প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জানুয়ারি ২০২০

এই সংখ্যায় ২০২০ সালের মার্চ মাসের ২ তারিখ থেকে এপ্রিল মাসের ৫ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“অতএব তোমরা গিয়া . . . শিষ্য কর”

২০২০ সালের জন্য আমাদের বার্ষিক শাস্ত্রপদ আমাদের সাহায্য করবে, যেন আমরা শিষ্য তৈরি করার যে-কাজ আমাদের রয়েছে, সেটার গুণগত মানকে আরও উন্নত করার উপর মনোযোগ দিই।

আপনি “সান্ত্বনাজনক” হতে পারেন

এমন তিনটে গুণ বিবেচনা করুন, যেগুলো আপনাকে অন্যদের জন্য সান্ত্বনাজনক হতে এবং অন্যদের সাহায্য করতে সাহায্য করবে।

আপনার ঈশ্বর যিহোবা আপনাকে মূল্যবান হিসেবে দেখেন!

আমরা যখন অসুস্থতা, আর্থিক সমস্যা অথবা বার্ধক্যের কারণে নিরুৎসাহিত হয়ে পড়ি, তখন আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, কোনো কিছুই আমাদের স্বর্গীয় পিতার প্রেম থেকে আমাদের পৃথক করতে পারে না।

‘আত্মা আপনিও সাক্ষ্য দিতেছেন’

কীভাবে একজন ব্যক্তি জানতে পারেন, তিনি পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত কি না? একজন ব্যক্তি যখন এই আমন্ত্রণ লাভ করেন, তখন কী ঘটে?

আমরা তোমাদের সঙ্গে যাব

সেই সন্ধ্যায় যারা স্মরণার্থ সভায় প্রতীকগুলো গ্রহণ করে, আমাদের তাদের কীভাবে দেখা উচিত? যারা প্রতীকগুলো গ্রহণ করে, তাদের সংখ্যা যদি বাড়তে থাকে, তা হলে আমাদের কি চিন্তিত হওয়া উচিত?