সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ২

আপনি “সান্ত্বনাজনক” হতে পারেন

আপনি “সান্ত্বনাজনক” হতে পারেন

“এই কয়েক জন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী; ইহাঁরা আমার সান্ত্বনাজনক হইয়াছেন।”—কল. ৪:১১.

গান সংখ্যা ৫৩ একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা

সারাংশ *

১. যিহোবার অনেক বিশ্বস্ত দাস কোন কোন চাপপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে?

সারা বিশ্বে যিহোবার অনেক দাস চাপপূর্ণ, এমনকী বেদনাদায়ক পরিস্থিতিগুলোর মুখোমুখি হচ্ছে। আপনি কি আপনার মণ্ডলীতে তা লক্ষ করেছেন? কোনো কোনো খ্রিস্টান গুরুতর অসুস্থতার সঙ্গে মোকাবিলা করছে কিংবা মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারানোর বেদনা ভোগ করছে। আবার অন্যেরা পরিবারের কোনো সদস্য কিংবা কোনো ঘনিষ্ঠ বন্ধুকে সত্য ছেড়ে চলে যেতে দেখার তীব্র কষ্ট ভোগ করছে। আবার কেউ কেউ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কষ্ট ভোগ করছে। এই সমস্ত ভাই ও বোনের সান্ত্বনার প্রয়োজন। কীভাবে আমরা তাদের সাহায্য করতে পারি?

২. কেন কখনো কখনো প্রেরিত পৌলের সান্ত্বনার প্রয়োজন হয়েছিল?

প্রেরিত পৌল একটার পর একটা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেগুলো তার জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল। (২ করি. ১১:২৩-২৮) এ ছাড়া, তাকে “মাংসে একটা কণ্টক,” সম্ভবত কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা ভোগ করতে হয়েছিল। (২ করি. ১২:৭) আর তাকে হতাশার সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল, যখন তার একসময়ের সহকর্মী দীমা “এই বর্ত্তমান যুগ ভালবাসাতে” তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। (২ তীম. ৪:১০) তাই, যদিও পৌল একজন সাহসী অভিষিক্ত খ্রিস্টান ছিলেন, যিনি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতেন, কিন্তু কখনো কখনো এমনকী তিনিও নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন।—রোমীয় ৯:১, ২.

৩. কাদের কাছ থেকে পৌল সান্ত্বনা ও সাহায্য লাভ করেছিলেন?

পৌলের যে-সান্ত্বনা ও সাহায্যের প্রয়োজন ছিল, তা তিনি লাভ করেছিলেন। কীভাবে? যিহোবা নিশ্চিতভাবেই তাঁর পবিত্র আত্মা ব্যবহার করে তাকে শক্তি প্রদান করেছিলেন। (২ করি. ৪:৭; ফিলি. ৪:১৩) এ ছাড়া, যিহোবা সহখ্রিস্টানদের মাধ্যমে তাকে সান্ত্বনা প্রদান করেছিলেন। পৌল তার কয়েক জন সহকারী বা সহকর্মীকে “সান্ত্বনাজনক” হিসেবে বর্ণনা করেছিলেন। (কল. ৪:১১) তিনি যে-ব্যক্তিদের নাম উল্লেখ করেছিলেন, তাদের মধ্যে ছিলেন আরিষ্টার্খ, তুখিক ও মার্ক। তারা পৌলকে শক্তিশালী করেছিলেন, তাকে ধৈর্য ধরতে সাহায্য করেছিলেন। কোন গুণগুলো এই তিন জন খ্রিস্টানকে এতটা সান্ত্বনাজনক হতে সাহায্য করেছিল? কীভাবে আমরা সেইসময় তাদের উত্তম উদাহরণ অনুকরণ করতে পারি, যখন আমরা একে অন্যকে সান্ত্বনা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করি?

আরিষ্টার্খের মতো অনুগত

“দুর্দশার” সময় আমাদের ভাই-বোনদের প্রতি অনুগত থাকার মাধ্যমে আমরাও আরিষ্টার্খের মতো একজন অনুগত বন্ধু হতে পারি (৪-৫ অনুচ্ছেদ দেখুন) *

৪. আরিষ্টার্খ কীভাবে পৌলের একজন অনুগত বন্ধু হওয়ার প্রমাণ দিয়েছিলেন?

আরিষ্টার্খ, মাকিদনিয়ার থিষলনীকীর একজন খ্রিস্টান, পৌলের একজন অনুগত বন্ধু হওয়ার প্রমাণ দিয়েছিলেন। আরিষ্টার্খ সম্বন্ধে বাইবেলে সেইসময় প্রথম উল্লেখ করা হয়, যখন পৌল তার তৃতীয় মিশনারি যাত্রার সময় ইফিষে গিয়েছিলেন। আরিষ্টার্খ যখন পৌলের সঙ্গে সেখানে গিয়েছিলেন, তখন তিনি জনতার কবলে পড়েছিলেন। (প্রেরিত ১৯:২৯) অবশেষে তিনি যখন ছাড়া পেয়েছিলেন, তখন তিনি নিজের নিরাপত্তা লাভের চেষ্টা করেননি, বরং অনুগতভাবে পৌলের সঙ্গে থেকেছিলেন। কয়েক মাস পর পৌল যখন গ্রিসে ছিলেন, আরিষ্টার্খ তখনও পৌলের সঙ্গে ছিলেন, যদিও পৌলের বিরোধীরা তখনও তাকে হত্যা করার চেষ্টা করছিল। (প্রেরিত ২০:২-৪) প্রায় ৫৮ খ্রিস্টাব্দে পৌলকে যখন বন্দি করে রোমে পাঠানো হয়েছিল, তখন সেই দীর্ঘযাত্রায় আরিষ্টার্খ তার সঙ্গে ছিলেন এবং পথে তারা একসঙ্গে জাহাজডুবির শিকার হয়েছিলেন। (প্রেরিত ২৭:১, ২, ৪১) রোমে পৌঁছানোর পর তিনি হয়তো কিছুটা সময় পৌলের সঙ্গে কারাগারে ছিলেন। (কল. ৪:১০) তাই এতে কোনো সন্দেহ নেই যে, পৌল তার এই অনুগত বন্ধুর কারণে অনেক উৎসাহিত হয়েছিলেন এবং সান্ত্বনা লাভ করেছিলেন!

৫. হিতোপদেশ ১৭:১৭ পদ অনুযায়ী কীভাবে আমরা একজন অনুগত বন্ধু হতে পারি?

আমাদের ভাই-বোনদের প্রতি অনুগত থাকার মাধ্যমে আমরাও আরিষ্টার্খের মতো একজন অনুগত বন্ধু হতে পারি আর তা কেবল ভালো সময়েই নয় কিন্তু “দুর্দশার” সময়েও। (পড়ুন, হিতোপদেশ ১৭:১৭.) * এমনকী কোনো পরীক্ষা শেষ হওয়ার পরও আমাদের ভাই অথবা বোনের দীর্ঘসময় ধরে সান্ত্বনার প্রয়োজন হতে পারে। ফ্র্যান্টসাস * নামে একজন বোন, যিনি ক্যান্সারের কারণে প্রথমে তার বাবাকে এবং এর তিন মাস পর তার মাকে হারিয়েছিলেন, বলেন: “আমি  মনে  করি,  কঠিন পরীক্ষাগুলো আমাদের দীর্ঘসময় ধরে কষ্ট দেয়। আর আমি সেই অনুগত বন্ধুদের জন্য কৃতজ্ঞ, যারা এই বিষয়টা মনে রেখেছে যে, যদিও আমার  বাবা-মা  মারা  যাওয়ার পর অনেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমি কষ্ট পাই।”

৬. আমরা যদি অনুগত হই, তা হলে আমরা কী করব?

অনুগত বন্ধুরা তাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য তাদের সময় ও শক্তি ব্যয় করে। উদাহরণ স্বরূপ, পিটার নামে একজন ভাইয়ের এমন একটা মারাত্মক রোগ ধরা পড়ে, যেটা দ্রুত খারাপের দিকে গিয়ে অবশেষে মৃত্যু ঘটায়। তার স্ত্রী ক্যাথরিন বলেন: “যেখানে আমরা পিটারের রোগের বিষয়ে জানতে পারি, সেখানে আমাদের মণ্ডলীর এক দম্পতি আমাদের নিয়ে গিয়েছিলেন। তারা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই কষ্টকর যাত্রার মধ্যে তারা আমাদের একা ছেড়ে দেবেন না। আর আমাদের যখনই তাদের প্রয়োজন হয়েছে, তারা আমাদের পাশে থেকেছেন।” এমন প্রকৃত বন্ধু থাকা কতই-না সান্ত্বনাজনক, যারা পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করতে পারে!

তুখিকের মতো নির্ভরযোগ্য

অন্যেরা যখন সমস্যার সঙ্গে লড়াই করে, তখন তুখিকের মতো আমরাও একজন নির্ভরযোগ্য বন্ধু হতে পারি (৭-৯ অনুচ্ছেদ দেখুন) *

৭-৮. কলসীয় ৪:৭-৯ পদ অনুযায়ী কীভাবে তুখিক প্রমাণ দিয়েছিলেন যে, তিনি একজন নির্ভরযোগ্য বন্ধু?

তুখিক, রোমের এশিয়া প্রদেশের একজন খ্রিস্টান, পৌলের খুবই নির্ভরযোগ্য একজন বন্ধু হিসেবে উল্লেখযোগ্য ছিলেন। (প্রেরিত ২০:৪) প্রায় ৫৫ খ্রিস্টাব্দে, পৌল যিহূদিয়ার খ্রিস্টানদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের কাজ সংগঠিত করেছিলেন এবং তিনি হয়তো তুখিককে এই গুরুত্বপূর্ণ কার্যভারে সাহায্য করার সুযোগ দিয়েছিলেন। (২ করি. ৮:১৮-২০) পরবর্তী সময়, পৌলকে যখন রোমে প্রথম বার বন্দি করা হয়, তখন তুখিক তার ব্যক্তিগত বার্তাবাহক হিসেবে কাজ করেছিলেন। তিনি এশিয়ার মণ্ডলীগুলোতে পৌলের চিঠি এবং তার উৎসাহমূলক বার্তা পৌঁছে দিতেন।—কল. ৪:৭-৯.

তুখিক সবসময় পৌলের একজন নির্ভরযোগ্য বন্ধু ছিলেন। (তীত ৩:১২) সেই সময়, সমস্ত খ্রিস্টান তুখিকের মতো এইরকম নির্ভরযোগ্য ছিল না। প্রায় ৬৫ খ্রিস্টাব্দে, পৌল তার দ্বিতীয় বন্দিত্বের সময় লিখেছিলেন যে, এশিয়া প্রদেশের অনেক খ্রিস্টান পুরুষ তার সঙ্গে মেলামেশা করা এড়িয়ে চলছিল, হতে পারে বিরোধীদের ভয়ের কারণে। (২ তীম. ১:১৫) কিন্তু, পৌল তুখিকের উপর নির্ভর করতে পারতেন আর তিনি তাকে আরও একটা কার্যভার দিয়েছিলেন। (২ তীম. ৪:১২) পৌল নিশ্চিতভাবেই তুখিকের মতো একজন ভালো বন্ধু পেয়ে কৃতজ্ঞ হয়েছিলেন।

৯. কীভাবে আমরা তুখিককে অনুকরণ করতে পারি?

আমরা একজন নির্ভরযোগ্য বন্ধু হওয়ার মাধ্যমে তুখিককে অনুকরণ করতে পারি। উদাহরণ স্বরূপ, আমরা আমাদের ভাই-বোনদের প্রয়োজনের সময় কেবল সাহায্য করার প্রতিজ্ঞাই করি না, কিন্তু আমরা তাদের সাহায্য করার জন্য ব্যাবহারিক বিষয়গুলোও করে থাকি। (মথি ৫:৩৭; লূক ১৬:১০) যাদের সাহায্যের প্রয়োজন, তারা যখন জানে যে, আমরা তাদের সাহায্য করব, তখন তারা সত্যিই সান্ত্বনা লাভ করে। একজন বোন এর কারণ সম্বন্ধে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “যে-ব্যক্তি আপনাকে সাহায্য করবেন বলে জানিয়েছেন, তিনি তার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করার জন্য ঠিক সময়ে পৌঁছাবেন কি না, সেটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হয় না।”

১০. হিতোপদেশ ১৮:২৪ পদে যেমন বলা আছে, সেই ব্যক্তিরা কাদের কাছ থেকে সান্ত্বনা লাভ করতে পারে, যারা পরীক্ষা অথবা হতাশার সঙ্গে মোকাবিলা করছে?

১০ যারা পরীক্ষা অথবা হতাশার সঙ্গে মোকাবিলা করে, তারা প্রায়ই কোনো নির্ভরযোগ্য বন্ধুর কাছে মনের কথা বলে সান্ত্বনা লাভ করে। (পড়ুন, হিতোপদেশ ১৮:২৪.) বিজে নামে একজন ভাই তার ছেলেকে সমাজচ্যুত হতে দেখে খুবই হতাশ হওয়ার পর বলেছিলেন, “আমি এমন কারো কাছে আমার অনুভূতির বিষয়ে বলতে চেয়েছিলাম, যার উপর আমি নির্ভর করতে পারি।” কারলোস নামে একজন ভাই নিজের একটা ভুলের কারণে মণ্ডলীতে সেবা করার এক বিশেষ সুযোগ হারিয়েছিলেন। তিনি বলেন, “আমার এমন এক ‘আশ্রয়স্থানের’ প্রয়োজন ছিল, যেখানে আমি এইরকম কোনো ভয় ছাড়াই নিজের অনুভূতি খুলে বলতে পারি যে, তা শুনে কেউ আমার বিচার করবে।” কারলোস প্রাচীনদের মাঝেই সেই আশ্রয়স্থান খুঁজে পেয়েছিলেন, যারা তাকে সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেছিলেন। এ ছাড়া, তিনি এটা জেনেও সান্ত্বনা লাভ করেছিলেন যে, প্রাচীনরা বিচক্ষণ এবং তিনি তাদের কাছে যা-কিছু বলেছেন, সেগুলো তারা অন্যদের বলবেন না।

১১. কীভাবে আমরা একজন নির্ভরযোগ্য বন্ধু হতে পারি?

১১ একজন নির্ভরযোগ্য বন্ধু হওয়ার জন্য আমাদের ধৈর্য গুণটা গড়ে তুলতে হবে। ঝানা নামে একজন বোনের স্বামী যখন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তিনি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তার অনুভূতির কথা বলে সান্ত্বনা পেয়েছিলেন। তিনি বলেন, ‘তারা ধৈর্য ধরে আমার কথা শুনেছিলেন, যদিও আমি হয়তো একই কথা বার বার বলেছিলাম।’ উত্তম শ্রোতা হওয়ার মাধ্যমে আপনিও একজন উত্তম বন্ধু হতে পারেন।

মার্কের মতো অন্যদের সেবা করতে ইচ্ছুক

মার্কের সদয় কাজগুলো পৌলকে ধৈর্য ধরতে সাহায্য করেছিল আর দুঃখজনক পরিস্থিতির সময় আমরাও আমাদের ভাই-বোনদের সাহায্য করতে পারি (১২-১৪ অনুচ্ছেদ দেখুন) *

১২. মার্ক কে ছিলেন এবং কীভাবে তিনি এক ইচ্ছুক মনোভাব দেখিয়েছিলেন?

১২ মার্ক ছিলেন যিরূশালেমের একজন যিহুদি খ্রিস্টান। তার আত্মীয় বার্ণবা একজন সুপরিচিত মিশনারি ছিলেন। (কল. ৪:১০) মার্কের পরিবার সম্ভবত ধনী ছিল, তবে মার্ক বস্তুগত বিষয়গুলোকে তার জীবনে প্রথম স্থানে রাখেননি। মার্ক সারা জীবন ধরে এক ইচ্ছুক মনোভাব দেখিয়েছিলেন। তিনি অন্যদের সেবা করে আনন্দিত ছিলেন। উদাহরণ স্বরূপ, প্রেরিত পৌল এবং প্রেরিত পিতর যখন তাদের দায়িত্বগুলো পালন করেছিলেন, তখন বিভিন্ন সময় তিনি উভয়ের পাশে থেকে সেবা করেছিলেন, সম্ভবত তাদের বস্তুগত প্রয়োজনগুলো পূরণ করায় সাহায্য করেছিলেন। (প্রেরিত ১৩:২-৫; ১ পিতর ৫:১৩) পৌল মার্ককে “ঈশ্বরের রাজ্যের পক্ষে” তার একজন “সহকারী” হিসেবে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে, তিনি তার জন্য “সান্ত্বনাজনক [“শক্তিবর্ধক,” পাদটীকা, NW]” ছিলেন।—কল. ৪:১০, ১১.

১৩. কীভাবে ২ তীমথিয় ৪:১১ পদ দেখায় যে, মার্কের বিশ্বস্ত সেবার জন্য পৌল কৃতজ্ঞ ছিলেন?

১৩ মার্ক পৌলের একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। উদাহরণ স্বরূপ, প্রায় ৬৫ খ্রিস্টাব্দে পৌলকে যখন শেষ বারের মতো রোমে বন্দি করা হয়েছিল, তখন তিনি তীমথিয়ের প্রতি তার দ্বিতীয় চিঠি লিখেছিলেন। পৌল সেই চিঠিতে তীমথিয়কে বলেছিলেন, যেন তিনি রোমে আসেন এবং মার্ককে সঙ্গে করে নিয়ে আসেন। (২ তীম. ৪:১১) কোনো সন্দেহ নেই যে, অতীতে মার্ক যে-বিশ্বস্ত সেবা প্রদান করেছিলেন, সেই বিষয়ে পৌল কৃতজ্ঞ ছিলেন আর তাই তিনি চেয়েছিলেন যেন সেই গুরুত্বপূর্ণ সময়ে মার্ক তার সঙ্গে থাকেন। মার্ক বিভিন্ন ব্যাবহারিক উপায়ে পৌলকে সাহায্য করেছিলেন, সম্ভবত তার জন্য খাদ্যসামগ্রী অথবা লেখার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিলেন। পৌল যে-সাহায্য ও উৎসাহ লাভ করেছিলেন, সেটা হয়তো তাকে তার মৃত্যুদণ্ডের আগে শেষ কয়েকটা দিন স্থির থাকতে সাহায্য করেছিল।

১৪-১৫. অন্যদের ব্যাবহারিক উপায়গুলোতে সাহায্য করার বিষয়ে মথি ৭:১২ পদ আমাদের কী শিক্ষা দেয়?

১৪ মথি ৭:১২ পদ পড়ুন। আমরা যখন কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, তখন যারা ব্যাবহারিক উপায়ে সাহায্য প্রদান করে, তাদের জন্য কতই-না কৃতজ্ঞ হই! রায়ান নামে একজন ভাই, যার বাবা হঠাৎই এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, বলেন, ‘আপনি যখন কষ্টের মধ্যে থাকেন, তখন রোজকার অনেক কাজই আপনার জন্য করা অসম্ভব বলে মন হয়। ব্যাবহারিক সাহায্য খুবই সান্ত্বনাদায়ক, এমনকী সেটাকে যদি খুব ছোটো বলেও মনে হয়।’

১৫ আমরা যদি মনোযোগ দিই এবং ভালোভাবে লক্ষ করি, তা হলে আমরা হয়তো অন্যদের সাহায্য করার ব্যাবহারিক উপায় খুঁজে বের করতে পারি। উদাহরণ স্বরূপ, একজন বোন আগে উল্লেখিত পিটার ও ক্যাথরিনকে প্রতি বার ডাক্তারের কাছে যাওয়ার জন্য সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পিটার কিংবা ক্যাথরিন, কেউই আর গাড়ি চালাতে পারতেন না, তাই সেই বোন একটা তালিকা তৈরি করেছিলেন, যাতে মণ্ডলীর ভাই-বোনেরা পালাক্রমে গাড়িতে করে তাদের নিয়ে যেতে পারে। এই ব্যবস্থা কি সেই দম্পতিকে সাহায্য করেছিল? ক্যাথরিন বলেন, “আমাদের মনে হয়েছিল যেন আমাদের কাঁধ থেকে একটা বড়ো বোঝা সরিয়ে নেওয়া হয়েছে।” আপনার ব্যাবহারিক অথচ সামান্য দয়ার কাজ যে অনেক সান্ত্বনাদায়ক হতে পারে, সেটাকে কখনো ছোটো করে দেখবেন না!

১৬. মার্কের উদাহরণ থেকে আমরা সান্ত্বনা দেওয়ার বিষয়ে কোন গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি?

১৬ প্রথম শতাব্দীর শিষ্য মার্ক নিশ্চিতভাবেই একজন ব্যস্ত খ্রিস্টান ছিলেন। যিহোবার জন্য করার মতো তার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, যার অন্তর্ভুক্ত হল, তার নামের সুসমাচারের বইটি লেখা। তারপরও মার্ক পৌলকে সান্ত্বনা দেওয়ার জন্য সময় করে নিয়েছিলেন আর পৌল সাহায্যের জন্য মার্ককে স্বচ্ছন্দে অনুরোধ করতে পেরেছিলেন। অ্যাঞ্জেলা নামে একজন বোন, যার পরিবারের একজন সদস্য খুন হয়েছিলেন, সেই ব্যক্তিদের একইরকম ইচ্ছুক মনোভাব দেখেই কৃতজ্ঞ হয়েছিলেন, যারা তাকে সান্ত্বনা প্রদান করেছিল। তিনি বলেন, ‘যখন বন্ধুরা সত্যিই সাহায্য করতে চায়, তখন তাদের সঙ্গে কথা বলা সহজ হয়। তাদের দেখে মনে হয়, তারা আমাকে সাহায্য করতে চায় এবং তারা তা করতে ভয় পায় না।’ আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘ইচ্ছুক মনে সহউপাসকদের ব্যাবহারিক উপায়ে সান্ত্বনা প্রদান করার ব্যাপারে কি আমি সুপরিচিত?’

অন্যদের সান্ত্বনা দেওয়ার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ হোন

১৭. দ্বিতীয় করিন্থীয় ১:৩, ৪ পদ নিয়ে ধ্যান করা কীভাবে অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করতে পারে?

১৭ আমরা সহজেই এমন ভাই-বোনদের খুঁজে পেতে পারি, যাদের সান্ত্বনার প্রয়োজন রয়েছে। আমরা হয়তো এমনকী তাদের সেই একই উৎসাহজনক বিষয় বলতে পারি, যেগুলো অন্যেরা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের বলেছে। নিনো নামে একজন বোন, যিনি মৃত্যুতে তার দিদিমাকে হারিয়েছিলেন, বলেন: “যিহোবা অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে পারেন, যদি কিনা আমরা আমাদের ব্যবহার করার জন্য তাঁকে সুযোগ দিই।” (পড়ুন, ২ করিন্থীয় ১:৩, ৪.) আগে উল্লেখিত বোন ফ্র্যান্টসাস বলেন: “২ করিন্থীয় ১:৪ পদের কথাগুলো একেবারে সত্য। আমরা নিজেরা যে-সান্ত্বনা লাভ করি, সেই সান্ত্বনা আমরা অন্যদের দিতে পারি।”

১৮. (ক) কেন কেউ কেউ সান্ত্বনা দেওয়ার বিষয়ে ভয় পেতে পারে? (খ) কীভাবে আমরা প্রকৃতই অন্যদের সান্ত্বনা দিতে পারি? একটা উদাহরণ দিন।

১৮ আমরা এমনকী সান্ত্বনা দেওয়ার বিষয়ে ভয় পেলেও অন্যদের সাহায্য করার জন্য আমাদের উপায় খুঁজতে হবে। কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, এমন একজন ব্যক্তিকে কী বলতে হয় অথবা তার জন্য কী করতে হয়, তা না জানায় আমরা হয়তো ভয় পেতে পারি। পল নামে একজন প্রাচীনের বাবা মারা যাওয়ার পর কেউ কেউ যে-প্রচেষ্টা করেছিল, সেটার কথা তিনি স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি জানি, আমার কাছে এসে কথা বলা তাদের জন্য সহজ ছিল না। তারা বুঝতে পারছিল না, তারা কী বলবে। তারপরও তারা যে আমাকে সান্ত্বনা ও সাহায্য প্রদান করার জন্য আকাঙ্ক্ষী ছিল, তা দেখে আমি খুব কৃতজ্ঞ হয়েছিলাম।’ একইভাবে, ট্যাজন নামে একজন ভাই এক প্রচণ্ড ভূমিকম্পের শিকার হওয়ার পর বলেছিলেন: “সত্যি বলতে কী, ভূমিকম্পের পরবর্তী দিনগুলোতে লোকেরা আমাকে যে-সমস্ত মেসেজ পাঠিয়েছিল, সেগুলোর সব আমার মনে নেই, তবে আমি নিরাপদ আছি কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা যে যথেষ্ট চিন্তা দেখিয়েছিল, সেটা আমার মনে আছে।” আমরাও যদি এইরকম চিন্তা দেখাই, তা হলে আমরা একজন কার্যকরী সান্ত্বনাকারী হতে পারব।

১৯. কেন আপনি “সান্ত্বনাজনক” হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ?

১৯ যেহেতু এই বিধিব্যবস্থার শেষ আরও এগিয়ে আসছে, তাই জগতের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হবে এবং জীবন আরও কঠিন হবে। (২ তীম. ৩:১৩) আর উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ ও অসিদ্ধতার কারণে আমরা নিজেদের উপর যে-সমস্যাগুলো ডেকে আনি, সেগুলোর অর্থ হল আমাদের ক্রমাগত সান্ত্বনার প্রয়োজন হবে। প্রেরিত পৌল একটা যে-কারণে তার জীবনের শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে ধৈর্য ধরতে পেরেছিলেন, তা হল সহখ্রিস্টানদের কাছ থেকে পাওয়া সান্ত্বনা। আমরা যেন আরিষ্টার্খের মতো অনুগত, তুখিকের মতো নির্ভরযোগ্য এবং মার্কের মতো অন্যদের সেবা করতে ইচ্ছুক হই। তা করার মাধ্যমে আমরা আমাদের ভাই-বোনদের বিশ্বাসে সুস্থির থাকার জন্য সাহায্য করতে পারি।—১ থিষল. ৩:২, ৩.

^ অনু. 5 প্রেরিত পৌল তার জীবনে অনেক সমস্যা ভোগ করেছিলেন। সেই কঠিন সময়গুলোতে কয়েক জন সহকর্মী তার জন্য অনেক সান্ত্বনাজনক হয়েছিলেন। আমরা এমন তিনটে নির্দিষ্ট গুণ নিয়ে আলোচনা করব, যেগুলো এই সহকর্মীদের অন্যদের সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এত কার্যকারী করে তুলেছিল। এ ছাড়া, আমরা বিবেচনা করব, কীভাবে আমরা ব্যাবহারিক উপায়গুলোতে তাদের উদাহরণ অনুকরণ করতে পারি।

^ অনু. 5 হিতোপদেশ ১৭:১৭ (বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন): “বন্ধু সব সময়েই ভালবাসে, আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।”

^ অনু. 5 এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

গান সংখ্যা ২৮ নতুন গীত

^ অনু. 57 ছবি সম্বন্ধে: আরিষ্টার্খ ও পৌল একসঙ্গে জাহাজডুবির শিকার হয়েছিলেন।

^ অনু. 59 ছবি সম্বন্ধে: তুখিককে আস্থা সহকারে মণ্ডলীগুলোতে পৌলের চিঠি পৌঁছে দেওয়ার কার্যভার দেওয়া হয়েছিল।

^ অনু. 61 ছবি সম্বন্ধে: মার্ক বিভিন্ন ব্যাবহারিক উপায়ে পৌলকে সাহায্য করেছিলেন।