আপনি কি জানতেন?
কীভাবে এক প্রাচীন শিলালিপি বাইবেলকে সমর্থন করে?
জেরুসালেমের বাইবেল ল্যান্ড্স মিউজিয়ামে একটা শিলালিপি রয়েছে, যেটা খ্রিস্টপূর্ব ৭০০ থেকে ৬০০ সালের মধ্যে লেখা হয়েছিল। এই শিলা ইজরায়েলে হেব্রনের কাছাকাছি একটা গুহায় পাওয়া গিয়েছে, যেটা কবর হিসেবে ব্যবহার করা হত। সেটার উপর খোদাই করে লেখা আছে: “হাগাভের পুত্র হাগাফ ইয়াওয়ে চোভাওট দ্বারা অভিশপ্ত হোক।” কীভাবে এই শিলালিপি বাইবেলকে সমর্থন করে? এটা দেখায় যে, বাইবেলের সময় ঈশ্বরের নাম যিহোবা, যেটা প্রাচীন ইব্রীয় বর্ণ YHWH দিয়ে লেখা হত, খুবই পরিচিত ছিল আর দৈনন্দিন জীবনে লোকেরা তা ব্যবহার করত। সত্যি বলতে কী, যে-গুহাগুলো কবর হিসেবে ব্যবহার করা হত, সেগুলোতে পাওয়া অন্যান্য শিলালিপি দেখায় যে, যারা সেখানে মিলিত হত কিংবা লুকিয়ে থাকত, তারা প্রায়ই দেওয়ালে ঈশ্বরের নাম আর সেইসঙ্গে নিজেদের নামগুলো খোদাই করে লিখত, যেগুলোর মধ্যে ঈশ্বরের নামের বিভিন্ন রূপ অন্তর্ভুক্ত ছিল।
এই শিলালিপিগুলোর উপর মন্তব্য করে ইউনিভার্সিটি অভ্ জর্জিয়ার ড. রেচাল নাবুলসি বলেন: “এই শিলালিপিগুলোতে YHWH নামটা প্রায়ই ব্যবহার করা হয়েছে। এটা আমাদের অনেক কিছু জানায়। . . . [বাইবেলের] লেখাগুলো ও শিলালিপিগুলো ইজরায়েলের ও যিহূদার লোকদের জীবনে YHWH-এর গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে।” এই বিষয়টা বাইবেলকে সমর্থন করে, যেখানে ইব্রীয় বর্ণ YHWH দিয়ে লেখা ঈশ্বরের নাম হাজার হাজার বার পাওয়া যায়। প্রায়ই বিভিন্ন ব্যক্তির নামের মধ্যে ঈশ্বরের নাম অন্তর্ভুক্ত ছিল।
শিলালিপিতে পাওয়া “ইয়াওয়ে চোভাওট” শব্দগুলোর অর্থ “বাহিনীগণের যিহোবা।” এটা সম্ভবত এই বিষয়ে ইঙ্গিত দেয় যে, কেবল ঈশ্বরের নামই নয় কিন্তু সেইসঙ্গে “বাহিনীগণের যিহোবা” অভিব্যক্তিটাও বাইবেলের সময় খুবই প্রচলিত ছিল। এটা বাইবেলের “বাহিনীগণের যিহোবা” বাক্যাংশ ব্যবহার করার বিষয়টাকেও সমর্থন করে, যে-বাক্যাংশ ইব্রীয় শাস্ত্রে ২৮৩ বার পাওয়া যায়, বেশিরভাগ সময়ই যিশাইয়, যিরমিয় ও সখরিয়ের লেখাগুলোতে।