পরিচালকগোষ্ঠীর একজন নতুন সদস্য
২০১৮ সালের ২৪ জানুয়ারি বুধবার সকালে, যুক্তরাষ্ট্র এবং কানাডার বেথেল পরিবারের সদস্যরা এক বিশেষ ঘোষণা উপভোগ করে। ঘোষণায় বলা হয়: ভাই কেনেথ কুক জুনিয়র পরিচালকগোষ্ঠীর একজন নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভাই কুকের জন্ম হয় এবং তিনি সেখানেই বড়ো হয়ে ওঠেন। তিনি উচ্চবিদ্যালয়ের পড়াশোনা শেষ করার অল্পসময় আগে তার এক সহপাঠীর কাছ থেকে সত্য শেখেন। তিনি ১৯৮০ সালের ৭ জুন বাপ্তিস্ম নেন। তিনি ১৯৮২ সালের ১ সেপ্টেম্বর একজন নিয়মিত অগ্রগামী হিসেবে পূর্ণসময়ের সেবা শুরু করেন। এর দু-বছর পর ১৯৮৪ সালের ১২ অক্টোবর তাকে নিউ ইয়র্কের ওয়ালকিল বেথেলে সেবা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আর এভাবেই তার বেথেল সেবা শুরু হয়।
পরবর্তী ২৫ বছর, ভাই কুক ছাপাখানায় ও বেথেল অফিসে বিভিন্ন কার্যভার পালন করেন। তিনি ১৯৯৬ সালে বোন জেমিকে বিয়ে করেন। বোন জেমিও ওয়ালকিল বেথেলে সেবা করতে শুরু করেন। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভাই ও বোন কুককে নিউ ইয়র্কের প্যাটারসনে ওয়াচটাওয়ার এডুকেশনাল সেন্টার-এ পাঠানো হয়। সেখানে ভাই কুককে রাইটিং কোরেস্পনডেন্স ডিপার্টমেন্ট-এ সেবা করার কার্যভার দেওয়া হয়। এরপর, কিছু সময়ের জন্য তাদের আবারও ওয়ালকিলে সেবা করার জন্য ডাকা হয় এবং ২০১৬ সালের এপ্রিল মাসে তাদের নিউ ইয়র্কের ব্রুকলিনে পাঠানো হয়। পাঁচ মাস পর, তাদের নিউ ইয়র্কের ওয়ারউইকে বিশ্বপ্রধান কার্যালয়ে সেবা করার কার্যভার দেওয়া হয়। এরপর, ২০১৭ সালের জানুয়ারি মাসে ভাই কুককে পরিচালকগোষ্ঠীর রাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি-র একজন সাহায্যকারী হিসেবে সেবা করার জন্য নিযুক্ত করা হয়।