সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৩০

আপনার ভালোবাসা বৃদ্ধি করে চলুন

আপনার ভালোবাসা বৃদ্ধি করে চলুন

“আমি ক্রমাগত প্রার্থনা করি, তোমাদের প্রেম যেন . . . দিন দিন বৃদ্ধি লাভ করে।”—ফিলি. ১:৯.

গান ২ যিহোবা তোমার নাম

সারাংশ a

১. আপনি যখন বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন, তখন কোন বিষয়গুলো শিখেছিলেন?

 সেই সময়ের কথা চিন্তা করুন, যখন আপনি বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন। আপনার কি মনে আছে, সেই সময়ে আপনি কোন বিষয়গুলো শিখেছিলেন? আপনি হয়তো এটা জেনে অবাক হয়ে গিয়েছিলেন, একজন সত্য ঈশ্বর রয়েছেন এবং তাঁর নাম হল যিহোবা। আপনি হয়তো এটা জেনেও স্বস্তি অনুভব করেছিলেন, ঈশ্বর মানুষকে নরকে পুড়িয়ে শাস্তি দেন না। আর আপনি যখন এও জেনেছিলেন, আপনার যে-প্রিয়জনেরা মারা গিয়েছে, তারা পুনরুত্থিত হবে এবং তাদের সঙ্গে আপনি নতুন জগতে চিরকাল ধরে থাকতে পারবেন, তখন আপনি হয়তো অনেক আনন্দিত হয়েছিলেন আর আনন্দে আপনার চোখে হয়তো জল চলে এসেছিল।

২. বাইবেল থেকে সত্যগুলো শেখার পাশাপাশি আপনি আর কীভাবে উন্নতি করেছেন? (ইফিষীয় ৫:১, ২)

আপনি যখন ঈশ্বরের বাক্য নিয়ে আরও অধ্যয়ন করতে শুরু করেছিলেন, তখন যিহোবার প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পেতে শুরু করেছিল। এরপর আপনি চেয়েছিলেন, আপনি যা শিখছেন, সেগুলো কাজে লাগাবেন। আপনি বাইবেলের নীতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। আপনি ঈশ্বরকে খুশি করতে চেয়েছিলেন, তাই আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করেছিলেন এবং সঠিক কাজ করতে শুরু করেছিলেন। ঠিক যেমন, একটি বাচ্চা তার বাবা-মায়ের মতো হওয়ার চেষ্টা করে, একইভাবে আপনি আপনার পিতা যিহোবার মতো হওয়ার জন্য চেষ্টা করতে শুরু করেছিলেন।—পড়ুন, ইফিষীয় ৫:১, ২.

৩. আমরা নিজেদের কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারি?

আমরা নিজেদের এইরকম কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি: ‘আমি যখন খ্রিস্টান হয়েছিলাম, সেটার তুলনায় এখন আমি কি যিহোবাকে আরও ভালোবাসতে শুরু করেছি? বাপ্তিস্মের পর আমি কি আমার চিন্তাধারা ও কাজে আরও পরিবর্তন করেছি? আমি কি যিহোবার মতো হওয়ার জন্য আরও চেষ্টা করছি? আমি কি যিহোবার মতো ভাই-বোনদের ভালোবাসতে শুরু করেছি?’ যদি আপনার মনে হয়, আপনার মধ্যে ‘প্রথমে যে-প্রেম ছিল,’ সেটা আর নেই, তা হলে হতাশ হবেন না। প্রথম শতাব্দীর খ্রিস্টানদের প্রতি এইরকমই কিছু ঘটেছিল। তবে, যিশু তাদের পরিত্যাগ করেননি এবং তিনি আপনাকেও পরিত্যাগ করবেন না। (প্রকা. ২:৪, ৭) তিনি জানেন, আমাদের হৃদয়ে প্রথমে যে-প্রেম ছিল, সেটা আমরা আবারও বৃদ্ধি করতে পারি।

৪. এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

এই প্রবন্ধে আমরা আলোচনা করব, কীভাবে আমরা যিহোবা এবং অন্যদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে চলতে পারি। এরপর আমরা জানতে পারব, আমরা যখন তাঁকে আরও ভালোবাসব, তখন আমরা এবং অন্যেরা কোন কোন আশীর্বাদ লাভ করব।

যিহোবার প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করে চলুন

৫-৬. (ক) প্রেরিত পৌলকে কোন কোন বিপদের মুখোমুখি হতে হয়েছিল? (খ) কিন্তু কোন কারণে তিনি ক্রমাগত যিহোবার সেবা করতে পেরেছিলেন?

প্রেরিত পৌল আনন্দের সঙ্গে যিহোবার সেবা করছিলেন, কিন্তু অনেক বার তাকে বিভিন্ন বিপদেরও মুখোমুখি হতে হয়েছিল। তিনি প্রায়ই দূরদূরান্তে যাত্রা করতেন। আর সেইসময়ে যাত্রা করা খুব-একটা সহজ ছিল না। যাত্রা করার সময়ে তাকে “নদীর মধ্যে” এবং “দস্যুদের দ্বারা” বিপদের মুখে পড়তে হয়েছিল। কখনো কখনো এমনও হয়েছিল যে, তার বিরোধীরা তাকে মারধর করেছিল। (২ করি. ১১:২৩-২৭) আর দুঃখের বিষয় হল, অনেকসময় খ্রিস্টান ভাইয়েরাও তার পরিশ্রমের প্রতি কোনো উপলব্ধি দেখায়নি।—২ করি. ১০:১০; ফিলি. ৪:১৫.

তারপরও পৌল ক্রমাগত যিহোবার সেবা করেছিলেন। তিনি কীভাবে তা করতে পেরেছিলেন? শাস্ত্র থেকে অধ্যয়ন করার মাধ্যমে ও সেইসঙ্গে নিজের অভিজ্ঞতা থেকে পৌল আরও ভালোভাবে জানতে পেরেছিলেন যে, যিহোবা কেমন ঈশ্বর। পৌল নিশ্চিত হয়েছিলেন, যিহোবা তাকে ভালোবাসেন। (রোমীয় ৮:৩৮, ৩৯; ইফি. ২:৪, ৫) এরপর, তিনিও যিহোবাকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন। তিনি নিজের ভালোবাসা কীভাবে দেখিয়েছিলেন? ক্রমাগত ‘পবিত্র ব্যক্তিদের সেবা করার মাধ্যমে।’—ইব্রীয় ৬:১০.

৭. যিহোবার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করার একটা উপায় কী?

আজ আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা কীভাবে বৃদ্ধি করতে পারি? মনপ্রাণ দিয়ে তাঁর বাক্য অধ্যয়ন করার মাধ্যমে। আপনি যখন বাইবেল পড়েন, তখন এটা জানার চেষ্টা করুন যে, আপনি যা পড়েছেন, তা থেকে যিহোবার বিষয়ে কী জানা যায়। নিজেকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন: ‘এই বিবরণ থেকে কীভাবে জানা যায়, যিহোবা আমাকে ভালোবাসেন? আর এই বিবরণ থেকে আমি যিহোবাকে ভালোবাসার কোন কারণগুলো খুঁজে পেয়েছি?’

৮. প্রার্থনা করলে যিহোবার প্রতি আমাদের ভালোবাসা কীভাবে বৃদ্ধি পেতে পারে?

যিহোবার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করার আরেকটা উপায় হল, প্রতিদিন মন খুলে তাঁর কাছে প্রার্থনা করা। (গীত. ২৫:৪, ৫) এমনটা করলে যিহোবা আমাদের প্রার্থনাগুলোর উত্তর দেবেন। (১ যোহন ৩:২১, ২২) কোয়েল নামে এশিয়ায় থাকা একজন বোন বলেন: “প্রথম প্রথম আমি যিহোবাকে কেবল এই কারণে ভালোবাসতাম যে, আমি তাঁর সম্বন্ধে ভালো ভালো বিষয় শিখেছিলাম। তবে আমি যখন দেখি, তিনি কীভাবে আমার প্রার্থনাগুলোর উত্তর দিচ্ছেন, তখন তাঁর প্রতি আমার ভালোবাসা আরও বৃদ্ধি পায়। পরে, আমারও আমার প্রতিটা কাজের মাধ্যমে তাঁকে খুশি করতে ইচ্ছে করে।” b

অন্যদের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করে চলুন

৯. পৌল যা বলেছিলেন, তা থেকে কীভাবে বোঝা যায় যে, তীমথিয় ভাই-বোনদের আরও ভালোবাসতে শুরু করেছিলেন?

পৌল যখন খ্রিস্টান হয়েছিলেন, সেটার কিছু বছর পর, তীমথিয় নামে একজন যুবকের সঙ্গে তার দেখা হয়েছিল। তীমথিয় যিহোবাকে এবং লোকদের খুব ভালোবাসতেন। এর কিছু বছর পর, পৌল ফিলিপীয় মণ্ডলীকে লিখেছিলেন, “তোমাদের কাছে পাঠানোর জন্য তীমথিয়ের মতো এমন আর কেউ নেই, যে প্রকৃতই তোমাদের জন্য চিন্তা করবে।” (ফিলি. ২:২০) লক্ষ করুন, পৌল এটা বলেননি যে, তীমথিয় কত ভালোভাবে সমস্ত কাজের ব্যবস্থা করেন কিংবা তিনি কত ভালো বক্তৃতা দেন। এর পরিবর্তে, তার তীমথিয়ের এই বিষয়টা খুব ভালো লেগেছিল, তিনি ভাই-বোনদের জন্য চিন্তা করেন এবং তাদের ভালোবাসেন। এই কারণে মণ্ডলীর ভাই-বোনেরাও হয়তো অপেক্ষায় থাকত, তীমথিয় কখন তাদের মণ্ডলীতে পরিদর্শন করতে আসবেন।—১ করি. ৪:১৭.

১০. বোন অ্যানা এবং তার স্বামী ভাই-বোনদের প্রতি তাদের ভালোবাসা কীভাবে দেখিয়েছিলেন?

১০ আমরাও ভাই-বোনদের সাহায্য করার জন্য সুযোগের অপেক্ষায় থাকি। (ইব্রীয় ১৩:১৬) বোন অ্যানার অভিজ্ঞতার উপর মনোযোগ দিন, যার বিষয়ে আগের প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল। তিনি যেখানে থাকেন, সেই এলাকায় এক প্রচণ্ড ঝড় উঠেছিল। সেই ঝড়ের পর, তিনি এবং তার স্বামী এক খ্রিস্টান পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর, তারা জানতে পেরেছিলেন, সেই ঝড়ের কারণে তাদের বাড়ির ছাদ ভেঙে গিয়েছে। এইজন্য সেই পরিবারের কাছে কোনো পরিষ্কার জামাকাপড় ছিল না। বোন অ্যানা বলেন: “আমরা তাদের জামাকাপড় আমাদের বাড়িতে নিয়ে আসি, সেগুলো ভালো করে ধুই, ইস্তিরি করি এবং সুন্দর করে সেগুলো ভাঁজ করে তাদের বাড়িতে পৌঁছে দিই। আমাদের জন্য যদিও এটা একটা ছোটো কাজ ছিল, কিন্তু এই কারণে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে আর এখনও পর্যন্ত সেই বন্ধুত্ব আমাদের মধ্যে বজায় রয়েছে।” বোন অ্যানা এবং তার স্বামী ভাই-বোনদের খুব ভালোবাসতেন, তাই তারা তাদের সাহায্য করেছিলেন।—১ যোহন ৩:১৭, ১৮.

১১. (ক) আমরা যখন অন্যদের সঙ্গে ভালোভাবে আচরণ করি, তখন প্রায়ই তাদের কেমন লাগে? (খ) হিতোপদেশ ১৯:১৭ পদ অনুযায়ী আমরা যখন ভালোবাসার কারণে লোকদের জন্য কিছু করি, তখন যিহোবা কী করেন?

১১ আমরা যখন অন্যদের সঙ্গে ভালোভাবে আচরণ করি এবং তাদের সাহায্য করি, তখন প্রায়ই তারা লক্ষ করে যে, আমরা কীভাবে যিহোবার চিন্তাধারা গ্রহণ করছি এবং তাঁর মতো হওয়ার চেষ্টা করছি। আমরা হয়তো বুঝতেও পারি না, আমরা তাদের জন্য যা করি, সেটা তারা কতটা উপলব্ধি করে। আবারও বোন কোয়েলের উদাহরণের উপর মনোযোগ দিন। তার সেই সময়ের কথা এখনও মনে আছে, যখন কয়েক বছর আগে কিছু বোন তাকে সাহায্য করেছিল। তিনি বলেন: “আমি সেই সমস্ত বোনের প্রতি খুবই কৃতজ্ঞ, যারা আমার বাড়িতে এসে আমাকে প্রচারে নিয়ে যেত। এ ছাড়া, তারা আমাকে খাবারের জন্য নিয়ে যেত এবং পরে আমাকে বাড়িতে পৌঁছেও দিত। আজ আমি যখন সেই বিষয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি, তারা আমার জন্য কত কিছু করেছে। আর তা শুধুমাত্র ভালোবাসার কারণেই।” আমরা যাদের সাহায্য করি, তাদের মধ্যে প্রত্যেকে এর বিনিময়ে আমাদের জন্য কিছু না-ও করতে পারে। যারা বোন কোয়েলকে সাহায্য করেছিল, তাদের বিষয়ে বোন বলেন: “তারা আমার জন্য কত কিছু করেছে, আমিও যদি এর বিনিময়ে তাদের জন্য কিছু করতে পারতাম, তা হলে কতই-না ভালো হত। কিন্তু আমি জানি না, তারা এখন কোথায় রয়েছে। তবে, যিহোবা তা জানেন আর আমি প্রার্থনা করি যেন যিহোবা তাদের জন্য আমার হয়ে কিছু-না-কিছু করেন।” বোন কোয়েল একেবারে সঠিক কথাই বলেছেন। আমরা যদি কারো জন্য সামান্যও কিছু করি, তা হলে যিহোবা সেটা লক্ষ করেন এবং সেটাকে এক মূল্যবান বলিদান হিসেবে দেখেন। যিহোবা এমনটা চিন্তা করেন, যেন আমরা তাঁকে ঋণ দিচ্ছি আর তিনি এরজন্য অবশ্যই আমাদের পুরস্কার দেবেন।—পড়ুন, হিতোপদেশ ১৯:১৭.

যে-খ্রিস্টানেরা উন্নতি করতে চায়, তারা অন্যদের সাহায্য করার সুযোগ খোঁজে (১২ অনুচ্ছেদ দেখুন)

১২. ভাইয়েরা মণ্ডলীর ভাই-বোনদের জন্য তাদের ভালোবাসা কীভাবে দেখাতে পারে? (ছবিগুলোও দেখুন।)

১২ আপনি যদি একজন ভাই হয়ে থাকেন, তা হলে অন্যদের প্রতি আপনার ভালোবাসা দেখানোর এবং এগিয়ে গিয়ে তাদের সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন? জর্জ নামে একজন যুবক ভাইয়ের উদাহরণের উপর মনোযোগ দিন। জর্জ একজন প্রাচীনকে জিজ্ঞেস করেন, তিনি কীভাবে মণ্ডলীতে আরও সাহায্য করতে পারেন। জর্জ আগে থেকে যা-কিছু করছিলেন, সেগুলোর জন্য প্রাচীন তার প্রশংসা করেন এবং তারপর তাকে কিছু পরামর্শ দেন। যেমন, সেই প্রাচীন তাকে বলেছিলেন, তিনি সভা শুরু হওয়ার আগে কিংডম হলে আসতে পারেন এবং অন্যদের স্বাগত জানাতে পারেন, সভাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, ক্রমাগত নিজের ক্ষেত্রের পরিচর্যা দলের সঙ্গে প্রচার করতে পারেন আর চিন্তা করতে পারেন, কোন কোন উপায়ে অন্যদের সাহায্য করা যেতে পারে। জর্জ সেই প্রাচীনের পরামর্শ কাজে লাগিয়েছিলেন। এর ফলে, তিনি এই সমস্ত কাজ ভালোভাবে শেখার পাশাপাশি ভাই-বোনদের প্রতি তার ভালোবাসা আরও বৃদ্ধি করতে পেরেছিলেন। জর্জ একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলেন, সেটা হল: একজন ভাই পরিচারক দাস হওয়ার পরে অন্যদের সাহায্য করতে শুরু করেন না বরং তাকে আগে থেকে এমনটা করতে হয় আর পরেও করে চলতে হবে।—১ তীম. ৩:৮-১০, ১৩.

১৩. ভাই ক্রিস্টোফার ভালোবাসার কারণে কীভাবে আবারও প্রাচীন হিসেবে সেবা করার জন্য যোগ্য হয়ে উঠেছিলেন?

১৩ হতে পারে, আপনি আগে একজন প্রাচীন কিংবা পরিচারক দাস হিসেবে সেবা করেছেন। সেইসময় আপনি ভালোবাসার কারণে ভাই-বোনদের জন্য যা-কিছু করেছেন, সেগুলো যিহোবা ভুলে যাননি। (১ করি. ১৫:৫৮) আর আজ আপনি যেভাবে ভাই-বোনদের প্রতি আপনার ভালোবাসা দেখাচ্ছেন, সেটাও যিহোবা লক্ষ করেন। ক্রিস্টোফার নামে একজন ভাইয়ের উদাহরণের উপর মনোযোগ দিন। তিনি একজন প্রাচীন হিসেবে সেবা করতেন, কিন্তু পরে তার কাছে এই দায়িত্ব ছিল না। সেইসময় তার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু তিনি বলেন: “আমি যিহোবাকে ভালোবাসতাম, তাই স্থির করেছিলাম যে, আমার পক্ষে যিহোবার সেবায় যতটুকু করা সম্ভব, সেটা আমি করে চলব, তা আমার কাছে কোনো দায়িত্ব থাকুক বা না-ই থাকুক।” কিছুসময় পর, ভাই ক্রিস্টোফারকে আবারও একজন প্রাচীন হিসেবে নিযুক্ত করা হয়। ভাই বলেন: “প্রথমে এই দায়িত্ব নিতে আমি একটু ইতস্তত বোধ করছিলাম। তারপর আমি চিন্তা করি, ‘যদি যিহোবা আমার উপর দয়া দেখিয়ে থাকেন এবং আমাকে আবারও প্রাচীন হিসেবে সেবা করার সুযোগ দিয়ে থাকেন, তা হলে আমার এটা প্রত্যাখ্যান করা উচিত নয়। আমি তাঁকে এবং ভাই-বোনদের ভালোবাসি, তাই আমি এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাব না।’”

১৪. আপনি বোন এলেনার উদাহরণ থেকে কী শিখেছেন?

১৪ যিহোবার উপাসকেরা তাদের প্রতিবেশীদেরও ভালোবাসে। (মথি ২২:৩৭-৩৯) জর্জিয়ায় থাকা এলেনা নামে একজন বোনের উদাহরণের উপর মনোযোগ দিন। তিনি বলেন: “আগে আমি শুধু যিহোবাকে ভালোবাসতাম বলে লোকদের কাছে প্রচার করতাম। কিন্তু, যত বেশি যিহোবার প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে, তত বেশি আমি লোকদেরও ভালোবাসতে শুরু করি। আমি চিন্তা করি, লোকেরা কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছে আর কোন বিষয়ে কথা বললে তারা আগ্রহ দেখাবে। আমি যত এই বিষয়ে চিন্তা করি, তত আমার তাদের সাহায্য করতে ইচ্ছে করে।”—রোমীয় ১০:১৩-১৫.

অন্যদের প্রতি ভালোবাসা দেখালে প্রচুর আশীর্বাদ লাভ করা যায়

ভালোবাসার কারণে কাউকে সাহায্য করলে অনেক উপকার পাওয়া যায় (১৫-১৬ অনুচ্ছেদ দেখুন)

১৫-১৬. ছবিগুলোতে যেমনটা দেখানো হয়েছে, অন্যদের প্রতি ভালোবাসা দেখালে কোন কোন আশীর্বাদ লাভ করা যায়?

১৫ আমরা যখন ভাই-বোনদের প্রতি ভালোবাসা দেখাই, তখন তা থেকে শুধু তারাই নয়, কিন্তু সেইসঙ্গে অন্যেরাও প্রচুর উপকার লাভ করে। একটা উদাহরণের উপর মনোযোগ দিন। কোভিড-১৯ অতিমারি শুরু হওয়ার কিছুসময় পর ভাই পাওলো এবং তার স্ত্রী কিছু বয়স্ক বোনকে শিখিয়েছিলেন যে, কীভাবে তারা ফোন বা ট্যাবলেটের মাধ্যমে অন্যদের কাছে সাক্ষ্য দিতে পারে। একজন বোনের পক্ষে এটা করা প্রথমদিকে একটু কঠিন হলেও, পরে তিনি তা শিখে গিয়েছিলেন। তিনি তার অনেক আত্মীয়কে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র দিয়েছিলেন। আর আশ্চর্যের বিষয় হল, তাদের মধ্যে ৬০ জন লোক স্মরণার্থ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিল! ভাই পাওলো এবং তার স্ত্রী যে-পরিশ্রম করেছিলেন, তা থেকে কেবল সেই বয়স্ক বোনই নয়, কিন্তু সেইসঙ্গে তার অনেক আত্মীয়ও উপকার পেয়েছিল। পরে, সেই বোন ভাই পাওলোকে লিখেছিলেন, “আপনারা আমাদের মতো বয়স্ক ব্যক্তিদের যেভাবে শিখিয়েছিলেন, সেটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যিহোবা আমাদের যেভাবে যত্ন নিয়েছেন এবং আপনারা আমাদের জন্য যে-পরিশ্রম করেছেন, সেটা আমি কখনো ভুলে যাব না।”

১৬ এই ধরনের অভিজ্ঞতাগুলো থেকে ভাই পাওলো একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলেন: কোনো দক্ষতা কিংবা জ্ঞান থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হল, ভাই-বোনদের প্রতি ভালোবাসা দেখানো। ভাই বলেন, “আগে সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করার সময়ে আমি যে-সমস্ত বক্তৃতা দিয়েছিলাম, সেগুলো হয়তো ভাই-বোনদের মনে নেই। কিন্তু, আমি যেভাবে তাদের সাহায্য করেছিলাম, সেগুলো তারা আজও মনে রেখেছে।”

১৭. আমরা যখন অন্যদের প্রতি ভালোবাসা দেখাই, তখন আর কারা উপকার পায়?

১৭ আমরা যখন অন্যদের প্রতি ভালোবাসা দেখাই, তখন আমরা নিজেরাও উপকার পাই। আর অনেকসময় সেটা এমনভাবে পাই, যেটার বিষয়ে আমরা কখনো চিন্তাও করিনি। নিউজিল্যান্ডে থাকা ভাই জোনাথনের প্রতি এইরকমই কিছু ঘটেছিল। একদিন শনিবার দুপুর বেলায় তিনি দেখেন, একজন অগ্রগামী কড়া রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে লোকদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। তিনি চিন্তা করেন, পরের সপ্তাহে শনিবার তিনিও সেই অগ্রগামীর সঙ্গে প্রচার করবেন। তিনি কেবল সেই অগ্রগামীকে সাহায্য করার কথা চিন্তা করছিলেন। তবে, তিনি এটা জানতেন না যে, এর ফলে তিনি নিজেও কতটা উপকার লাভ করবেন। জোনাথন বলেন: “সত্যি বলতে কী, সেইসময়ে প্রচার করতে আমার একটুও ভালো লাগত না। তবে যখন আমি দেখি, সেই অগ্রগামী কীভাবে লোকদের শেখাচ্ছেন এবং প্রচার করে তিনি কতটা ভালো ফলাফল লাভ করছেন, তখন আমার মধ্যেও প্রচার করার জন্য উদ্যোগ বেড়ে যায়। আমি এবং সেই অগ্রগামী ভালো বন্ধু হয়ে উঠি। তার সঙ্গে সময় কাটানোর ফলে আমি আরও উন্নতি করতে পারি। এখন প্রচার করে আমি অনেক আনন্দ পাই এবং যিহোবার আরও নিকটবর্তী অনুভব করি।”

১৮. যিহোবা আমাদের কাছ থেকে কী চান?

১৮ যিহোবা চান যেন আমরা তাঁর প্রতি এবং অন্যদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে চলি। এই প্রবন্ধে যেমনটা দেখলাম, ঈশ্বরের বাক্য পড়ার, সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করার এবং ক্রমাগত প্রার্থনা করার মাধ্যমে ঈশ্বরের প্রতি আমরা আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি। আমরা ভাই-বোনদের আলাদা আলাদা উপায়ে সাহায্য করার মাধ্যমে, তাদের প্রতিও আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি। যিহোবা এবং ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসা যত বৃদ্ধি পাবে, তত আমরা তাঁর এবং ভাই-বোনদের আরও নিকটবর্তী অনুভব করব। আর যিহোবার সঙ্গে এবং ভাই-বোনদের সঙ্গে আমাদের বন্ধুত্ব চিরকালের জন্য বজায় থাকবে।

গান ১০৬ প্রেম দেখাতে শেখা

a আমাদের বাপ্তিস্ম সম্প্রতি হয়ে থাকুক কিংবা আমরা অনেক বছর ধরে যিহোবার সেবা করে থাকি না কেন, আমরা সবাই একজন খ্রিস্টান হিসেবে আরও উন্নতি করে চলতে পারি। এই প্রবন্ধে আমরা এমনটা করার একটা গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করব। আর সেটা হল, যিহোবা এবং অন্যদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করা। আমরা যখন এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব, তখন লক্ষ করুন এখনও পর্যন্ত আপনি এই বিষয়ে কতটা উন্নতি করেছেন এবং পরবর্তী সময়ে আপনি কতটা উন্নতি করতে পারেন।

b কিছু নাম পরিবর্তন করা হয়েছে।