সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের শব্দগুলোর মানে

আপনার কি বিশ্বাস আছে?

আপনার কি বিশ্বাস আছে?

যিহোবাকে খুশি করার জন্য আমাদের বিশ্বাস থাকতে হবে। কিন্তু বাইবেলে লেখা রয়েছে, “সকলের বিশ্বাস নেই।” (২ থিষল. ৩:২) প্রেরিত পৌল যখন এটা বলেছিলেন, তখন তিনি সেই “মন্দ ও দুষ্ট লোকদের” কথা বলছিলেন, যারা তাকে তাড়না করছিল। তবে, এইরকম আরও লোক রয়েছে, যাদের বিশ্বাস নেই। যেমন, কিছু লোক ঈশ্বরে বিশ্বাস করতে চায় না, যদিও এর স্পষ্ট প্রমাণ রয়েছে যে, ঈশ্বর বলে কেউ আছেন এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। (রোমীয় ১:২০) আবার কিছু লোক বিশ্বাস করে, একটা শক্তি বা ঈশ্বর রয়েছে। কিন্তু, শুধুমাত্র এতটুকু বিশ্বাস থাকলে আমরা যিহোবাকে খুশি করতে পারব না।

বিশ্বাস থাকার জন্য আমাদের পুরোপুরি নিশ্চিত হতে হবে, যিহোবা সত্যিই রয়েছেন এবং “তিনি তাদের পুরস্কার দেন,” যাদের তাঁর উপর দৃঢ়বিশ্বাস রয়েছে। (ইব্রীয় ১১:৬) এই বিশ্বাস আমরা ঈশ্বরের পবিত্র শক্তির সাহায্যেই বাড়াতে পারি কারণ বিশ্বাস হল পবিত্র শক্তির ফলের একটা দিক। তাই, আমাদের যিহোবার কাছে প্রার্থনা করতে হবে এবং তাঁর কাছে পবিত্র শক্তি চাইতে হবে। (লূক ১১:৯, ১০, ১৩) এ ছাড়া, বাইবেল পড়েও আমরা পবিত্র শক্তি লাভ করতে পারি কারণ ঈশ্বর তাঁর পবিত্র শক্তির সাহায্যেই বাইবেল লিখিয়েছেন। তাই, আমরা যখন বাইবেল পড়ি এবং সেই বিষয়ে গভীরভাবে চিন্তা করি আর সেই অনুযায়ী চলি, তখন যিহোবার পবিত্র শক্তি আমাদের উপর কাজ করে। এর ফলে আমরা এমনভাবে জীবনযাপন করতে পারি, যেটা দেখায়, আমাদের বিশ্বাস রয়েছে এবং এই বিশ্বাস দেখে যিহোবা খুশি হন।