প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০২৩
এই সংখ্যায় ২০২৪ সালের ফেব্রুয়ারি ৫–মার্চ ৩ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
অধ্যয়ন প্রবন্ধ ৫০
বিশ্বাসের সঙ্গে সঙ্গে কাজ করলে আপনি ধার্মিক হতে পারেন
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ৫-১১ তারিখে এই প্রবন্ধটা অধ্যয়ন করা হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৫১
আমাদের আশা কোনো স্বপ্ন নয়
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১২-১৮ তারিখে এই প্রবন্ধটা অধ্যয়ন করা হবে।
মদ খাওয়াকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন?
কেউ কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছে, তারা মদ খাবে না, আবার কেউ কেউ হয়তো মদ খায়। কীভাবে একজন খ্রিস্টান মদ খাওয়ার পরিণতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন?
অধ্যয়ন প্রবন্ধ ৫২
অল্পবয়সি বোনেরা—আরও ভালো খ্রিস্টান হও
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৯-২৫ তারিখে এই প্রবন্ধটা অধ্যয়ন করা হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৫৩
অল্পবয়সি ভাইয়েরা—পরিপক্ব খ্রিস্টান হয়ে ওঠো!
২০২৪ সালের ফেব্রুয়ারি ২৬–মার্চ ৩ তারিখে এই প্রবন্ধটা অধ্যয়ন করা হবে।
আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? দেখুন, আপনার কী মনে আছে।
২০২৩ সালের জন্য প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার বিষয়সূচি
২০২৩ সালের প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার সমস্ত প্রবন্ধের তালিকা বিষয় অনুযায়ী সাজানো রয়েছে।
অভিজ্ঞতা
কীভাবে একজন বোন সুযোগ খুঁজে লোকদের সাক্ষ্য দিয়েছিলেন এবং অন্যদের প্রতি সমবেদনা দেখিয়েছিলেন?