সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি ২০১৯ সালের প্রহরীদুর্গ পত্রিকার উপর ভিত্তি করে করা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন?

ঈশ্বরের এই প্রতিজ্ঞার অর্থ কী: “যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না”? (যিশা. ৫৪:১৭)

আমরা এই আস্থা রাখতে পারি যে, ঈশ্বর ‘দুর্দ্দান্তদের [“নিষ্ঠুরদের,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] নিঃশ্বাসের’ মতো ধ্বংসাত্মক শক্তির হাত থেকে আমাদের সুরক্ষা জোগাবেন। (যিশা. ২৫:৪, ৫) আমাদের শত্রুরা আমাদের কোনো চিরস্থায়ী ক্ষতি করার বিষয়ে সার্থক হবে না।—প্রহরীদুর্গ ১৯.০১, পৃষ্ঠা ৬-৭.

কনানীয় ও অবাধ্য ইস্রায়েলীয়দের প্রতি ঈশ্বরের আচরণ কীভাবে তাঁর ন্যায়বিচারকে প্রতিফলিত করে?

ঈশ্বর সেই ব্যক্তিদের উপর বিচার নিয়ে এসেছিলেন, যারা জঘন্য যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হতো অথবা মহিলা ও সন্তানদের কষ্ট দিত। তিনি সেই ব্যক্তিদের আশীর্বাদ করেছিলেন, যারা তাঁর বাধ্য হয়েছিল এবং অন্যদের সঙ্গে ন্যায্য আচরণ করেছিল।—প্রহরীদুর্গ ১৯.০২, পৃষ্ঠা ২২-২৩.

কোনো ন-সাক্ষি ব্যক্তি প্রার্থনা করার সময়ে আমরা সেখানে উপস্থিত থাকলে আমাদের কী করা উচিত?

আমরা নীরব থাকতে পারি এবং সম্মানপূর্বক আচরণ করতে পারি। আমরা “আমেন” বলব না অথবা প্রার্থনা চলাকালীন উপস্থিত ব্যক্তিদের হাত ধরব না। আমরা হয়তো নিজেরা মনে মনে প্রার্থনা করতে পারি।—প্রহরীদুর্গ ১৯.০৩, পৃষ্ঠা ৩১.

শিশু নিপীড়ন কতটা গুরুতর এক বিষয়?

শিশু নিপীড়ন হল নিপীড়িত ব্যক্তি, মণ্ডলী, সরকারি কর্তৃপক্ষ ও ঈশ্বরের বিরুদ্ধে করা এক পাপ। প্রাচীনরা নিপীড়নের অভিযোগ দায়ের করার বিষয়ে সরকারি আইন মেনে চলেন।—প্রহরীদুর্গ ১৯.০৫, পৃষ্ঠা ৯-১০.

কীভাবে আমরা আমাদের মনের ভাবকে পরিবর্তন অথবা উন্নত করতে পারি?

গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো হল: প্রার্থনায় যিহোবার সঙ্গে কথা বলা। আত্মপরীক্ষা করার উদ্দেশ্যে ধ্যান করা। বিজ্ঞতার সঙ্গে বন্ধুবান্ধব বাছাই করা।—প্রহরীদুর্গ ১৯.০৬, পৃষ্ঠা ১১.

তাড়নার মুখোমুখি হওয়ার জন্য কীভাবে আমরা এখনই প্রস্তুত হতে পারি?

যিহোবার সঙ্গে আমাদের বন্ধনকে আরও বেশি দৃঢ় করতে হবে। এই আস্থা রাখুন যে, তিনি আমাদের ভালোবাসেন এবং তিনি কক্ষনো আমাদের ত্যাগ করবেন না। প্রতিদিন বাইবেল পড়ুন এবং নিয়মিতভাবে প্রার্থনা করুন। ঈশ্বরের রাজ্যের আশীর্বাদগুলো যে বাস্তবে পরিপূর্ণ হবে, সেই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হোন। আপনার প্রিয় শাস্ত্রপদগুলো এবং যিহোবার প্রশংসার্থে করা গানগুলো মুখস্থ করুন।—প্রহরীদুর্গ ১৯.০৭, পৃষ্ঠা ২-৪.

আমাদের পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

এটা গুরুত্বপূর্ণ যেন আমরা সহমর্মিতা দেখাই, উত্তম উদাহরণ স্থাপন করি, ধৈর্য ধরি এবং সদয় হই।—প্রহরীদুর্গ ১৯.০৮, পৃষ্ঠা ১৫-১৭.

মথি ১১:২৮ পদে করা যিশুর প্রতিজ্ঞা অনুযায়ী কীভাবে আমরা সতেজ হই?

আমাদের কাছে প্রেমময় খ্রিস্টান অধ্যক্ষরা, সবচেয়ে ভালো বন্ধুরা এবং সবচেয়ে ভালো কাজ রয়েছে।—প্রহরীদুর্গ ১৯.০৯, পৃষ্ঠা ২৩.

কীভাবে ঈশ্বর আমাদের কাজ করার ইচ্ছা ও ক্ষমতা প্রদান করতে পারেন? (ফিলি. ২:১৩)

আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি এবং সেটি নিয়ে ধ্যান করি, তখন ঈশ্বর আমাদের তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা প্রদান করার মাধ্যমে শক্তিশালী করতে পারেন। তাঁর পবিত্র আত্মা আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে।—প্রহরীদুর্গ ১৯.১০, পৃষ্ঠা ২১.

কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কোন বিজ্ঞ পদক্ষেপগুলো নেওয়া উচিত?

পাঁচটা পদক্ষেপ হল: পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন। প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করুন। আপনার উদ্দেশ্য যাচাই করুন। নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন। বাস্তববাদী হোন।—প্রহরীদুর্গ ১৯.১১, পৃষ্ঠা ২৭-২৯.

আত্মার অমরত্বের ধারণা কি হবার কাছে বলা শয়তানের কথা থেকে এসেছে?

সম্ভবত না। শয়তান হবাকে বলেছিল, হবা মারা যাবেন না। শয়তান এটা বলেনি যে, হবার কেবল শরীর মারা যাবে। সমস্ত মিথ্যা ধর্মের ধারণা জলপ্লাবনে শেষ হয়ে গিয়েছিল। তাই, ঈশ্বর বাবিলে ভাষার ভেদ জন্মানোর আগে আত্মার অমরত্বের বিশ্বাস শুরু হয়েছিল।—প্রহরীদুর্গ ১৯.১২, পৃষ্ঠা ১৫.