অধ্যয়নের জন্য পরামর্শ
প্রথমে কী অধ্যয়ন করবেন?
আমরা সবাই অধ্যয়ন করার জন্য বেশি সময় পাই না। তাই আমরা যেটুকু সময় পাই, সেটা কীভাবে আমরা সর্বোত্তম উপায়ে ব্যবহার করতে পারি? প্রথমত, আপনি যা পড়ছেন, সেটা মনোযোগ দিয়ে পড়ুন। তাড়াহুড়ো করে অনেক কিছু পড়ার চেয়ে ভালো হবে, আপনি অল্প পড়ুন, কিন্তু মনোযোগ দিয়ে পড়ুন। এতে আপনি বেশি উপকার পাবেন।
এরপর স্থির করুন, আপনি প্রথমে কী নিয়ে অধ্যয়ন করবেন। (ইফি. ৫:১৫, ১৬) নীচে দেওয়া পরামর্শগুলোর উপর মনোযোগ দিন:
প্রতিদিন বাইবেল পড়ুন। (গীত. ১:২) আপনি চাইলে সেই অধ্যায়গুলো থেকে শুরু করতে পারেন, যেগুলো সপ্তাহের মাঝের সভার তালিকায় দেওয়া থাকে।
প্রহরীদুর্গ অধ্যয়ন এবং সপ্তাহের মাঝের সভার জন্য প্রস্তুতি নিন। উত্তরও প্রস্তুত করুন।—গীত. ২২:২২.
আর যখনই সময় পান, তখনই অন্যান্য নতুন প্রকাশনা অধ্যয়ন করুন। যেমন, জনসাধারণের উদ্দেশে প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকা, ভিডিও এবং jw.org ওয়েবসাইটে আসা অন্যান্য প্রবন্ধ।
কোনো বিষয় নিয়ে গবেষণা করুন। আপনি যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যান, আপনার মনে কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি বাইবেলের কোনো বিষয় আরও ভালোভাবে বুঝতে চান, তা হলে আপনি সেই বিষয়ে গবেষণা করতে পারেন।