সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

মনে রাখার জন্য ছবি আঁকুন

মনে রাখার জন্য ছবি আঁকুন

আমাদের মধ্যে অনেকেই যে-বিষয়গুলো পড়ি, সেগুলো মনে রাখতে পারি না। কিন্তু, আপনি কি লক্ষ করেছেন, যিশুর দেওয়া দৃষ্টান্তগুলো আমাদের খুব সহজেই মনে পড়ে যায়? আসলে, আমরা মনে সেগুলোর একটা ছবি তৈরি করি আর সেটা আমাদের সেগুলো মনে রাখতে সাহায্য করে। একইভাবে, আপনি যা পড়েন, আপনি যদি মনে সেটার একটা ছবি তৈরি করে নেন, তা হলে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন। কিন্তু, কীভাবে আপনি তা করতে পারেন? আপনি যা পড়েছেন, সেটার ছবি কোনো কাগজে অথবা অন্য কোথাও আঁকতে পারেন।

যে-ব্যক্তিরা নতুন বিষয় শেখার পর সেটার ছবি আঁকে, তারা বিষয়টা ভালোভাবে মনে রাখতে পারে। এমনটা করে তারা শুধুমাত্র শব্দগুলো নয়, কিন্তু সেইসঙ্গে মূল বিষয়টাও মনে রাখতে পারে। আপনার খুব সুন্দর ছবি আঁকার প্রয়োজন নেই, সাধারণ ছবিও আঁকতে পারেন। দেখা গিয়েছে যে, এমনটা করে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের অনেক উপকার হয়েছে।

আপনি যখন পরের বার অধ্যয়ন করবেন, তখন যে-বিষয়গুলো শিখেছেন, সেগুলোর কিছু ছবি আঁকলে কেমন হবে? আপনি এটা দেখে অবাক হয়ে যাবেন যে, আপনার কত কিছু মনে রয়েছে!