ইচ্ছা পালন করি। (প্রেরিত ১০:৪২) লোকেরা যদি আমাদের কথা না শোনে অথবা আমাদের বিরোধিতা করে, তারপরও আমরা এটা চিন্তা করে খুশি হই যে, আমাদের স্বর্গস্থ পিতা আমাদের দেখে খুশি!—পড়ুন, হিতোপদেশ ২৭:১১.
১৪. প্রচারে যখন কোনো ভাই কিংবা বোন এমন কাউকে খুঁজে পায়, যিনি ঈশ্বরের বিষয়ে শিখতে চান, তখন কেন আমরা সবাই আনন্দিত হই?
১৪ যখন কোনো ভাই কিংবা বোন এমন কাউকে খুঁজে পায়, যিনি ঈশ্বরের বিষয়ে শিখতে চান, তখন আমরা সবাই আনন্দিত হই। একটা প্রহরীদুর্গ পত্রিকায় বলা হয়েছিল, প্রচার কাজ হচ্ছে একটা হারিয়ে যাওয়া বাচ্চাকে খোঁজার মতো। তাকে খোঁজার জন্য সবাই বেরিয়ে পড়ে এবং একটার পর একটা এলাকা ভালো করে খুঁজতে থাকে। আর যখন কেউ সেই বাচ্চাকে খুঁজে পায়, তখন সবাই আনন্দিত হয়। একইভাবে, আমরা সবাই মিলে শিষ্য তৈরি করার কাজ করি। নিজেদের এলাকায় প্রচার করার জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করি আর যখন একজন ব্যক্তি সভায় আসতে শুরু করে, তখন আমরা সবাই অনেক আনন্দিত হই।
চিন্তা করুন, আপনি যিহোবা এবং লোকদের কতটা ভালোবাসেন
১৫. প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করার জন্য এবং আমাদের উদ্যোগ বাড়ানোর জন্য আমরা কী করতে পারি? (মথি ২২:৩৭-৩৯) (ছবিও দেখুন।)
১৫ প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করার জন্য এবং আমাদের উদ্যোগ বাড়ানোর জন্য আমরা কী করতে পারি? আমরা গভীরভাবে চিন্তা করতে পারি যে, প্রচার করার মাধ্যমে আমরা যিহোবা এবং লোকদের প্রতি কতটা ভালোবাসা দেখাই। (পড়ুন, মথি ২২:৩৭-৩৯.) তাই আমরা যখন চিন্তা করব, আমাদের প্রচার করতে দেখে যিহোবা কতটা খুশি হন, তখন প্রচার করতে আমাদের আরও ভালো লাগবে। এর পাশাপাশি, আমরা যখন চিন্তা করব যে, বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে লোকেরা কতটা আনন্দ লাভ করবে এবং তারা অনন্তজীবন লাভ করবে, তখন প্রচার করার উদ্যোগ আমাদের আরও বেড়ে যাবে।—যোহন ৬:৪০; ১ তীম. ৪:১৬.
১৬. আপনি যদি কোনো কারণে ঘর থেকে বের হতে না পারেন, তা সত্ত্বেও কীভাবে আপনি যিহোবার সেবায় আনন্দ লাভ করতে পারেন? একটা উদাহরণ দিন।
১৬ আপনি কি কোনো কারণে ঘর থেকে বের হতে পারছেন না এবং প্রচারে অংশ নিতে পারছেন না? যদি তা-ই হয়, তা হলে নিরুৎসাহিত হবেন না। চিন্তা করুন, কীভাবে আপনি অন্যান্য উপায়ে যিহোবা এবং লোকদের প্রতি আপনার ভালোবাসা দেখাতে পারেন। ভাই স্যামুয়েল এবং তার স্ত্রী ড্যানিয়ার উদাহরণের উপর মনোযোগ দিন। কোভিড-১৯ অতিমারির সময়ে তারা যখন ঘর থেকে বের হতে পারছিলেন না, তখন তারা ফোন ও চিঠির মাধ্যমে সাক্ষ্য দিয়েছিলেন এবং জুমের মাধ্যমে বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিলেন। এ ছাড়া, ভাই যখন ক্যান্সারের চিকিৎসার জন্য ক্লিনিকে যেতেন, তখন তিনি সেখানে প্রচার করতেন। ভাই বলেন, “আমাদের জীবনে যখন একের-পর-এক সমস্যা আসে, তখন আমরা অনেক দুশ্চিন্তা করি, ক্লান্ত হয়ে পড়ি আর আমাদের বিশ্বাস কতটা মজবুত, সেটা পরীক্ষিত হয়। এইরকম সময়েও আমরা যদি যিহোবার সেবায় ব্যস্ত থাকি, তা হলে আমরা আনন্দ লাভ করতে পারব।” অতিমারি চলাকালীন একদিন বোন ড্যানিয়া পড়ে গিয়েছিলেন এবং তিন মাস বিছানা ছেড়ে উঠতে পারেননি। তারপর, ছ-মাস তিনি হুইলচেয়ারে ছিলেন। তিনি বলেন: “আমি যিহোবার সেবায় যতটা করতে পারতাম, ততটাই করেছিলাম। যে-নার্স আমার দেখাশোনা করত, তার কাছে আমি সাক্ষ্য দিয়েছিলাম। যে-লোকেরা আমাদের ঘরে জিনিসপত্র দিতে আসত, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি ফোনে একটা মেয়ের সঙ্গে কথা বলতাম, যে একটা মেডিক্যাল কোম্পানিতে কাজ করত।” ভাই স্যামুয়েল এবং তার স্ত্রী তাদের পরিস্থিতির কারণে আগের মতো যিহোবার সেবা করতে পারছিলেন না। কিন্তু তারা যতটা করতে পেরেছিলেন, তাতেই আনন্দ লাভ করেছিলেন।
১৭. আপনি যদি এই প্রবন্ধে দেওয়া পরামর্শগুলো থেকে উপকার লাভ করতে চান, তা হলে আপনাকে কী করতে হবে?
১৭ এই প্রবন্ধে আমরা যে-পাঁচটা পরামর্শের উপর মনোযোগ দিয়েছি, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। এই পরামর্শগুলো অনেকটা মশলার মতো। রান্না করার সময়ে আমরা আলাদা আলাদা মশলা দিই, যাতে সেটা খেতে সুস্বাদু হয়। একইভাবে, আমরা যখন এইসমস্ত পরামর্শ কাজে লাগাব, তখন আমরা আমাদের ভয় কাটিয়ে উঠতে পারব এবং প্রচারে আরও বেশি আনন্দ লাভ করতে পারব।
কীভাবে নীচে দেওয়া পরামর্শগুলো কাজে লাগালে প্রচার কাজে আরও বেশি আনন্দ লাভ করতে পারেন?
-
সময় বের করে ভালোভাবে প্রস্তুতি নেওয়া।
-
সাহস চেয়ে প্রার্থনা করা।
-
যিহোবা এবং লোকদের আপনি কতটা ভালোবাসেন, তা নিয়ে চিন্তা করা।
গান ৮০ আস্বাদন করে দেখো, যিহোবা মঙ্গলময়