সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

আপনার কি ভাই-বোনদের জীবনকাহিনি পড়তে ভালো লাগে?

এক স্বামী-স্ত্রী, যারা প্রতিদিন সকালে একটা করে জীবনকাহিনি পড়েন, বলেন: “এগুলো পড়ে আমরা অনেক আনন্দ পাই এবং উৎসাহিত হই। বিভিন্ন ভাই-বোনের জীবনকাহিনি পড়ে আমরা বুঝতে পেরেছি, জীবনে যত বড়োই সমস্যা আসুক না কেন, আমরা বিশ্বস্ত থাকতে পারি।” আরেকজন বোন বলেন: “এই জীবনকাহিনিগুলো অনেক অসাধারণ হয়ে থাকে। এগুলো পড়ে অনেক উৎসাহ এবং সান্ত্বনা পাওয়া যায় আর কিছু জীবনকাহিনি তো একেবারে হৃদয় ছুঁয়ে যায়! আমি যখন দেখি, সেই ভাই-বোনেরা এমনি এমনিই বেঁচে নেই বরং তাদের কাছে একটা উদ্দেশ্য আছে, তখন আমারও ইচ্ছা হয়, আমিও আরও বেশি করে যিহোবার সেবা করব এবং আমার সন্তানদের উৎসাহিত করব, যাতে তারা বড়ো হয়ে পূর্ণসময়ের সেবা করে।”

জীবনকাহিনিগুলো পড়লে আপনিও ভালো লক্ষ্য রাখতে, নিজের দুর্বলতাগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং আনন্দের সঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করতে উৎসাহিত হবেন। আপনি কোথায় এই জীবনকাহিনিগুলো পড়তে পারেন?

  • ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি, ওয়াচটাওয়ার লাইব্রেরি অথবা jw.org ওয়েবসাইটে “জীবনকাহিনি” সার্চ করুন।