সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

যিহোবার সাক্ষিদের কি জীবনসাথি খোঁজার জন্য কোনো ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করা উচিত?

যিহোবা চান, একজন স্বামী ও স্ত্রী যেন তাদের বিবাহিত জীবনে সুখী হয় আর তাদের সম্পর্ক চিরস্থায়ী হয়। (মথি ১৯:৪-৬) আপনি যদি বিয়ে করতে চান, তা হলে কীভাবে এক উত্তম জীবনসাথি খুঁজে পেতে পারেন? যিহোবা আমাদের সৃষ্টি করেছেন আর তিনি জানেন যে, কীভাবে আমরা এক উত্তম জীবনসাথি খুঁজে পেতে পারি। তিনি আমাদের অনেক নীতি দিয়েছেন, যেগুলো পালন করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আসুন, কিছু নীতি নিয়ে বিবেচনা করে দেখি।

প্রথম নীতিটা হল: “অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য।” (যির. ১৭:৯) আমাদের এই কথাটা সবসময় মনে রাখা উচিত। যখন দু-জন ব্যক্তি একে অপরকে পছন্দ করতে শুরু করেন, তখন তারা দ্রুত একে অপরের প্রতি আকৃষ্ট হন। এই কারণে, তারা চিন্তাভাবনা না করেই কোনো সিদ্ধান্ত নিতে পারেন। একজন ব্যক্তি যদি আবেগের বশে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তা হলে পরবর্তী সময় তাকে অনেক অনুশোচনা করতে হতে পারে। (হিতো. ২৮:২৬) তাই, কাউকে না জেনে নিজের মনের কথা তাকে বলা উচিত নয় আর তার কাছে কোনো প্রতিজ্ঞা করা উচিত নয়।

দ্বিতীয় নীতিটা হিতোপদেশ ২২:৩ পদে লেখা রয়েছে: “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।” কোনো ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করার কোন কোন বিপদ রয়েছে? কিছু লোক অনলাইনে ডেটিং করেছে। দুঃখের বিষয় হল, তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কিছু নিরীহ ব্যক্তির টাকাপয়সাও লুট করা হয়েছে। যে-লোকেরা বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের যিহোবার সাক্ষি হিসেবে পরিচয় দিয়েছিল।

অনলাইনে ডেটিং করার আরেকটা বিপদ রয়েছে। কিছু অ্যাপ অথবা ওয়েবসাইট কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এটা জানার চেষ্টা করে, কার সঙ্গে আপনি ডেটিং করতে পারেন। কিন্তু, এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই যে, এই পদ্ধতি সফল হবে। একটু চিন্তা করে দেখুন, বিয়ে হল জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি কি এই সিদ্ধান্ত মানুষের তৈরি কোনো কম্পিউটার প্রোগ্রামের উপর ভরসা করে নেবেন? না কি বাইবেলের নীতিগুলোর উপর ভরসা করে নেবেন, যেগুলো কখনো মিথ্যা হতে পারে না?—হিতো. ১:৭; ৩:৫-৭.

তৃতীয় নীতিটা হিতোপদেশ ১৪:১৫ পদে লেখা রয়েছে: “যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক নিজ পাদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।” বিয়ে করার আগে আপনাকে একজন ব্যক্তি সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। কিন্তু, ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে এমনটা করা সহজ নয়। এটা ঠিক যে, আপনি সেই ব্যক্তির সমস্ত তথ্য দেখতে পারেন অথবা মেসেজ করে তার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু, আপনার কি মনে হয়, এভাবে আপনি সেই ব্যক্তিকে ভালোভাবে জানতে পারবেন? অনেক লোকের মনে হয়েছিল, তারা তাদের প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছে। কিন্তু, তারা যখন সেই ব্যক্তির সঙ্গে সামনাসামনি দেখা করেছে, তখন একেবারে অবাক হয়ে গিয়েছে। কারণ তারা যেমনটা ভেবেছিল, তা থেকে সেই ব্যক্তি একেবারে আলাদা ছিল।

একজন গীতরচক বলেছিলেন: “আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।” (গীত. ২৬:৪) আজ, ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইটে লোকেরা নিজেদের সম্বন্ধে সমস্ত কিছু জানায় না কারণ তারা চায়, লোকেরা যেন তাদের পছন্দ করে। তাদের সঙ্গে কথা বলার পরও আমরা জানতে পারি না, তাদের মধ্যে কোন দুর্বল বিষয়গুলো রয়েছে। একজন সাক্ষির এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা উচিত। যেমন, কেউ যদি আপনাকে বলে, তিনি একজন যিহোবার সাক্ষি, তা হলে আপনি কি নিশ্চিত যে, তিনি বাপ্তিস্ম নিয়েছেন? যিহোবার সঙ্গে তার কি এক উত্তম সম্পর্ক রয়েছে? মণ্ডলীতে কি তার সুনাম রয়েছে? তিনি কি অন্যদের জন্য এক উত্তম উদাহরণ রাখেন, না কি তিনি “খারাপ লোকদের সঙ্গে মেলামেশা” করেন? (১ করি. ১৫:৩৩; ২ তীম. ২:২০, ২১) তিনি কি বাইবেলের নীতি অনুযায়ী বিয়ে করার জন্য স্বাধীন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার প্রয়োজন রয়েছে, তবে ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে এগুলো জানা সহজ নয়। এই সমস্ত তথ্য শুধুমাত্র এমন ভাই-বোনেরা দিতে পারে, যারা সেই ব্যক্তিকে খুব ভালোভাবে জানে। (হিতো. ১৫:২২) যিহোবার একজন বিশ্বস্ত দাস এমন একজন ব্যক্তিকে বিয়ে করার কথা চিন্তাও করবেন না, যে-ব্যক্তি যিহোবার উপাসনা করে না অথবা যে-ব্যক্তির সঙ্গে তিনি “যুক্ত” হতে পারবেন না।—২ করি. ৬:১৪; ১ করি. ৭:৩৯.

আমরা যেমনটা দেখলাম, ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করার কোন কোন বিপদ রয়েছে। কিন্তু, আপনি অন্যান্য উপায়ে জীবনসাথি খুঁজতে পারেন। কীভাবে? যদি সম্ভব হয়, তা হলে আপনি সভায়, সম্মেলনে ও অন্যান্য উপলক্ষ্যে একজন ব্যক্তির সঙ্গে সামনাসামনি দেখা করে তাকে ভালোভাবে জানতে পারেন।

একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনাদের লক্ষ্য এক না কি আলাদা

কোভিড-১৯ অতিমারির কারণে যিহোবার সাক্ষিরা একসঙ্গে একত্রিত হওয়ার পরিবর্তে অনলাইনে সভা করছে। সেই সভায় আপনি অন্য অবিবাহিত খ্রিস্টানকে জানতে পারেন, তাদের বক্তৃতা শুনতে পারেন অথবা তাদের মন্তব্য শুনতে পারেন। (১ তীম. ৬:১১, ১২) আপনার যখন কাউকে পছন্দ হয়, তখন আপনি তার সঙ্গে ব্রেকআউট রুমে কথা বলতে পারেন। এ ছাড়া, আপনি অন্য ভাই-বোনদের সঙ্গে অনলাইনে মেলামেশা করার সময়, সেই ব্যক্তিকে জানতে পারেন। আপনি দেখতে পারেন, সেই ব্যক্তি অন্যদের সঙ্গে কীভাবে কথা বলেন। এভাবে, আপনি জানতে পারবেন, তার মধ্যে কোন গুণাবলি অথবা দুর্বলতা রয়েছে। (১ পিতর ৩:৪) আপনি ধীরে ধীরে তাকে জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন, আপনাদের লক্ষ্য এক না কি আলাদা অথবা তিনি আপনার জীবনসাথি হতে পারবেন কি না।

যখন কোনো অবিবাহিত ব্যক্তি জীবনসাথি খোঁজার জন্য বাইবেলের নীতিগুলো কাজে লাগান, তখন তাদের বিয়ে সুখী হয়। তাদের সম্বন্ধে এটা বলা যেতে পারে: “যে ভার্য্যা পায় [অথবা যে স্বামী পায়], সে উৎকৃষ্ট বস্তু পায়, এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়।”—হিতো. ১৮:২২.